ফুটবলের মতোই আইপিএল-এ দলবদল, কেকেআর থেকে কাকে দলে নিল লখনউ সুপার জায়ান্টস?

Published : Jul 30, 2025, 07:16 PM ISTUpdated : Jul 30, 2025, 08:19 PM IST
PBKS vs LSG IPL 2025

সংক্ষিপ্ত

Kolkata Knight Riders: মঙ্গলবারই প্রধান কোচ চন্দ্রকান্ত পণ্ডিতকে (Chandrakant Pandit) বিদায় জানিয়েছে কলকাতা নাইট রাইডার্স। একইসঙ্গে কোচিং স্টাফের আরও এক সদস্যকে বিদায় জানানো হচ্ছে বলে খবর পাওয়া গিয়েছে। তিনি আবার অন্য দলে যোগ দিচ্ছেন।

DID YOU KNOW ?
আইপিএল-এ সফল কেকেআর
২০১২ সালে প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হয় কলকাতা নাইট রাইডার্স। এরপর ২০১৪ ও ২০২৪ সালে আইপিএল জিতেছে কেকেআর।

Lucknow Super Giants: কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ছেড়ে দিতেই নতুন দল পেয়ে গেলেন অভিজ্ঞ বোলিং কোচ ভরত অরুণ (Bharat Arun)। তাঁর সঙ্গে দু’বছরের চুক্তি করল লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)। এখনও কেকেআর-এর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বোলিং কোচকে ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করা হয়নি। তবে অরুণকে যে আর দলে রাখা হচ্ছে না, তা স্পষ্ট হয়ে গিয়েছে। মঙ্গলবারই সরকারিভাবে কেকেআর-এর পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধান কোচ চন্দ্রকান্ত পণ্ডিত (Chandrakant Pandit) দল ছাড়ছেন। তাঁকে ধন্যবাদ জানানো হয়েছে। এরপরেই জানা যায়, অরুণের সঙ্গেও নতুন করে আর চুক্তি করছে না কেকেআর। বুধবার এক ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট জানিয়েছে, লখনউয়ে যোগ দিচ্ছেন ভারতীয় দলের কোচিং স্টাফের প্রাক্তন সদস্য অরুণ। এবার শুধু দুই দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।

প্রধান কোচের সঙ্গেই বিদায় বোলিং কোচের

২০২২ সালে কেকেআর-এ যোগ দেন অরুণ। তিনি ২০২৪ সালে আইপিএল (IPL 2024) চ্যাম্পিয়ন কেকেআর দলে ছিলেন। তবে বিশেষ সাফল্য পাননি এই বোলিং কোচ। তিনি তরুণ বোলারদের সেভাবে সাহায্য করতে পারেননি। কেকেআর-এর বোলাররা খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি। এই কারণেই অরুণকে আর দলে রাখার পরিকল্পনা করেনি কেকেআর। তবে এই বোলিং কোচের উপর ভরসা রাখছে লখনউ সুপার জায়ান্টস। সঞ্জীব গোয়েঙ্কার দলের আশা, বোলারদের সাহায্য করতে পারবেন অরুণ।

অরুণকে কেন ছেড়ে দিল কেকেআর?

শুধু কি বোলারদের খারাপ পারফরম্যান্সের জন্যই অরুণকে আর দলে রাখল না কেকেআর? না কি অন্য কোনও কারণ আছে? এ বিষয়ে ক্রিকেট মহলে জল্পনা চলছে। কেকেআর-এর কোচিং স্টাফও তারকাখচিত। প্রাক্তন ক্যারিবিয়ান অলরাউন্ডার ডোয়েন ব্র্যাভো এবারের আইপিএল-এর আগে মেন্টর হিসেবে দলে যোগ দেন। তিনি বোলারদের প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন, ভুল-ত্রুটি শুধরে দিয়েছেন। এই কারণে অরুণকে ছেড়ে দেওয়ার পর ব্র্যাভোর উপরেই বোলিং বিভাগের দায়িত্ব দিতে পারে কেকেআর ম্যানেজমেন্ট।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
৩ বার আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স
আইপিএল-এর ইতিহাসে অন্যতম সফল দল কলকাতা নাইট রাইডার্স। ২০২৪ সালে শেষবার চ্যাম্পিয়ন হয়েছে কেকেআর।
Read more Articles on
click me!

Recommended Stories

টুথপেস্টের বিজ্ঞাপনের ভিডিওতে আঙুলে নেই এনগেজমেন্ট রিং, স্মৃতি মন্ধানাকে ঘিরে নতুন জল্পনা
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: তৃতীয় ওডিআই ম্যাচে অনিশ্চিত নান্দ্রে বার্গার, টনি ডে জর্জি