India Vs Afghanistan: ঈশান-শ্রেয়াসকে শৃঙ্খলাভঙ্গের জন্য শাস্তি দেওয়া হয়নি, জানালেন দ্রাবিড়

বৃহস্পতিবার শুরু হচ্ছে ভারত-আফগানিস্তানের টি-২০ সিরিজ। এই সিরিজ শুরু হওয়ার আগে ঈশান কিষান ও শ্রেয়াস আইয়ারকে নিয়ে ভারতীয় ক্রিকেট মহলে বিতর্ক তৈরি হয়েছে।

আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজে ভারতীয় দলে নেই উইকেটকিপার-ব্যাটার ঈশান কিষান ও ব্যাটার শ্রেয়াস আইয়ার। ভারতীয় ক্রিকেট মহলে আলোচনা চলছে, ঈশান ও শ্রেয়াস শৃঙ্খলাভঙ্গ করেছেন বলেই জাতীয় দল থেকে বাদ পড়েছেন। কিন্তু মোহালিতে আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচের আগের দিন ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড় স্পষ্ট জানিয়ে দিলেন, ঈশান ও শ্রেয়াসের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের জন্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। এ বিষয়ে যে আলোচনা চলছে তার কোনও ভিত্তি নেই। স্বয়ং দ্রাবিড় এ কথা জানিয়ে দেওয়ার পর ঈশান ও শ্রেয়াসকে নিয়ে আর জল্পনার অবকাশ নেই।

ঈশান-শ্রেয়াসের দলে না থাকা নিয়ে জল্পনা

Latest Videos

আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য ১৬ জনের দল ঘোষণা করেছে বিসিসিআই। উল্লেখযোগ্যভাবে দলে আছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। দলে জায়গা পাননি কে এল রাহুল, ঈশান ও শ্রেয়াস। এ বিষয়ে ক্রিকেট মহলে আলোচনা চলছে। তবে দ্রাবিড় জানিয়েছেন, ‘শৃঙ্খলাজনিত কোনও সমস্যা নেই। দক্ষিণ আফ্রিকা সফরের পর মানসিক ক্লান্তির জন্য ছুটি চেয়ে নেয় ঈশান কিষান। আমরা ওকে ছুটি দিতে রাজি হয়েছি। ফলে ওর এই সিরিজের দলে থাকারই কথা ছিল না। এখনও পর্যন্ত মাঠে ফেরার কথা বলেনি ঈশান। ও আবার যখন খেলতে রাজি হবে, তখন ঘরোয়া ক্রিকেট খেলবে এবং জাতীয় দলেও ফিরবে।’

শ্রেয়াসের পাশে দ্রাবিড়

শ্রেয়াসের দলে না থাকার কারণ হিসেবে দ্রাবিড় জানিয়েছেন, ‘শ্রেয়াসের ক্ষেত্রেও শৃঙ্খলাভঙ্গের কোনও ব্যাপার নেই। দলে থাকার জন্য ব্যাটারদের মধ্যে তীব্র প্রতিযোগিতা চলছে। দক্ষিণ আফ্রিকার মাটিতেও টি-২০ সিরিজের দলে ছিল না শ্রেয়াস। সবাইকে দলে সুযোগ দেওয়া সম্ভব নয়। সেই কারণেই দলে নেই ও। শৃঙ্খলাভঙ্গের বিষয়ে আমার সঙ্গে নির্বাচকদের কোনওরকম আলোচনা হয়নি।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Virat Kohli: বিরাট কোহলিকে চেনেন? চমকপ্রদ জবাব ব্রাজিলের কিংবদন্তি রোনাল্ডোর, ভাইরাল ভিডিও

Virat Kohli: আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে খেলছেন না বিরাট, জানালেন দ্রাবিড়

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

দেখা যাক ২৬-এর মসনদ কার দখলে যায়? Mamata-কে চ্যালেঞ্জ Agnimitra-র
সংসদে শীতকালীন অধিবেশন শুরু! তার আগেই বিরোধীদের কড়া বার্তা PM Modi | Parliament Winter Session 2024
'ভোট ব্যাঙ্কের জন্য Mamata রোহিঙ্গাদের হিন্দুদের জমি দিচ্ছে' বিস্ফোরক অভিযোগ Agnimitra-র
Sukhendu Sekhar কী বিজেপিতে যোগ দিচ্ছে? জল্পনা উস্কে যা বললেন Agnimitra Paul
দেবের সামনেই! ঘাটালে TMC-র শত্রু TMC! Dev ও শঙ্কর অনুগামীদের মধ্যে হাতাহাতি | Ghatal | Dev |