Ravindra Jadeja Test: ইংল্যান্ডের মাটিতে মাইলস্টোন ছুঁলেন জাদেজাও! কপিল দেবের সঙ্গে একই সারিতে?

Published : Jul 04, 2025, 11:33 AM IST
Ravindra Jadeja

সংক্ষিপ্ত

Ravindra Jadeja Test: সেঞ্চুরি না পাওয়ার হতাশা তো অবশ্যই রয়েছে। কিন্তু ইংল্যান্ডের মাটিতে ৮৯ রান করে ফেলা রবীন্দ্র জাদেজা কিন্তু ছুঁয়ে ফেললেন কপিল দেবকে। 

Ravindra Jadeja Test: নতুন মাইলস্টোন স্পর্শ করলেন রবীন্দ্র জাদেজা। সেঞ্চুরি না পাওয়ার হতাশা তো অবশ্যই রয়েছে। কিন্তু ইংল্যান্ডের মাটিতে ৮৯ রান করে ফেলা রবীন্দ্র জাদেজা কিন্তু ছুঁয়ে ফেললেন কপিল দেবকে।

যদিও এজবাস্টনে শুরু হওয়া দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে শতরান করার সুযোগ ছিল রবীন্দ্র জাদেজার সামনে। কিন্তু মাত্র ১১ রানের জন্য তা হাতছাড়া করলেন তিনি। ৮৯ রান করে প্যাভিলিয়নে ফিরে যান ‘জাড্ডু’। কিন্তু তারপরেও নজির গড়ে ফেলেছেন এই ভারতীয় অলরাউন্ডার। 

জাদেজা ছুঁয়ে ফেলেছেন কিংবদন্তী কপিল দেবকে

দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজ়িল্যান্ড এবং অস্ট্রেলিয়া, এই চারটি দেশে অনুষ্ঠিত হওয়া টেস্ট ম্যাচে আট নম্বর অর্ধশতরানটি সেরে ফেলেছেন জাদেজা। আর এই চারটি দেশে কপিল দেবেরও ৮টি অর্ধশতরান রয়েছে। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সাত বা তার নীচে ব্যাট করতে নেমে, এই চারটি দেশের মাটিতে টেস্ট ক্রিকেটে অর্ধশতরানের তালিকায় যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন এই দুই ভারতীয় তারকা। 

তবে সেই তালিকার শীর্ষে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি। তাঁর ঝুলিতে ১৬টি অর্ধশতরান রয়েছে। তবে এই কথা ঠিক যে, টেস্ট ক্রিকেটে সাম্প্রতিক সময়ে খুব একটা ভালো ফর্ম যাচ্ছিল না জাদেজার। এই ইনিংসের আগে পর্যন্ত, ৬টি ইনিংসে একবারও ৩০ রান করতে পারেননি তিনি। ব্যাট হাতে তাঁর খারাপ ফর্মের কারণে, অনেকে আবার তাঁকে দলের বাইরে রাখারও পরামর্শও দিয়েছিলেন একটা সময়। 

কিন্তু ভরসা রেখেছিলেন গৌতম গম্ভীর এবং শুভমান গিল

এজবাস্টনে জাদেজা যখন ব্যাট করতে নামেন, তখন ভারতের স্কোর ৫ উইকেট হারিয়ে ২১১ রান। সেখান থেকে শুভমানের সঙ্গে জুটি বাঁধেন তিনি। তারপর মোট ৪৬ ওভার ব্যাট করেন এই জুটি এবং স্কোরবোর্ডে যোগ করেন আরও ২০৩ রান। মূলত, তাদের ব্যাটিং-এ ভর করেই কঠিন পরিস্থিতি সামাল দেয় ভারত। তবে দেখে যেন মনে হচ্ছিল, শতরান করতে চলেছেন জাদেজা। 

প্রসঙ্গত, তিন বছর আগে ইংল্যান্ড সফরে গিয়ে ঠিক এই মাঠেই শতরান করেন তিনি। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম