ওডিআই বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের ৪ দিনের মধ্যেই ফের খেলতে নামছে ভারতীয় দল। যদিও টি-২০ সিরিজের দলে ব্যাপক পরিবর্তন হয়েছে। ভারতের মতোই অস্ট্রেলিয়া দলেও অনেক বদল এসেছে।
২০২২ সালের টি-২০ বিশ্বকাপের পর ভারতীয় ক্রিকেটে বদলের হাওয়া এসেছিল। এবারের ওডিআই বিশ্বকাপের পর দলে আরও বদল হচ্ছে। আগামী বছরের টি-২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ থেকেই প্রস্তুতি শুরু হয়ে যাচ্ছে। বৃহস্পতিবার বিশাখাপত্তনমে ভারত-অস্ট্রেলিয়া টি-২০ সিরিজের প্রথম ম্যাচেই এর ঝলক দেখা যাচ্ছে। ওডিআই বিশ্বকাপে ভারতীয় দলে যাঁরা ছিলেন, তাঁদের মধ্যে থেকে মাত্র ৩ জন এদিন খেলতে পারেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ- যশস্বী জয়সোয়াল, রুতুরাজ গায়কোয়াড়, তিলক ভার্মা, ঈশান কিষান (উইকেটকিপার), সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিঙ্কু সিং, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, আর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণ ও রবি বিষ্ণোই।
অস্ট্রেলিয়া দলেও বদল
ওডিআই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর দেশে ফিরে গিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। সেই কারণে অধিনায়কত্বের দায়িত্ব সামলাবেন উইকেটকিপার-ব্যাটার ম্যাথু ওয়েড। অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ- ম্যাথু শর্ট, ট্রেভিস হেড, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু ওয়েড (উইকেটকিপার ও অধিনায়ক), টিম ডেভিড, মার্কাস স্টোইনিস, শন অ্যাবট, নাথান এলিস, অ্যাডাম জাম্পা ও কেন রিচার্ডসন। ওয়েড জানিয়েছেন, যাঁরা ওডিআই বিশ্বকাপে খেলেছেন, তাঁদের শারীরিক ও মানসিক ক্লান্তির বিষয়টি মাথায় রেখেই একাদশ বেছে নেওয়া হবে।
যশস্বী, তিলকদের কাছে সুযোগ
এশিয়ান গেমসে সোনাজয়ী ভারতীয় দলে ছিলেন যশস্বী, তিলক, রুতুরাজ, রিঙ্কুরা। ওডিআই বিশ্বকাপে খুব বেশি খেলার সুযোগ পাননি ঈশান। হার্দিক পান্ডিয়া চোট পেয়ে ছিটকে যাওয়ার পর তাঁর পরিবর্তে দলে সুযোগ পান প্রসিদ্ধ। যদিও তিনি কোনও ম্যাচেই খেলার সুযোগ পাননি। এই ক্রিকেটাররা এবার নিজেদের প্রমাণ করার সুযোগ পাচ্ছেন। ৫ ম্যাচের টি-২০ সিরিজ ভারতীয় দলের তরুণ ও অনিয়মিত ক্রিকেটারদের কাছে নিজেদের প্রমাণ করার বড় সুযোগ। এই ক্রিকেটারদের মধ্যে থেকেই টি-২০ বিশ্বকাপের দল বেছে নেওয়া হবে। সেই দলে হার্দিক, ঋষভ পন্থ, কে এল রাহুল, শুবমান গিল, রবীন্দ্র জাদেজা, মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরা থাকতে পারেন। ফলে তরুণ ক্রিকেটারদের লড়াই করতে হবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
India Vs Australia: ভারত-অস্ট্রেলিয়া টি-২০ সিরিজের প্রথম ম্যাচে হানা দেবে বৃষ্টি?
Travis Head: বৃহস্পতিবার প্রথম টি-২০ ম্যাচে খেলছেন না ট্রেভিস হেড, ইঙ্গিত ম্যাথু ওয়েডের