বিরাট কোহলির মনের কথা জেনে গেলেন! পাকিস্তান সফর নিয়ে আজব দাবি শোয়েব আখতারের

ভারতের সিনিয়র দলের হয়ে দীর্ঘদিন ধরে খেলছেন। তবে এখনও পাকিস্তান সফরে যাওয়ার সুযোগ পাননি বিরাট কোহলি। তিনি হয়তো কোনওদিনই পাকিস্তানের মাটিতে খেলার সুযোগ পাবেন না।

বিরাট কোহলিকে নিয়ে আজব দাবি করে বসলেন পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতার। তিনি যেন বিরাটের মনের কথা পড়ে ফেলতে পারছেন! বিরাট নিজে কোনওদিন প্রকাশ্যে যে কথা বলেননি, সে কথা টের পেয়ে গেলেন শোয়েব! তাঁর দাবি, 'পাকিস্তান যত না চাইছে ভারতীয় দল পাকিস্তানের মাটিতে খেলুক, তার চেয়েও বেশি ভারত চাইছে ভারতীয় দল পাকিস্তানে গিয়ে খেলুক। পাকিস্তানে গিয়ে খেলতে মরিয়া বিরাট কোহলি। আমি ভারত ও বিসিসিআই-এর সঙ্গে কাজ করেছি। ভারতীয় দল যদি পাকিস্তানে খেলতে যায়, তাহলে টেলিভিশনের সম্প্রচার স্বত্ব এবং স্পনসরশিপ আকাশছোঁয়া হয়ে যাবে।' পাকিস্তানের এক টেলিভিশন চ্যানেলে এই দাবি করেছেন শোয়েব। তাঁর এই দাবি নিয়ে ক্রিকেট মহলে আলোচনা শুরু হয়েছে।

পাকিস্তানে খেলেছেন বিরাট

Latest Videos

ভারতের সিনিয়র দলের হয়ে কখনও পাকিস্তান সফরে যাওয়ার সুযোগ না পেলেও, ২০০৬ সালে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে পাকিস্তানের মাটিতে খেলেন এই তারকা। সেবার ভারতের অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক ছিলেন পীযূষ চাওলা। ওডিআই সিরিজে ৪-০ জয় পায় ভারতীয় দল। টেস্ট সিরিজে ২-০ জয় ভারতের অনূর্ধ্ব-১৯ দল। টেস্ট সিরিজে ৩ ইনিংসে ৫৮ গড়ে ১৭৪ রান করেন বিরাট। তিনি জোড়া অর্ধশতরান করেন। ২০০৮ সালে ভারতের সিনিয়র দলের হয়ে প্রথমবার খেলার সুযোগ পান বিরাট। সেই সময় থেকে এখনও পর্যন্ত পাকিস্তান সফরে যায়নি ভারতের সিনিয়র দল। ফলে আর পাকিস্তানের মাটিতে খেলা হয়নি বিরাটের।

পাকিস্তানে খেলতে যেতে চান বিরাট?

বিরাট কখনও বলেননি, তিনি পাকিস্তান সফরে যেতে চান। বিসিসিআই বারবার বলে এসেছে, কেন্দ্রীয় সরকার অনুমতি না দিলে পাকিস্তানে দল পাঠানো হবে না। ভারতীয় ক্রিকেটাররা কোনওদিনই পাকিস্তানে যাওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেননি। কিন্তু ভারতীয় দল এবং বিরাট সম্পর্কে আজব দাবি করলেন শোয়েব।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

বিরাট কোহলি-অনুষ্কা শর্মার ছেলে অকায়ের ছবি কি প্রথমবার প্রকাশ্যে এল?

৬ বছর পর ফের পারথে শতরান বিরাট কোহলির, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়ের পথে ভারতীয় দল

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে সপ্তম শতরান, সচিনের রেকর্ড ভেঙে দিলেন বিরাট

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

PM Modi Roadshow Live : বিশাখাপত্তনমে মোদীজির রোড শো, সরাসরি | Asianet News Bangla
Rashifal Bangla : ৩ রাশিতে উপচে পড়বে ধনসম্পদ! দেখুন বৃহস্পতিবারের রাশিফল | Asianet News Bangla
টানা দু'দিন এলাকা কাঁপিয়ে জঙ্গলে ফিরে গেল বাঘ! দেখুন সেই দৃশ্য | Kultali Tiger Update | Bangla News
বাচ্চাদের মিড ডে মিলে থিকথিক করছে পোকা! স্কুলে অশান্তি চরমে | Malda News Today | Mid Day Meal
LIVE : ISRO-র নয়া মহাকাশ অভিযান 'SPADEX', একসঙ্গে জোড়া মহাকাশযান উৎক্ষেপণ | Asianet News Bangla