
অনূর্ধ্ব-১৯ মহিলা টি-২০ ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠল ভারত। এদিন ৯ উইকেটে জয় পেয়েছে টিম ইন্ডিয়া। টসে জিতে প্রথমে ব্যাটিং করে ইংল্যান্ড। নির্ধারিত ২০ ওভারে, ৮ উইকেট হারিয়ে ১১৩ রান তোলে তারা।
ভারতের হয়ে তিনটি করে উইকেট নেন পারুনিকা সিসোদিয়া এবং বৈষ্ণবী শর্মা। তারা দুজনেই কার্যত, ইংল্যান্ডকে ধ্বংস করে দেন। জবাবে ব্যাটিং করতে নেমে ভারত ১৫ ওভারে মাত্র এক উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায়। আগামী রবিবার, প্রতিযোগিতার ফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারত।
এই ম্যাচে ২৯ বলে ৩৫ রান করেন গোঙ্গাদি ত্রিশা। একমাত্র ঐ উইকেটটিই হারায় ভারত। এদিকে কমলিনী করেন ৫০ বলে ৫৬ রান এবং সানিকা চালকে ১১ রানে অপরাজিত থাকেন। তবে এদিন দুর্দান্ত শুরু করে ভারত। প্রথম উইকেটে কমলিনী-ত্রিশা জুটি ৬০ রান যোগ করে স্কোরবোর্ডে। অন্যদিকে, নবম ওভারের শেষ বলে সেই জুটি ভাঙে। ত্রিশাকে ফোবে ব্রেট বোল্ড করেন। মোট পাঁচটি বাউন্ডারি ছিল ত্রিশার ইনিংসে।
এরপর অবশ্য আর কোনও উইকেট হারায়নি ভারত। ওদিকে কমলিনী-সানিকা জুটি ৫৭ রান যোগ করে ভারতকে জয় এনে দেয়। এদিন কমলিনী মোট আটটি বাউন্ডারি হাঁকান। সেমিফাইনালে পেরিন আউট হওয়ার পর থেকেই ইংল্যান্ডের পতন শুরু হয়। অল্প সময়ের মধ্যেই নরগ্রোভ ফিরে যান। এই ম্যাচে ইংল্যান্ডের ব্যাটিং লাইন-আপ কার্যত, তাসের ঘরের মতো ভেঙে পড়ে। কিন্তু ভারত শুরু থেকেই সাবধানী ছিল। ফলে, সেমিতে খুব সহজেই জয় পেয়ে গেল তারা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।