Virat Kohli: আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে খেলছেন না বিরাট, জানালেন দ্রাবিড়

দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজের আগে ব্যক্তিগত কারণে দেশে ফিরে এসেছিলেন ভারতীয় দলের তারকা ব্যাটার বিরাট কোহলি। এবার আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচেও খেলছেন না বিরাট।

এক বছরেরও বেশি সময় পর আন্তর্জাতিক টি-২০ ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন। কিন্তু মোহালিতে আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচে খেলছেন না ভারতীয় দলের তারকা ব্যাটার বিরাট কোহলি। বুধবার সাংবাদিক বৈঠকে ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড় জানিয়েছেন, ব্যক্তিগত কারণে মোহালিতে খেলতে পারবেন না বিরাট। তবে তিনি সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে খেলবেন। ১৪ জানুয়ারি ভারত-আফগানিস্তানের দ্বিতীয় টি-২০ ম্যাচ হবে ইন্দোরে। এরপর ১৭ জানুয়ারি সিরিজের শেষ ম্যাচ হবে বেঙ্গালুরুতে। টি-২০ বিশ্বকাপের আগে এটাই ভারতীয় দলের শেষ টি-২০ সিরিজ। ফলে প্রতিটি ম্যাচই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সিরিজের প্রথম ম্যাচে খেলতে না পারা বিরাটের পক্ষে খুব একটা ভালো নয়।

দীর্ঘদিন আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেননি বিরাট

Latest Videos

২০২২ সালের টি-২০ বিশ্বকাপ সেমি-ফাইনালের পর থেকেই এই ফর্ম্যাটে সুযোগ পাচ্ছিলেন না বিরাট ও রোহিত। তাঁদের আর আন্তর্জাতিক টি-২০ ম্যাচে খেলার সুযোগ দেওয়া হবে কি না, সেটা নিয়েই সংশয় তৈরি হয়েছিল। তবে আফগানিস্তানের বিরুদ্ধে হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদবের মতো তারকারা না থাকায় বিরাট ও রোহিতকে দলে রাখা হয়েছে। অপর এক অভিজ্ঞ ব্যাটার কে এল রাহুলকে অবশ্য আফগানিস্তানের বিরুদ্ধে এই সিরিজের দলে রাখা হয়নি। তবে বিরাট ও রোহিত আফগানিস্তানের বিরুদ্ধে খেলার সুযোগ পাওয়ায় টি-২০ বিশ্বকাপেও ভারতীয় দলে থাকবেন বলে মনে করছে ক্রিকেট মহল। 

বিরাট-রোহিতকে নিয়ে বিশেষ পরিকল্পনা

ভারত-দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজ চলাকালীন কেপ টাউনে উড়ে যান প্রধান নির্বাচক অজিত আগরকর। তিনি বিরাট ও রোহিতের সঙ্গে টি-২০ ফর্ম্যাটে খেলা নিয়ে আলোচনা করেন। রোহিত প্রকাশ্যে বলেছেন, তিনি টি-২০ বিশ্বকাপে খেলতে চান। বিরাট যে ফর্মে, তাতে এই তারকা ব্যাটারকে বাদ দেওয়া কঠিন। ফলে বিরাট ও রোহিত টি-২০ বিশ্বকাপে খেলবেন বলেন আশা করা হচ্ছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

ICC Test Rankings: আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ের প্রথম ১০-এ রোহিত, ৬ নম্বরে বিরাট

Rashid Khan: ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজে নেই আফগানিস্তানের তারকা রশিদ খান

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন