U-19 Asia Cup 2025: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের জন্য ঘোষণা করা হল ভারতীয় দল, অধিনায়ক আয়ুষ মাত্রে

Published : Nov 28, 2025, 04:57 PM IST
U-19 Asia Cup 2025: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের জন্য ঘোষণা করা হল ভারতীয় দল, অধিনায়ক আয়ুষ মাত্রে

সংক্ষিপ্ত

U-19 Asia Cup 2025: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপেও ভারত এবং পাকিস্তান একই গ্রুপে রয়েছে। গ্রুপ 'এ'-তে ভারত ও পাকিস্তান ছাড়াও যোগ্যতা অর্জনকারী রাউন্ড থেকে আসা আরও দুটি দল থাকবে।

U-19 Asia Cup 2025: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের জন্য বিসিসিআই-এর তরফে ভারতীয় ক্রিকেট দল ঘোষণা করা হল (u19 asia cup 2025 schedule)। আগামী ১২-২১ ডিসেম্বর পর্যন্ত, সংযুক্ত আরব আমিরশাহীর বুকে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ (U19 Asia Cup Indian Squad)। 

শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ

এই মেগা টুর্নামেন্টটি একদিনের ফরম্যাটে অনুষ্ঠিত হবে। চেন্নাই সুপার কিংসের তরুণ ক্রিকেটার আয়ুষ মাত্রে দলকে নেতৃত্ব দেবেন। সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ভিহান মালহোত্রা। ১৪ বছর বয়সী বৈভব সূর্যবংশীও ওপেনার হিসেবে ১৫ সদস্যের দলে রয়েছেন। 

 

 

সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, আগামী বছরের অনূর্ধ্ব-১৯ একদিনের ক্রিকেট বিশ্বকাপের আগে ভারতের জন্য এই অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ আদতে একটি প্রস্তুতির সেরা মঞ্চও বটে। প্রসঙ্গত, অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারত এবং পাকিস্তান একই গ্রুপে রয়েছে। গ্রুপ 'এ'-তে ভারত ও পাকিস্তান ছাড়াও যোগ্যতা অর্জনকারী রাউন্ড থেকে আসা আরও দুটি দল থাকবে। 

কেমন হল ভারতীয় দল?

অন্যদিকে, গ্রুপ 'বি'-তে আফগানিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশ ছাড়াও যোগ্যতা অর্জনকারী রাউন্ড থেকে আসা আরও একটি দল থাকবে। ১২ ডিসেম্বর, ভারতের প্রথম ম্যাচ যোগ্যতা অর্জনকারী রাউন্ড থেকে আসা দলের সঙ্গে। এরপর ১৪ তারিখ রবিবার, ভারত-পাকিস্তান মহারণ। প্রত্যেকটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল সেমিফাইনালে উঠবে। 

সেমিফাইনাল ম্যাচগুলি হবে আগামী ১৯ ডিসেম্বর। আর সেই মেগা টুর্নামেন্টকে ঘিরে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে টিম ইন্ডিয়ার সৈনিকদের নাম ঘোষণা করা হল। আগামী ১২-২১ ডিসেম্বর পর্যন্ত, সংযুক্ত আরব আমিরশাহীর বুকে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ।

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের জন্য ভারতীয় ক্রিকেট দল: আয়ুষ মাত্রে (অধিনায়ক), বৈভব সূর্যবংশী, ভিহান মালহোত্রা (সহ-অধিনায়ক), বেদান্ত ত্রিবেদী, অভিজ্ঞান কুন্ডু, হরবংশ সিং, যুবরাজ গোহিল, কনিষ্ক চৌহান, খিলান এ. প্যাটেল, নমন পুষ্পক, ডি দীপেশ, হেনিল মোহন কুমার, এ কিষাণ কুমার।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম