U-19 Asia Cup: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে পরাজয় ভারতের! বাংলাদেশের বিরুদ্ধে জিততে পারল না দেশের যুবরা

Published : Dec 08, 2024, 08:26 PM IST
U-19 Asia Cup

সংক্ষিপ্ত

আর এবার ছোটদের এশিয়া কাপেও পরাজিত হল ভারতীয় দল। 

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে পরাজিত ভারত। তাও বাংলাদেশের কাছে।

রবিবার, বাংলাদেশের বিরুদ্ধে ফাইনালে হেরে গেল টিম ইন্ডিয়া। এদিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে পরাজিত হয়েছে রোহিত শর্মার দল। এমনকি, মেয়েদের ম্যাচেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরাজিত হয়েছেন হরমনপ্রীত কাউররা।

আর এবার ছোটদের এশিয়া কাপেও পরাজিত হল ভারতীয় দল। যুব এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে ৫৯ রানে পরাজিত হল ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল।

অ্যাডিলেডে গোলাপি বলে দিন-রাতের টেস্টে রবিবার, ভারত যে হারবে তা আগে থেকেই বোঝা যাচ্ছিল। কিন্তু সেই আশঙ্কাই যেন এবার সত্যি হল। এদিন ১০ উইকেটে হেরে যান রোহিত শর্মারা। ওদিকে আবার মেয়েদের দ্বিপাক্ষিক একদিনের সিরিজ়‌ের দ্বিতীয় ম্যাচে ভারতকে ১২২ রানে হারিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া।

তারপর ছোটদের এশিয়া কাপেও এবার হারতে হল ভারতকে। বাংলাদেশ প্রথমে ব্যাট করে ১৯৮ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে, ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল মাত্র ১৩৯ রানেই শেষ হয়ে যায়। এমনিতে তারা এশিয়া কাপ যাত্রা শুরু করেছিল হার দিয়েই।

কিন্তু তারপর জাপান এবং সংযুক্ত আরব আমিরশাহিকে হারিয়ে দিয়েই সেমিফাইনালে ওঠে বৈভব সূর্যবংশীদের নেতৃত্বাধীন দল। এরপর শ্রীলঙ্কাকে সেমিফাইনাল ম্যাচে ৭ উইকেটে হারিয়ে ফাইনালে ওঠে ভারত। সেই মেগা ফাইনালে মুখোমুখি হয় বাংলাদেশের। ‘

এমনিতে গতবার এশিয়া কাপে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল খেতাব জিতেছিল। এবার সেই দলের বিরুদ্ধে খেলতে নেমে পরাজিত হল ভারতীয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: প্রথম টি-২০ ম্যাচেই বাজিমাত ভারতের, ১০১ রানে পরাজয় দক্ষিণ আফ্রিকার
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টি-২০: হার্দিক পান্ডিয়ার ঝোড়ো অর্ধশতরান, কটকে লড়াইয়ে ভারত