নাগপুরে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্ট ম্যাচ পাঁচ দিনে গড়ানোর সম্ভাবনা কম। শুরু হয়েছে তৃতীয় দিনের খেলা। অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামলে এদিনই শেষ হয়ে যেতে পারে ম্যাচ।
নাগপুরে চলছে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্ট ম্যাচের তৃতীয় দিনের খেলা। দিনের শুরুতেই টড মারফির বলে বোল্ড হয়ে গেলেন রবীন্দ্র জাদেজা। ৩২৮ রানে ৮ উইকেট হারাল ভারতীয় দল। এখন অস্ট্রেলিয়ার চেয়ে ১৫১ রানে এগিয়ে ভারত। দ্বিতীয় দিনের দুই অপরাজিত ব্যাটার রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেল তৃতীয় দিন সকালে ব্যাটিং করতে নামেন। দ্বিতীয় দিনেই এই দুই অলরাউন্ডার অর্ধশতরান পূরণ করেন। তাঁরা তৃতীয় দিন সকালে দলের রান রান বাড়িয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে ব্যাটিং করতে নামেন। দ্বিতীয় দিনের শেষে ভারতীয় দলের রান ছিল ৭ উইকেটে ৩২১। জাদেজা ৬৬ ও অক্ষর ৫২ রানে অপরাজিত ছিলেন। তৃতীয় দিনের শুরুতে সতর্কভাবেই ব্যাটিং শুরু করেন জাদেজা-অক্ষর। কিন্তু মারফির একটি বল অফ স্টাম্পের বাইরে দিয়ে চলে যাবে ভেবে ছেড়ে দিয়ে ভুল করেন জাদেজা। বলটি স্টাম্পে লাগে। ফলে জাদেজা-অক্ষর জুটি ভেঙে গেল। অভিষেক টেস্ট ম্যাচে প্রথম ইনিংসেই ৬ উইকেট নিলেন অফস্পিনার মারফি। ভারতের মাটিতে টেস্ট ম্যাচে এক ইনিংসে ৬ উইকেট যে কোনও স্পিনারের কাছেই স্বপ্নের মতো। প্রথম ম্যাচেই উজ্জ্বল ভবিষ্যতের আশা জাগিয়ে তুলেছেন মারফি।
এই ম্যাচের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে ১৭৭ রানে অলআউট করে দিয়েছে ভারতীয় দল। ৫ উইকেট নেন জাদেজা, ৩ উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন। এরপর দ্বিতীয় দিন প্রথম ইনিংসে ভারতের ব্যাটারদের মধ্যে সবচেয়ে ভালো পারফরম্যান্স দেখান অধিনায়ক রোহিত শর্মা। ওপেন করতে নেমে তিনি করেন ১২০ রান। ২১২ বলের ইনিংসে ছিল ১৫টি বাউন্ডারি ও ২টি ওভার-বাউন্ডারি। এখনও পর্যন্ত দ্বিতীয় সর্বাধিক রান জাদেজার। তবে অক্ষর যেভাবে ব্যাটিং করছেন, তাতে তিনি জাদেজার রান টপকে যেতে পারেন।
ভারতের প্রতিষ্ঠিত ব্যাটারদের মধ্যে কে এল রাহুল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি বড় রান পাননি। রাহুল করেন ২০ রান। পূজারা করেন ৭ রান। বিরাট করেন ১২ রান। অভিষেক টেস্টে ৮ রান করেন সূর্যকুমার যাদব। উইকেটকিপার-ব্যাটার কে এস ভরতও অভিষেক টেস্টে ৮ রান করেন। অশ্বিন করেন ২৩ রান।
প্রথম ইনিংসে যত বেশি সম্ভব রান করে অস্ট্রেলিয়াকে আরও চাপে ফেলে দেওয়াই ভারতীয় দলের লক্ষ্য। এরপর দ্বিতীয় ইনিংসে স্টিভ স্মিথ, মার্নাস লাবুশেনদের দ্রুত অলআউট করে দেওয়ার লক্ষ্যে মাঠে নামবেন জাদেজা-অশ্বিনরা। এই ম্যাচ হয়তো পাঁচ দিনে গড়াবে না।
আরও পড়ুন-
রাজার মতোই ফিরলেন 'স্যার জাদেজা', সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস অনুরাগীদের
টি-২০ লিগের দাপটে দেশের হয়ে খেলার জন্য ক্রিকেটারদের ধরে রাখা কঠিন হবে, মত সৌরভের
৪ থেকে ২৬ মার্চ চলবে উইমেনস প্রিমিয়ার লিগ, জানালেন আইপিএল চেয়ারম্যান