
Shubman Gill Team India Test Captain: রোহিত শর্মা (Rohit Sharma) টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ডানহাতি ব্যাটার শুবমান গিল (Shubman Gill) লাল বলের ফর্ম্যাটে ভারতীয় দলের নতুন অধিনায়ক নিযুক্ত হতে পারেন। বিসিসিআই (BCCI) সূত্রে এমনই জানা গিয়েছে। ৭ মে টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন রোহিত। ১১ বছরে ৬৭ টি টেস্ট ম্যাচ খেলার পর এই ফর্ম্যাটকে বিদায় জানিয়েছেন ভারতের অধিনায়ক। তিনি ৪০.৫৭ গড়ে ৪,৩০১ রান করেছেন। টেস্টে ১২টি শতরান এবং ১৮টি অর্ধশতরান করেছেন। তাঁর সর্বোচ্চ স্কোর ২১২ রান এসেছিল ২০১৯ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। রোহিতের নেতৃত্বে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (World Test Championship Final) খেলেছে ভারতীয় দল। ইংল্যান্ড সফরের মাধ্যমে টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সংস্করণ শুরু করবে ভারতীয় দল। ফলে এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।
টেস্টে শুবমান ভারতীয় দলের অধিনায়ক নির্বাচিত হলে, সহ-অধিনায়ক হতে পারেন উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ (Rishabh Pant)। এর আগে শোনা যাচ্ছিল, টেস্টে ভারতীয় দলের নতুন অধিনায়ক হতে পারেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। কিন্তু এই পেসার বারবার চোটের কবলে পড়ছেন। এই কারণে তাঁর অধিনায়ক হওয়ার সম্ভাবনা কম। অধিনায়ক হওয়ার অপর এক দাবিদার ছিলেন কে এল রাহুল (KL Rahul)। কিন্তু তাঁর বয়স ৩৩ বছর। সেই তুলনায় কমবয়সি শুবমানের উপর ভরসা রাখতে পারেন নির্বাচকরা।
১৬ মে ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় এ দল ঘোষণা করা হয়েছে। যেখানে বেশ কয়েকজন উল্লেখযোগ্য খেলোয়াড় দলে রয়েছেন। যার মধ্যে রয়েছেন করুণ নায়ার (Karun Nair)। যিনি ঘরোয়া ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি পেয়েছেন। ইংল্যান্ড সফরে ভারতীয় এ দল ৩০ মে এবং ৬ জুন ক্যান্টারবেরি এবং নর্থ্যাম্পটনে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে দু'টি প্রথম শ্রেণির ম্যাচ খেলবে। এরপর ১৩ জুন বেকেনহ্যামে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে একটি ইন্ট্রা-স্কোয়াড ম্যাচ দিয়ে তাদের সফর শেষ করবে ভারতীয় এ দল। এই দলের নেতৃত্ব দেবেন অভিমন্যু ঈশ্বরণ। যিনি রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) বাংলার হয়ে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখিয়ে আসছেন। ১০১টি প্রথম শ্রেণির ম্যাচে ৪৮.৮৭ গড়ে ৭,৬৭৪ রান, ২৭টি শতরান এবং ২৯টি অর্ধশতরান করেছেন অভিমন্যু। গত বছর অস্ট্রেলিয়া সফরে তাঁর পারফরম্যান্স অবশ্য হতাশাজনক ছিল। যেখানে তিনি ৪ ইনিংসে মাত্র ৩৬ রান করেছিলেন।
ভারত এ দল: অভিমন্যু ঈশ্বরণ (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, করুণ নায়ার, ধ্রুব জুরেল (সহ-অধিনায়ক ও উইকেটকিপার), নীতীশ কুমার রেড্ডি, শার্দুল ঠাকুর, ইশান কিষাণ (উইকেটরক্ষক), মানব সুতার, তনুশ কোটিয়ান, মুকেশ কুমার, আকাশ দীপ, হর্ষিত রানা, অংশুল কম্বোজ, খলিল আহমেদ, রুতুরাজ গায়কোয়াড়, সরফরাজ খান, তুষার দেশপাণ্ডে, হর্ষ দুবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।