বৃহস্পতিবার মোহালিতে ভারত-আফগানিস্তান সিরিজের প্রথম টি-২০ ম্যাচ। এই ম্যাচে খেলতে তৈরি ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। তিনি বুধবার শেষমুহূর্তের প্রস্তুতি সেরে নিলেন।
বৃহস্পতিবার আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে বিরাট কোহলি খেলতে না পারলেও, খেলতে তৈরি ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তিনি বুধবার মোহালিতে অনুশীলন সেরে নিলেন। নেটে হাল্কা ব্যাটিং অনুশীলন করেন রোহিত। তাঁর অনুশীলন দেখে বোঝা গিয়েছে ছন্দেই আছেন ভারতের অধিনায়ক। ২০২২ সালের টি-২০ বিশ্বকাপের সেমি-ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলার পর থেকে আর আন্তর্জাতিক টি-২০ ম্যাচ না খেললেও, আইপিএল-এ খেলেছেন রোহিত। তিনি ওডিআই, টেস্ট ম্যাচে নিয়মিত খেলছেন। ফলে ১৪ মাস পর আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলতে সমস্যা হওয়ার কথা নয়। আফগানিস্তান লড়াকু দল হলেও, ভালো ব্যাটিং করতে তৈরি রোহিত।
দেরিতে দলে যোগ রোহিতের
আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দলে যে ক্রিকেটাররা আছেন, তাঁরা আগেই দলে যোগ দিলেও, বুধবার মোহালিতে দলে যোগ দিলেন অধিনায়ক রোহিত। তিনি এদিন পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন আই এস বিন্দ্রা স্টেডিয়ামে পৌঁছেই অনুশীলন শুরু করে দেন। দীর্ঘদিন পর টি-২০ দলে যোগ দিয়ে সতীর্থদের কাছ থেকে সাদর অভ্যর্থনা পান রোহিত। দলে তাঁর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন নেই। বিরাট না থাকায় বৃহস্পতিবারের ম্যাচে ভারতীয় দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার রোহিত। তাঁর উপর ভরসা করছে দল। মোহালিতে ভালো পারফরম্যান্স দেখিয়ে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে ভারতীয় দলকে জেতানোই লক্ষ্য রোহিতের।
বৃহস্পতিবার খেলার সুযোগ পেতে পারেন সঞ্জু স্যামসন
বুধবার মোহালিতে অনুশীলনের সময় উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসন ও ফিল্ডিং কোচ টি দিলীপের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন রোহিত। তিনি অন্য সতীর্থদের সঙ্গেও কথা বলেন। মোহালিতে বেশ ঠান্ডা আছে। এই পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়াই ক্রিকেটারদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। রোহিতও পরিবেশ-পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Virat Kohli: আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে খেলছেন না বিরাট, জানালেন দ্রাবিড়
ICC Test Rankings: আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের প্রথম ১০-এ রোহিত, ৬ নম্বরে বিরাট
Rashid Khan: ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজে নেই আফগানিস্তানের তারকা রশিদ খান