India Vs Afghanistan: মোহালিতে আফগানিস্তানের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ফিল্ডিং ভারতের

আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের মাধ্যমে টি-২০ বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দিচ্ছে ভারতীয় দল। এই সিরিজে দলের সবাইকে দেখে নেওয়াই টিম ম্যানেজমেন্টের লক্ষ্য।

আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিল ভারতীয় দল। দীর্ঘদিন পর আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলতে নেমেছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ভালো পারফরম্যান্স দেখিয়ে দলকে জেতানোই তাঁর লক্ষ্য। টসে জিতে রোহিত বলেছেন, ‘আমরা প্রথমে বোলিং করব। এই সিদ্ধান্তের পিছনে নির্দিষ্ট কোনও কারণ নেই। পিচ দেখে ভালো বলেই মনে হচ্ছে। পিচে খুব একটা বদল হবে না বলেই মনে হচ্ছে। এই সিরিজে ৩টি ম্যাচ থেকেই আমাদের অনেককিছু পাওয়ার আছে। বিশ্বকাপের আগে আমরা খুব বেশি টি-২০ ম্যাচ খেলার সুযোগ পাচ্ছি না। যদিও আমরা আইপিএল খেলব, কিন্তু এটা আন্তর্জাতিক ম্যাচ। আমরা এই সিরিজ থেকে কিছু পাওয়ার চেষ্টা করব। রাহুল (দ্রাবিড়) ভাইয়ের সঙ্গে আমার কম্বিনেশনের ব্যাপারে কথা হয়েছে। আমরা দলগতভাবে কী করব, সেটা নিয়েও আলোচনা করেছি। জয় পাওয়াই সবচেয়ে বড় ব্যাপার। এই ম্যাচে সঞ্জু স্যামসন, আবেশ খান, যশস্বী জয়সোয়াল ও কুলদীপ যাদব খেলছে না।’

ফর্মে ফেরার লক্ষ্যে শুবমান গিল

Latest Videos

দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজে ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি শুবমান গিল। এবার দেশের মাটিতে আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজে ফর্মে ফেরার লক্ষ্যে এই তরুণ ব্যাটার। মোহালিতে ভারতের হয়ে খেলছেন- রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, তিলক ভার্মা, শিবম দুবে, জিতেশ শর্মা (উইকেটকিপার), রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, আর্শদীপ সিং ও মুকেশ কুমার।

যশস্বীর কুঁচকিতে চোট

বিসিসিআই-এর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ডান কুঁচকিতে চোট পেয়েছেন যশস্বী। তাঁর কুঁচকি ফুলে গিয়েছে। সেই কারণেই তাঁর পক্ষে মোহালিতে খেলা সম্ভব হচ্ছে না। ফলে ভারতীয় দলে বদল আনতে হল। যশস্বী এই সিরিজের পরের ২ ম্যাচেও খেলতে পারবেন কি না নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

India Vs Afghanistan: ঈশান-শ্রেয়াসকে শৃঙ্খলাভঙ্গের জন্য শাস্তি দেওয়া হয়নি, জানালেন দ্রাবিড়

Virat Kohli: বিরাট কোহলিকে চেনেন? চমকপ্রদ জবাব ব্রাজিলের কিংবদন্তি রোনাল্ডোর, ভাইরাল ভিডিও

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

ফিরহাদকে কড়া ডোজ দিলেন শুভেন্দু | Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari #shortsfeed
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন