Rohit Sharma: রান আউট হওয়ার পর মাঠেই তীব্র ক্ষোভপ্রকাশ, ম্যাচ জিতে শান্ত রোহিত শর্মা

বৃহস্পতিবার আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে সহজ জয় পেল ভারতীয় দল। অধিনায়ক রোহিত শর্মা অবশ্য মোহালিতে ভালো পারফরম্যান্স দেখাতে পারলেন না।

মোহালিতে আফগানিস্তানের বিরুদ্ধে ব্যাটিং ওপেন করতে নেমে ২ বল খেলেই রান আউট হয়ে যান ভারতের অধিনায়ক রোহিত শর্মা। শুবমান গিলের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হওয়ার পর মাঠেই ক্ষোভপ্রকাশ করেন রোহিত। তাঁর ক্ষুব্ধ প্রতিক্রিয়া কারও নজর এড়ায়নি। তবে ম্যাচ শেষ হওয়ার পর রোহিতের আর কোনও ক্ষোভ নেই। রান আউটের পর হতাশা প্রকাশ প্রসঙ্গে তিনি বলেন, ‘এরকম হয়েই থাকে। এরকম পরিস্থিতিতে সবারই হতাশ লাগে। আমি ক্রিজে থেকে দলের জন্য রান করতে চাইছিলাম। সেই কারণেই রান আউট হওয়ার পর হতাশ হয়ে পড়েছিলাম। আমি চাইছিলাম গিল আমাদের ইনিংস টেনে নিয়ে যাক। ও ভালো ইনিংস খেলে কিন্তু আউট হয়ে যায়।’

শিবম দুবের প্রশংসায় রোহিত

Latest Videos

মোহালিতে বোলিং-ব্যাটিংয়ে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে ভারতীয় দলকে জয় এনে দেন শিবম দুবে। ম্যাচের পর তাঁর প্রশংসা করে রোহিত বলেন, ‘এই ম্যাচ থেকে আমাদের জন্য অনেক ইতিবাচক দিক আছে। শিবম দুবের কথা বলতেই হবে। জিতেশ (শর্মা) যেভাবে ব্যাটিং করল, তারও প্রশংসা করতে হবে। তিলকও (ভার্মা) ভালো ব্যাটিং করল। রিঙ্কুও (সিং) ভালো ফর্মে আছে।’

বোলারদেরও প্রশংসা রোহিতের

মোহালিতে ভারতীয় দলের বোলিং প্রসঙ্গে রোহিত বলেছেন, ‘আমরা এই ম্যাচে পরীক্ষা-নিরীক্ষা করতে চেয়েছিলাম। ম্যাচের বিভিন্ন পরিস্থিতিতে বোলারদের ব্যবহার করার পরিকল্পনা ছিল। এই ম্যাচে যেমন আপনারা দেখতে পেলেন, ১৯-তম ওভারে বোলিং করল ওয়াশি (ওয়াশিংটন সুন্দর)। আমরা যে জায়গায় সামান্য অস্বস্তিতে আছি, সেখানে নিজেদের চ্যালেঞ্জ জানাতে চাই। আমাদের বোলাররা যে পরিস্থিতিতে অভ্যস্ত নয়, সেই পরিস্থিতিতে ওদের বোলিং করতে পাঠাচ্ছি আমরা। এভাবেই খেলে যেতে চাই আমরা। তবে ম্যাচ জিততে হবে আমাদের। আমরা যাতে জয় পাই, সেটা নিশ্চিত করাই প্রধান লক্ষ্য।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Rohit Sharma: প্রথম পুরুষ ক্রিকেটার হিসেবে ১০০ টি-২০ ম্যাচ জয় রোহিতের

India Vs Afghanistan: ব্যাটে-বলে সাফল্য শিবম দুবের, মোহালিতে সহজ জয় ভারতের

Virat Kohli: বিরাট কোহলিকে চেনেন? চমকপ্রদ জবাব ব্রাজিলের কিংবদন্তি রোনাল্ডোর, ভাইরাল ভিডিও

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari : কেন হিন্দুদের উপর বারবার আক্রমণ? সাঁইথিয়ার ঘটনায় গর্জে উঠলেন শুভেন্দু
'গুজবের' জেরে জ্বলল নাগপুর! বিরাট অ্যাকশনে নামল পুলিশ | Nagpur Violence News Update | Maharastra
'রাম নবমীতে ক্ষমতা দেখাবে হিন্দুরা, পারলে আটকাবেন' খোলা চ্যালেঞ্জ Suvendu Adhikari | Ram Nabami 2025
Suvendu Adhikari: মিডিয়াতে বাইট দেওয়ার সময় পুলিশি বাঁধা, তেড়ে গেলেন শুভেন্দু অধিকারী
PM Modi : লোকসভায় মহাকুম্ভ নিয়ে বিরোধীদের মুখ বন্ধ করলেন নরেন্দ্র মোদী, দেখুন কী বলছেন