India Vs Afghanistan: ব্যাটে-বলে সাফল্য শিবম দুবের, মোহালিতে সহজ জয় ভারতের

আন্তর্জাতিক টি-২০ ম্যাচে রোহিত শর্মার প্রত্যাবর্তন সুখের হল না। বৃহস্পতিবার মোহালিতে আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে ব্যাটিং ওপেন করতে নেমে রানই করতে পারলেন না ভারতের অধিনায়ক।

শিবম দুবের অলরাউন্ড পারফরম্যান্সের সুবাদে আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে ৬ উইকেটে জয় পেল ভারতীয় দল। প্রথমে বল হাতে ১ উইকেট নেওয়ার পর কঠিন পরিস্থিতিতে ব্যাটিং করতে নেমে ৬০ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে ক্রিজ ছাড়েন শিবম। তিনিই এই ম্যাচে একমাত্র ব্যাটার হিসেবে অর্ধশতরান করলেন। ১৫৯ রানের টার্গেট তাড়া করতে নেমে ২৮ রানেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ভারত। সেই পরিস্থিতিতে ঠান্ডা মাথায় ব্যাটিং করে দলকে জয় এনে দিলেন শিবম। তাঁর অসাধারণ পারফরম্যান্স টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলকে ভরসা দিচ্ছে।

বিরাট-যশস্বীকে ছাড়াই জয় ভারতের

Latest Videos

ব্যক্তিগত কারণে মোহালিতে এই ম্যাচে খেলতে পারেননি বিরাট কোহলি। শেষমুহূর্তে চোট পাওয়ায় খেলতে পারেননি যশস্বী জয়সোয়ালও। তা সত্ত্বেও ভারতের জয় পেতে কোনও সমস্যাই হল না। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ৫ উইকেটে ১৫৮ রান করে আফগানিস্তান। সর্বাধিক ৪২ রান করেন মহম্মদ নবি। আজমাতুল্লাহ ওমরজাই করেন ২৯ রান। ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ২৩ রান করেন। অধিনায়ক ইব্রাহিম জর্দান ২৫ রান করেন। ভারতের হয়ে ২৩ রান দিয়ে ২ উইকেট নেন অক্ষর প্যাটেল। ৩৩ রান দিয়ে ২ উইকেট নেন মুকেশ কুমার। ৯ রান দিয়ে ১ উইকেট নেন শিবম।

ভরসা দিচ্ছেন জিতেশ শর্মা

এদিন ওপেন করতে নেমে ২ বল খেলেই রান আউট হয়ে যান রোহিত (০)। অপর ওপেনার শুবমান গিল ১২ বলে ২৩ রান করেন। তিলক ভার্মা করেন ২৬ রান। ৪০ বলে ৬০ রান করে অপরাজিত থাকেন শিবম। তাঁর ইনিংসে ছিল ৫টি বাউন্ডারি ও ২টি ওভার-বাউন্ডারি। ২০ বলে ৩১ রান করেন উইকেটকিপার-ব্যাটার জিতেশ শর্মা। তিনি পরিণত হয়ে উঠছেন। ৯ বলে ১৬ রান করে অপরাজিত থাকেন রিঙ্কু সিং। আফগানিস্তানের হয়ে ২১ রান দিয়ে ২ উইকেট নেন মুজিব-উর-রহমান। ৩৩ রান দিয়ে ১ উইকেট নেন আজমাতুল্লাহ। ৩.৩ ওভারে ৪৩ রান দেন নবীন-উল-হক।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Yashasvi Jaiswal: শেষমুহূর্তে চোট, মোহালিতে মাঠের বাইরে যশস্বী জয়সোয়াল

Rahul Dravid Birthday: প্রাক্তন সতীর্থ দ্রাবিড়ের জন্মদিন, শুভেচ্ছাবার্তা সচিনের

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury