
India vs Bangladesh White Ball Series: কেন্দ্রীয় সরকারের (Government of India) কাছ থেকে অনুমতি না পাওয়ায় সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে (India tour of Bangladesh) যাচ্ছে না ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের জটিলতার কারণেই ক্রিকেট দলকে বাংলাদেশ সফরে না যাওয়ার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় সরকার। বিসিসিআই-এর (BCCI) পক্ষ থেকে এখনও সরকারিভাবে বাংলাদেশ সফর বাতিল করার কথা ঘোষণা করা হয়নি। কিন্তু ক্রিকেট মহলে শোনা যাচ্ছে, ভারতীয় দলের বাংলাদেশ সফর কার্যত বাতিল হয়ে গিয়েছে। এখন শুধু আনুষ্ঠানিকভাবে ঘোষণা হওয়া বাকি। কয়েকদিনের মধ্যেই এই ঘোষণা করে দেবে বিসিসিআই। নিরপেক্ষ কোনও দেশে এই সিরিজ সরে যাওয়ার সম্ভাবনা নেই। কারণ, সরকারিভাবে বাংলাদেশের সঙ্গে ক্রিকেট-সম্পর্ক বিচ্ছিন্ন করে দেওয়ার কথা ঘোষণা করেনি ভারত। তবে এই সফর বাতিল হয়ে গেলে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (Bangladesh Cricket Board)। ফলে ভারত-বাংলাদেশ সম্পর্কে জটিলতা বাড়তে পারে।
মহম্মদ ইউনূস (Muhammad Yunus) সরকারের আমলে বাংলাদেশে ভারত-বিরোধিতা বাড়ছে। ফের পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক তৈরি হয়েছে। চিনের সঙ্গেও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের নতুন মোড় দেখা যাচ্ছে। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলা, খুন, ধর্ষণ, মন্দির ধ্বংস করে দেওয়ার মতো ঘটনা দেখা যাচ্ছে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এই আবহেই ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর বাতিল হয়ে যাচ্ছে।
বিসিসিআই-এর নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্তা জানিয়েছেন, ‘বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল নয়। কূটনৈতিক সম্পর্ক নিয়ে টানাপোড়েনের মধ্যে ভারত সরকার বিসিসিআই-কে পরামর্শ দিয়েছে, বাংলাদেশ সফরে যাওয়া উচিত নয়।’ কেন্দ্রীয় সরকারের পরামর্শ অনুযায়ী চলবে বিসিসিআই। এই কারণেই আপাতত বাংলাদেশ সফরে যাচ্ছে না ভারতীয় দল। তবে এশিয়া কাপে (2025 Asia Cup) ভারত-বাংলাদেশের লড়াই দেখা যাবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।