রাজার মতোই ফিরলেন 'স্যার জাদেজা', সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস অনুরাগীদের

Published : Feb 09, 2023, 05:43 PM IST

হাঁটুর চোটের জন্য দীর্ঘদিন মাঠের বাইরে কাটাতে হয়েছে। ফিটনেসের প্রমাণ দেওয়ার জন্য রঞ্জি ট্রফি ম্যাচও খেলতে হয়েছে। নিজেকে ১০০ শতাংশ ফিট প্রমাণ করে জাতীয় দলে ফিরেই দুর্দান্ত পারফরম্যান্স দেখালেন রবীন্দ্র জাদেজা। 

PREV
110
বোলিং উপভোগ করছেন, নাগপুর টেস্টের প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়ার পর জানালেন জাদেজা

নাগপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচের প্রথম দিনই আগুনে ফর্মে ভারতীয় দলের অভিজ্ঞ স্পিনার রবীন্দ্র জাদেজা। ৪৭ রান দিয়ে ৫ উইকেট নেন তিনি।

210
রবীন্দ্র জাদেজা-রবিচন্দ্রন অশ্বিনের দাপটে প্রথম ইনিংসে ১৭৭ রানে অলআউট অস্ট্রেলিয়া

টসে জিতে ব্যাটিং করতে নেমে প্রথম দিনই ১৭৭ রানে শেষ হয়ে গেল অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। জাদেজার ৫ উইকেটের পাশাপাশি ৩ উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন।

310
নাগপুর টেস্টের প্রথম দিনের শেষে ৫৬ রান করে অপরাজিত ভারতের অধিনায়ক রোহিত শর্মা

রোহিত শর্মার অপরাজিত অর্ধশতরানের সুবাদে নাগপুর টেস্টের প্রথম দিনের শেষে ভালো জায়গায় ভারতীয় দল। অস্ট্রেলিয়ার চেয়ে ১০০ রানে পিছিয়ে ভারত, হাতে ৯ উইকেট।

410
চোট সারিয়ে দলে ফিরেই প্রথম দিন ২২ ওভার বোলিং করলেন রবীন্দ্র জাদেজা

৫ মাস পর জাতীয় দলে ফিরেই দুর্দান্ত পারফরম্যান্স দেখালেন রবীন্দ্র জাদেজা। প্রথম দিন ২২ ওভার বোলিং করার ধকল সহজেই সামাল দিলেন তিনি।

510
জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে থাকার সময় রোজ ১০-১২ ঘণ্টা ধরে বোলিং করেছেন, জানালেন জাদেজা

নাগপুরে প্রথম দিনের খেলা শেষ হওয়ার পর জাদেজা জানিয়েছেন, 'টেস্ট ম্যাচে যেভাবেই উইকেট পাই না কেন, সেটা আনন্দ দেয়। বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে থাকার সময় রোজ ১০-১২ ঘণ্টা ধরে বোলিং করেছি। সেটা আমাকে অনেক সাহায্য করেছে।'

610
জাতীয় দলের হয়ে ফের জাদেজার দুর্দান্ত পারফরম্যান্স, সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বসিত প্রশংসা

'স্যার জাদেজা' ভারতীয় দলে ফিরে অসাধারণ পারফরম্যান্স দেখানোয় খুশি তাঁর অনুরাগীরা। তাঁরা সোশ্যাল মিডিয়ায় এই অলরাউন্ডারের প্রশংসা করছেন।

710
ভারতীয় দলের হয়ে টেস্ট অভিষেক উইকেটকিপার কে এস ভরতের, আনন্দে জড়িয়ে ধরলেন মা

ঈশান কিষানের বদলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে ভারতীয় দলের হয়ে খেলার সুযোগ পেলেন উইকেটকিপার-ব্যাটার কে এস ভরত। এদিন টেস্টে অভিষেক হল ভরতের। মাঠে ছিলেন তাঁর মা। তিনি আবেগ ধরে রাখতে পারেননি।

810
এতদিন সীমিত ওভারের ফর্ম্যাটে সূর্যকুমার যাদবের দাপট দেখা গিয়েছে, এবার টেস্ট অভিষেক হল তাঁর

কে এস ভরতের পাশাপাশি এদিন টেস্টে অভিষেক হল সূর্যকুমার যাদবেরও। তাঁকে টেস্ট ক্রিকেট খেলার সুযোগ দেওয়ার পক্ষে মতপ্রকাশ করেন সচিন তেন্ডুলকর। এরপরেই সুযোগ পেলেন এই ব্যাটার।

910
টেস্টে ৪৫০ উইকেটের মাইল ফলক টপকে গেলেন ভারতের অভিজ্ঞ অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন

নাগপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ম্যাচের প্রথম দিন অ্যালেক্স কেরিকে আউট করে টেস্টে ৪৫০ উইকেট পূর্ণ করেন রবিচন্দ্রন অশ্বিন। এরপর প্যাট কামিন্স ও স্কট বোল্যান্ডের উইকেটও নেন অশ্বিন।

1010
নাগপুরে স্পিনারদের দাপটের মধ্যেই ভালো বোলিং মহম্মদ সিরাজ, মহম্মদ সামির

নাগপুর টেস্টের প্রথম দিন দ্বিতীয় সেশন থেকে স্পিনাররা উইকেট নেওয়া শুরু করলেও, অস্ট্রেলিয়াকে প্রথম ধাক্কা কিন্তু দেন ভারতের দুই পেসার মহম্মদ সিরাজ ও মহম্মদ সামি। শুরুতেই ২ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া।

Read more Photos on
click me!

Recommended Stories