সংক্ষিপ্ত
ওডিআই বিশ্বকাপের পর ফের খেলতে নামছে ভারতীয় দল। বৃহস্পতিবার শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া টি-২০ সিরিজ। ওডিআই বিশ্বকাপে খেলা বেশিরভাগ ক্রিকেটারই এই সিরিজের দলে নেই।
এশিয়া কাপে ভারতের ম্যাচে হানা দিয়েছিল বৃষ্টি। ওডিআই বিশ্বকাপের ২টি প্রস্তুতি ম্যাচই ভেস্তে যায়। ফের ভারতের ম্যাচের দিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বৃহস্পতিবার বিশাখাপত্তনমের ড. ওয়াই এস রাজাশেখর রেড্ডি এসিএ-ভিডিসিএ ক্রিকেট স্টেডিয়ামে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টি-২০ ম্যাচ। বিশাখাপত্তনমে এখনও পর্যন্ত ৫টি ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়া। এর মধ্যে হার মাত্র ১ ম্যাচে। এ বছরের মার্চেই ওডিআই ম্যাচে ভারতকে হারিয়ে দেয় অস্ট্রেলিয়া। ফলে বিশাখাপত্তনমে ওডিআই ফর্ম্যাটে বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে খেলতে নামার আগে সতর্ক নতুন চেহারার ভারতীয় দল। তার উপর যদি বৃষ্টি হয়, তাহলে পরিস্থিতি বদলে যাবে।
আবহাওয়ার দিকে নজর
শীতকালে অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা, তামিলনাড়ুর মতো রাজ্যগুলিতে বৃষ্টি হয়। এখনও সেভাবে শীত পড়েনি, তবে ঠান্ডার আমেজ দেখা যাচ্ছে। এরই মধ্যে কিছুটা আশঙ্কার কথা শোনাচ্ছে আবহাওয়া দফতর। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার বিশাখাপত্তনমে বৃষ্টির সম্ভাবনা ৬০ শতাংশ। তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকতে পারে ৬৩ শতাংশ। প্রথমে বৃহস্পতিবার সকালের দিকে বৃষ্টি হতে পারে। তারপর দুপুরে বা বিকেলে ফের বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ম্যাচ চলাকালীন অবশ্য বৃষ্টির পূর্বাভাস নেই। ফলে ভালোভাবে খেলা হবে বলে আশা করা হচ্ছে। বৃষ্টির ফলে যদি আউটফিল্ড ভিজে যায়, তাহলে ম্যাচ শুরু হতে কিছুটা দেরি হতে পারে। তবে ওভার সংখ্যা কমাতে হবে বলে মনে হচ্ছে না। ম্যাচ চলাকালীন আকাশ মেঘলা থাকতে পারে। সেটা হলে পেসাররা সুবিধা পাবেন। যে দল টসে জিতবে তারা আগে ফিল্ডিং করতে পারে।
বৃহস্পতিবার সন্ধেবেলা ম্যাচ
বৃহস্পতিবার ভারত-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টি-২০ ম্যাচ শুরু হওয়ার কথা সন্ধে ৭টায়। তার আধ ঘণ্টা আগে টস হবে। এই সিরিজে ভারতীয় দলের নেতৃত্বে সূর্যকুমার যাদব। তিনি ভারতের অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচে জয় পেতে চাইবেন। অন্যদিকে, প্যাট কামিন্সের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ার নেতৃত্বে ম্যাথু ওয়েড। ভারতীয় দলে ব্যাপক পরিবর্তন হয়েছে। অস্ট্রেলিয়ারও প্রথমসারির কয়েকজন ক্রিকেটার বিশ্রাম নিতে পারেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Travis Head: বৃহস্পতিবার প্রথম টি-২০ ম্যাচে খেলছেন না ট্রেভিস হেড, ইঙ্গিত ম্যাথু ওয়েডের
India Vs Australia: অধিনায়ক সূর্যকুমারের অভিষেক, পথ চলা শুরু নতুন ভারতের