ওডিআই বিশ্বকাপের পর ফের মাঠে নেমে পড়েছে ভারতীয় দল। বিশাখাপত্তনমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ম্যাচ। নতুন চেহারার দল নিয়ে ভালো পারফরম্যান্স দেখানোই লক্ষ্য ভারতের।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন এই সিরিজে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। ওডিআই বিশ্বকাপে ভারতীয় দলে যাঁরা ছিলেন, তাঁদের মধ্যে এই ম্যাচে খেলছেন শুধু ঈশান কিষান, সূর্যকুমার ও প্রসিদ্ধ কৃষ্ণ। ভারতীয় দল- রুতুরাজ গায়কোয়াড়, যশস্বী জয়সোয়াল, ঈশান কিষান (উইকেটকিপার), সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, আর্শদীপ সিং, মুকেশ কুমার ও প্রসিদ্ধ কৃষ্ণ। অস্ট্রেলিয়া দলেও একাধিক বদল হয়েছে। বিশাখাপত্তনমে যাঁরা খেলছেন, তাঁদের মধ্যে অনেকেই ওডিআই বিশ্বকাপে খেলার সুযোগ পাননি। বিশাখাপত্তনমে অস্ট্রেলিয়ার হয়ে খেলছেন- ম্যাথু শর্ট, স্টিভ স্মিথ, জশ ইনগ্লিস, অ্যারন হার্ডি, মার্কাস স্টোইনিস, টিম ডেভিড, ম্যাথু ওয়েড (অধিনায়ক ও উইকেটকিপার), শন অ্যাবট, নাথান এলিস, জেসন বেহরেনডর্ফ ও তনবীর সাংঘা।
অধিনায়ক সূর্যকুমারের প্রথম ম্যাচ
ভারতীয় দলের অধিনায়ক হিসেবে এদিনই প্রথম ম্যাচ খেলছেন সূর্যকুমার। টসে জিতে তিনি বলেন, ‘আমরা প্রথমে বোলিং করব। উইকেট দেখে ভালো বলেই মনে হচ্ছে। ম্যাচ যত এগোবে, ততই শিশিরের পরিমাণ বাড়তে পারে। এর ফলে পিচের অবস্থার উন্নতি হতে পারে। ওডিআই বিশ্বকাপ ফাইনালে হেরে যাওয়ার পর আমাদের কাজ একটু কঠিন। তবে সবসময়ই সুড়ঙ্গের শেষে আলো দেখা যায়। আমরা অনেক ইতিবাচক দিক দেখতে পাচ্ছি। এই সিরিজের দিকে তাকিয়ে আছি। আমাদের দলের সবাই ফ্র্যাঞ্চাইজি ও ঘরোয়া ক্রিকেটে অনেক ম্যাচ খেলেছে। দলের সবাইকে বলেছি, নিজেদের প্রকাশ করতে হবে এবং খেলা উপভোগ করতে হবে। ওয়াশিংটন সুন্দর, শিবম দুবে ও আবেশ খান খেলার সুযোগ পাচ্ছে না। বাকিরা খেলছে।’
আত্মবিশ্বাসী অস্ট্রেলিয়া শিবির
টসে হেরে অস্ট্রেলিয়ার অধিনায়ক ওয়েড বলেছেন, ‘আমরাও টসে জিতলে প্রথমে বোলিং করতাম। উইকেট দেখে একটু কঠিন মনে হচ্ছে। পরের দিকে শিশির প্রভাব ফেলতে পারে। তরুণ খেলোয়াড়দের কাছে ভারতে খেলার সুযোগ পাওয়া সবসময়ই ভালো। টি-২০ বিশ্বকাপের আগে আমরা ১০-১২টি ম্যাচ খেলব। আমরা সেই ম্যাচগুলির দিকে তাকিয়ে আছি। ওডিআই বিশ্বকাপে যারা খেলেছে, তাদের মধ্যে কয়েকজন বিশ্রামে আছে। গ্লেন ম্যাক্সওয়েল, অ্যাডামন জাম্পা, ট্রেভিস হেড আজ খেলছে না।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Marlon Samuels: দুর্নীতি-দমন বিধি লঙ্ঘন, ৬ বছরের জন্য নির্বাসিত মার্লন স্যামুয়েলস