প্রথম টেস্ট ম্যাচে রোহিত শর্মার অনুপস্থিতিতে কেএল রাহুল ইনিংস ওপেন করেছিলেন।
বর্ডার-গাভাসকার ট্রফিতে শুক্রবার, দ্বিতীয় টেস্টে খেলতে নামছে ভারত। ইতিমধ্যেই প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে এগিয়ে গেছে ভারত। এদিকে অধিনায়ক রোহিত শর্মা ফিরছেন এই ম্যাচে।চোটের কারণে প্রথম ম্যাচ খেলতে পারেননি শুভমান গিল, তিনিও এবার ফিরছেন দলে। দলের এই দুজনের প্রত্যাবর্তনের ফলে, প্রথম একাদশে কী পরিবর্তন আসবে, সেটাই এখন দেখার বিষয়। .
এমনিতে রোহিতের অনুপস্থিতিতে কেএল রাহুল প্রথম টেস্টে ওপেন করেছিলেন। পার্থে দ্বিতীয় ইনিংসে যশস্বী জয়সওয়ালের সঙ্গে ২০১ রানের জুটি গড়েছিলেন। জয়সওয়াল সেঞ্চুরি করলেও রাহুল ৭৭ রান করেছিলেন। যদিও প্রস্তুতি ম্যাচে রোহিত খেললেও এই জুটির দুরন্ত ব্যাটিং অব্যাহত ছিল। অ্যাডিলেডেও একই জুটিকে মাঠে নামানোর ইঙ্গিত দিয়ে রেখেছে টিম ম্যানেজমেন্ট।
তবে রোহিত খেলেছেন। কিন্তু সেক্ষেত্রেও রাহুল-জয়সওয়াল জুটি ওপেনার হিসেবে থাকার সম্ভাবনাই বেশি। এরপর তিন নম্বরে আসবেন শুভমান গিল। ফলে, দেবদত্ত পাড়িক্কাল দলে থেকে বাদ যেতে পারেন। বিরাট কোহলি এরপর মাঠে নামবেন। তারপর উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পন্থ রয়েছেন। ছয় নম্বরে মাঠে নামবেন রোহিত। রোহিত আসার ফলে প্রথম টেস্টে খেলা ধ্রুব জুরেল বাদ পড়বেন। তবে নীতিশ কুমার রেড্ডি দলে থাকবেন।
অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরের পরিবর্তে রবীন্দ্র জাদেজা খেলতে পারেন। এছাড়াও হর্ষিত রানা, যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ দলে থাকবেন।
ভারতের সম্ভাব্য প্রথম একাদশ: যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, শুভমান গিল, বিরাট কোহলি, ঋষভ পন্থ, রোহিত শর্মা, নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর/রবীন্দ্র জাদেজা, হর্ষিত রানা, মহম্মদ সিরাজ, যশপ্রীত বুমরা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।