সচিন তেন্ডুলকরের চেয়ে একসময় বিনোদ কাম্বলিকে বেশি প্রতিভাবান মনে করা হত। কিন্তু প্রতিভার প্রতি সুবিচার করতে পারেননি কাম্বলি। অনিয়ন্ত্রিত জীবপযাপনের জন্য তিনি হারিয়ে গিয়েছেন।
সচিন তেন্ডুলকর ও বিনোদ কাম্বলি কাছাকাছি বয়সের। অথচ সচিন এখনও তরতাজা যুবক আর কাম্বলিকে দেখে মনে হয় অসুস্থ বৃদ্ধ। অতিরিক্ত মদ্যপান, আর্থিক সমস্যা, স্ত্রীর সঙ্গে বিবাদ, সবমিলিয়ে সমস্যায় জর্জরিত কাম্বলি। এই প্রাক্তন ক্রিকেটারকে দেখে বোঝার উপায় নেই, তিনি একসময় ভারতের অন্যতম প্রতিভাবান খেলোয়াড় ছিলেন। এমনকী, আটের দশকের শেষদিকে অনেকে সচিনের চেয়ে কাম্বলিকে এগিয়ে রাখতেন। সচিন ও কাম্বলি যখন স্কুল ক্রিকেটে বিশ্বরেকর্ড গড়েছিলেন, তখন বেশি রান করেছিলেন কাম্বলিই। অথচ এই বাঁ হাতি ব্যাটার বেশিদিন আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে পারেননি। তাঁর প্রতিভা অনুযায়ী পারফরম্যান্স দেখাতে পারেননি। এখন কার্যত গৃহবন্দি এই প্রাক্তন ক্রিকেটার। প্রকাশ্যে খুব কম সময়েই তাঁকে দেখা যায়।
সচিনকে দেখে আবেগপ্রবণ কাম্বলি
মঙ্গলবার মুম্বইয়ে সচিন ও কাম্বলির কোচ প্রয়াত রমাকান্ত আচরেকরের স্মৃতিতে এক অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। সেখানে একই মঞ্চে সচিন ও কাম্বলিকে দেখা গেল। তাঁরা অবশ্য পাশাপাশি আসনে বসেননি। মঞ্চের মাঝামাঝি জায়গায় সচিনের আসন ছিল এবং ডানদিকে এক কোণে কাম্বলির বসার ব্যবস্থা ছিল। পুরনো বন্ধুকে দেখে তাঁর দিকে এগিয়ে যান সচিন। তাঁর সঙ্গে কথা বলার সময় আবেগপ্রবণ হয়ে পড়েন কাম্বলি। তিনি পুরনো বন্ধুর হাত ছাড়তেই চাইছিলেন না। কোনওরকম কাম্বলির হাত ছাড়িয়ে অনুষ্ঠানে যোগ দেন সচিন। এরপর কাম্বলিকেও মঞ্চের মাঝখানে ডাকেন আয়োজকরা। তখন ফের সচিনকে জড়িয়ে ধরেন কাম্বলি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও। কাম্বলিকে এই অবস্থায় দেখে ক্রিকেটপ্রেমীরা মর্মাহত।
আচরেকরের পুরনো ছাত্ররা এক মঞ্চে
প্রয়াত কোচের প্রতি শ্রদ্ধা জানাতে সচিন ও কাম্বলির পাশাপাশি পরশ মাম্বরে, প্রবীণ আমরে, বলবিন্দর সিং সান্ধু, সমীর দীঘে, সঞ্জয় বাঙ্গারও এই অনুষ্ঠানে ছিলেন। সবাই প্রয়াত কোচের অবদানের কথা উল্লেখ করেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
IPL 2023: শুবমানের চেয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ভালো শুরু করেছিল কাম্বলি, মন্তব্য কপিলের
সচিনের দেওয়া চাকরি ছেড়েছেন, এখন আর্থিক অনটনে হন্যে হয়ে কাজ খুঁজছেন বিনোদ কাম্বলি
স্ত্রীকে মারধরের অভিযোগ, প্রাক্তন ক্রিকেটার বিনোদ কাম্বলির বিরুদ্ধে মামলা