ঘরোয়া ক্রিকেটে খেলতে নেমে ছিটকে গেল অফ স্টাম্প! 'বিরাট' ইনিংস শেষ মাত্র ৬ রানেই

Published : Jan 31, 2025, 12:07 PM ISTUpdated : Jan 31, 2025, 12:23 PM IST
Virat Kohli

সংক্ষিপ্ত

বিসিসিআই-এর চাপ এবং অস্ট্রেলিয়া সফরে ব্যর্থতার পর বাধ্য হয়েই রঞ্জি ট্রফিতে খেলতে নেমেছিলেন বিরাট কোহলি। 

বাইশ গজে তিনি স্থায়ী হলেন মাত্র ১৫ বলের জন্য। ৬ রানে বোল্ড হয়ে ফিরে গেলেন প্যাভিলিয়নে এবং ছিটকে কোহলির অফ স্টাম্প। এদিন কোহলির ব্যাটিং দেখার জন্য দিল্লীর মাঠে এসেছিলেন বহু দর্শক। কিন্তু মাত্র ১৫ বলেই শেষ হল ‘বিরাট’ ইনিংস। আর বিরাট কোহলি আউট হতেই অনেকেই মাঠ ছেড়ে বেরিয়ে গেলেন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে দিল্লী বনাম রেলওয়েজ়ের মধ্যে রঞ্জি ম্যাচ। শুধুমাত্র বিরাটকে দেখার আশায় ভোর থেকে লাইন দিয়ে মাঠে ঢুকেছিলেন প্রচুর দর্শক। বিনামূল্যে কোহলিকে দেখার সুযোগ পেয়েছিলেন তারা। অতএব, সেই সুযোগ ছাড়তে চাননি কেউ।

কোহলি রঞ্জি খেলায় প্রতিযোগিতার আকর্ষণ অনেকটাই বেড়ে গেছিল। আর এই ম্যাচ ঘিরে সকলের আগ্রহ ছিল তুঙ্গে। প্রথমদিন টসে জিতে ফিল্ডিং করে দিল্লী। ফলে, কোহলির ব্যাটিং দেখা যায়নি সেদিন। কিন্তু শুক্রবার সকালে যশ ঢুল আউট হতেই মাঠে নামেন তিনি। তবে বাইশ গজে বেশিক্ষণ স্থায়ী হতে পারলেন না কিং কোহলি।

মাত্র ১৫ বলেই শেষ তাঁর রঞ্জিতে প্রত্যাবর্তনের ইনিংস। তবে এদিন দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়ামে বিরাট নামার সময় ‘কোহলি, কোহলি’বলে চিৎকার শুরু। প্রথম চার বলে কোনও রান পাননি তিনি। আর পঞ্চম বলটি ছিল অফ স্টাম্পের বাইরে। সেই বলটিকে অবশ্য পয়েন্টের দিকে ঠেলে দিয়ে এক রান নেন কোহলি।

তবে দিন একটি বিষয় বোঝা যাচ্ছিল যে, অফ স্টাম্পের বাইরের বল ছাড়ার খুব একটা ইচ্ছা ছিল না কোহলির। আর তাই উইকেটটিও দিলেন নিজের ভুলেই। হিমাংশু সাংওয়ানের বলে বোল্ড হলেন বিরাট কোহলি। আউট হওয়ার আগের বলটিতে অবশ্য চার মারেন তিনি। সেটি ফুল লেংথ বল ছিল অফ স্টাম্পের বাইরে।

কোহলি একটু এগিয়ে এসে স্ট্রেট ড্রাইভ মারেন। কিন্তু পরের বলেই শেষ হয়ে যায় তাঁর ইনিংস। এই বলটি পুরোপুরি স্টাম্পে ছিল। আর কোহলি গেছিলেন ড্রাইভ মারতে। কিন্তু ভুল করলেন আগের বলের মতো সঠিকভাবে এগিয়ে না এসে। একই জায়গায় দাঁড়িয়ে খেলতে গিয়ে কোহলির ব্যাট এবং পায়ের মাঝে ফাঁক তৈরি হয়।

আর সেখান দিয়েই বল ঢুকে ছিটকে দেয় অফ স্টাম্প। স্বাভাবিকভাবেই, কোহলির আউটের পর দর্শকাসন ফাঁকা হতে শুরু করে দেয়।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Bangladesh Cricket: বাংলাদেশ ক্রিকেটে গড়াপেটা! টি-২০ বিশ্বকাপ নিয়ে বিতর্কের মাঝেই বোর্ড কর্তার বিরুদ্ধে তদন্ত শুরু
T20 World Cup 2026: বাংলাদেশের আবেদনকে তোয়াক্কা নয়! হবে না কোনও শুনানি, শনিবারই চূড়ান্ত সিদ্ধান্ত আইসিসি-র?