বৃহস্পতিবার মোহালিতে ভারত-আফগানিস্তান টি-২০ ম্যাচে ব্যক্তিগত সাফল্য না পেলেও, দল জেতায় খুশি ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তিনি একটি নজিরও গড়লেন।
আন্তর্জাতিক টি-২০ ম্যাচে প্রথম পুরুষ ক্রিকেটার হিসেবে ১০০টি টি-২০ ম্যাচ জয়ের সঙ্গে যুক্ত থাকার নজির গড়লেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তাঁর আগে ৩ জন মহিলা ক্রিকেটার ১০০টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ জয়ের সঙ্গে যুক্ত থাকার নজির গড়েছেন। ইংল্যান্ডের ড্যানি উইয়াট এবং অস্ট্রেলিয়ার অ্যালিসা হিলি ও এলিসি পেরি। ড্যানি ১১১টি টি-২০ ম্যাচ জিতেছেন। অ্যালিসা ও এলিসি ১০০টি করে টি-২০ ম্যাচ জিতেছেন। পুরুষ ক্রিকেটারদের মধ্যে ৮৬টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ জয়ের সঙ্গে যুক্ত পাকিস্তানের অলরাউন্ডার শোয়েব মালিক। বিরাট কোহলি ৭৩টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ জিতেছেন। পাকিস্তানের মহম্মদ হাফিজ ৭০টি টি-২০ ম্যাচ জিতেছেন। আফগানিস্তানের তারকা মহম্মদ নবি ৭০টি টি-২০ ম্যাচ জিতেছেন।
ধোনির রেকর্ড স্পর্শের হাতছানি
ভারতীয় দলকে ৫২টি টি-২০ ম্যাচে নেতৃত্ব দিয়ে ৪০টি ম্যাচে জয় পেলেন রোহিত। ভারতের অধিনায়কদের মধ্যে সর্বাধিক ৪২টি টি-২০ ম্যাচ জেতার রেকর্ড মহেন্দ্র সিং ধোনির দখলে। আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের বাকি ২ ম্যাচে জয় পেলেই ধোনির রেকর্ড স্পর্শ করবেন রোহিত। ২০২২ সালের টি-২০ বিশ্বকাপ সেমি-ফাইনালের পর বৃহস্পতিবারই প্রথম আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেললেন রোহিত। তিনি এর আগে শেষ সীমিত ওভারের ম্যাচ খেলেছিলেন ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপ ফাইনালে। বৃহস্পতিবার খেলতে নেমেই নজির গড়লেন ভারতের অধিনায়ক।
মোহালিতে ব্যাটিংয়ে সাফল্য পেলেন না রোহিত
বৃহস্পতিবার শুবমান গিলের সঙ্গে ব্যাটিং ওপেন করতে নামেন রোহিত। ২ বল খেলেই রান আউট হয়ে যান ভারতের অধিনায়ক। তিনি রান করতে পারেননি। শুবমানের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হওয়ার পর ক্ষুব্ধ হয়ে ওঠেন রোহিত। তবে শুরুতেই অধিনায়কের উইকেট হারাতে হলেও, শিবম দুবে ও জিতেশ শর্মার লড়াইয়ের সুবাদে সহজ জয় পায় ভারতীয় দল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
India Vs Afghanistan: ব্যাটে-বলে সাফল্য শিবম দুবের, মোহালিতে সহজ জয় ভারতের
Yashasvi Jaiswal: শেষমুহূর্তে চোট, মোহালিতে মাঠের বাইরে যশস্বী জয়সোয়াল