India Vs Afghanistan: দুঃখিত ক্রিকেটের স্পিরিট, মহম্মদ নবির পাশে রবিচন্দ্রন অশ্বিন

Published : Jan 19, 2024, 04:32 PM ISTUpdated : Jan 19, 2024, 05:08 PM IST
Mohammed Nabi

সংক্ষিপ্ত

ভারত-আফগানিস্তানের টি-২০ সিরিজে খেলার সুযোগ পাননি ভারতের অভিজ্ঞ অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তবে এই সিরিজের শেষ ম্যাচের বিতর্কিত ঘটনা নিয়ে মুখ খুললেন অশ্বিন।

ক্রিকেটের স্পিরিট নয়, বরং সুযোগ কাজে লাগানোর পক্ষে রবিচন্দ্রন অশ্বিন। নন-স্ট্রাইকারকে রান আউট করে নিজে বিতর্কে জড়িয়েছিলেন। এবার ভারতের বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচে আফগানিস্তানের মহম্মদ নবির বিতর্কিত রান নেওয়ার ঘটনাকেও সমর্থন করলেন অশ্বিন। ভারতের অধিনায়ক রোহিত শর্মা মাঠেই নবির সঙ্গে তর্ক জুড়ে দেন। বিরক্তি প্রকাশ করেন বিরাট কোহলি। ভারতের অন্য ক্রিকেটাররাও ক্ষুব্ধ হয়ে ওঠেন। কিন্তু নবির পাশে দাঁড়িয়েছেন অশ্বিন। তাঁর বক্তব্য, ‘কোনও ফিল্ডার আমাকে রান আউট করার জন্য বল ছুড়লে সেই বল যদি আমার গায়ে লেগে অন্য দিকে চলে যায়, তাহলে ছুটে রান নেওয়া আমার অধিকারের মধ্যে পড়ে। ক্রিকেটের স্পিরিট, আবার দুঃখিত।’

সুপার ওভারে বিতর্ক

বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারত-আফগানিস্তানের তৃতীয় টি-২০ ম্যাচে প্রথম সুপার ওভারের শেষ বলে বিতর্ক তৈরি হয়। মুকেশ কুমারের ইয়র্কারে শট খেলতে না পেরে ছুটে রান নিতে যান নবি। তাঁকে রান আউট করার লক্ষ্যে বল ছুড়ে দেন ভারতের উইকেটকিপার সঞ্জু স্যামসন। সেই বল নবির পায়ে লেগে দিক পরিবর্তন করে লং অনে থাকা বিরাটের কাছে যায়। এরই মধ্যে ছুটে ২ রান নেন নবি। তাঁর সঙ্গে তর্ক জুড়ে দেন রোহিত। তিনি আম্পায়ারদের সঙ্গেও কথা বলেন। কিন্তু আম্পায়াররা জানিয়ে দেন, আফগানিস্তানের এই রান বৈধ। 

ক্রিকেটের স্পিরিট নিয়ে ভাবতে নারাজ অশ্বিন

এই বিতর্ক প্রসঙ্গে অশ্বিন বলেছেন, ‘বিরাট কোহলি পা দিয়ে বল আটকায়। ও এই ঘটনায় বিস্ময় প্রকাশ করে। এই ঘটনার দুই দিক আছে। আমরা যদি মাঠে এই ধরনের ঘটনার শিকার হই, তাহলে বিরক্ত হয়ে উঠি। আমরা সেই সময় ব্যাটিং করলে হয়তো এরকম কিছু করতাম না। এটা আমার ব্যক্তিগত মত।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

New Zealand Vs Pakistan: চতুর্থ টি-২০ ম্যাচেও জয়, পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার পথে নিউজিল্যান্ড

Ravichandran Ashwin: অযোধ্যায় রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠায় আমন্ত্রিত অশ্বিন

PREV
click me!

Recommended Stories

বিসিসিআই চুক্তি: এ প্লাস গ্রেডে উন্নীত হতে পারেন শুবমান গিল, বিরাট-রোহিতের কী হবে?
'ক্রিকেটের চেয়ে অন্য কোনও কিছুকে বেশি ভালোবাসি না,' বার্তা স্মৃতি মন্ধানার