দ্বিতীয় দিনের শেষে লিড ৩৮২ রানের, রঞ্জি ফাইনালের লক্ষ্যে এগিয়ে চলেছে বাংলা

রঞ্জি ট্রফি সেমি ফাইনালে মধ্যপ্রদেশের বিরুদ্ধে ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন বাংলার ক্রিকেটাররা। তিন দশকেরও বেশি সময় পরে রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে বাংলা।

রঞ্জি ট্রফি সেমি ফাইনালে মধ্যপ্রদেশের বিরুদ্ধে ম্যাচের দ্বিতীয় দিনের শেষে জয়ের লক্ষ্যে অনেকটা এগিয়ে গেল বাংলা। প্রথম ইনিংসে বাংলার ৪৩৮ রানের জবাবে দিনের শেষে মধ্যপ্রদেশের স্কোর ২ উইকেটে ৫৬। ৩৮২ রানে এগিয়ে বাংলা। তৃতীয় দিন মধ্যপ্রদেশের বাকি ৮ উইকেট দ্রুত তুলে নিতে পারলেই প্রথম ইনিংসে এগিয়ে যাবে বাংলা। ফলে রঞ্জি ট্রফি ফাইনালে যাওয়া অনেকটাই নিশ্চিত হয়ে যাবে। আকাশ দীপ, শাহবাজ আহমেদ, মুকেশ কুমার, প্রদীপ্ত প্রামাণিক, করণ লাল, ঈশান পোড়েলরা এবারের রঞ্জি ট্রফিতে বেশ ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন। সেমি ফাইনালেও সেই পারফরম্যান্স অব্যাহত থাকলে বাংলার ফাইনালে পৌঁছতে সমস্যা হবে না। বাংলার ব্যাটাররা এই ম্যাচে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন। এবার বোলারদের পালা। বেশ কয়েক বছর পর রঞ্জি ট্রফিতে এত ভালো পারফরম্যান্স দেখাচ্ছে বাংলা। সেই কারণেই রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছেন মনোজ তিওয়ারি, অনুষ্টুপ মজুমদাররা। 

সেমি ফাইনালে প্রথম ইনিংসে বাংলার হয়ে অসাধারণ ব্যাটিং করেন অনুষ্টুপ, সুদীপ কুমার ঘরামি, মনোজ, অভিষেক পোড়েল, করণ, প্রদীপ্ত। ১২০ রানের অসাধারণ ইনিংস খেলেন অনুষ্টুপ। ১১২ রান করেন সুদীপ। ৫১ রান করেন অভিষেক। ২৭ রান করেন অভিমন্যু ঈশ্বরণ। ২৩ রান করেন করণ। ২১ রান করেন প্রদীপ্ত। ৪২ রান করেন মনোজ। ১৪ রান করেন শাহবাজ। মধ্যপ্রদেশের হয়ে ৯৫ রান দিয়ে ৩ উইকেট নেন কুমার কার্তিকেয়। ৭৭ রান দিয়ে ২ উইকেট নেন গৌরব যাদব। ৩৮ রান দিয়ে ২ উইকেট নেন অনুভব আগরওয়াল। ৭০ রান দিয়ে ১ উইকেট নেন সারাংশ জৈন। ১১১ রান দিয়ে ১ উইকেট নেন আবেশ খান।

Latest Videos

প্রথম ইনিংসে মধ্যপ্রদেশের হয়ে ২৩ রান করেন ওপেনার হিমাংশু মন্ত্রী। ১২ রান করেন অপর ওপেনার যশ দুবে। দিনের শেষে ১৭ রান করে অপরাজিত সারাংশ। ৪ রান করে অপরাজিত অনুভব। বাংলার হয়ে ১ উইকেট করে নিয়েছেন আকাশ ও ঈশান।

অন্য সেমি ফাইনালে কর্ণাটক-সৌরাষ্ট্র ম্যাচে দুর্দান্ত লড়াই চলছে। প্রথম ইনিংসে ৪০৭ রানে অলআউট হয়ে গিয়েছে কর্ণাটক। ২৪৯ রান করেন অধিনায়ক ময়ঙ্ক আগরওয়াল। ৬৬ রান করেন শ্রীনিবাস শরৎ। দ্বিতীয় দিনের শেষে প্রথম ইনিংসে সৌরাষ্ট্রের স্কোর ২ উইকেটে ৭৬। ২৭ রান করে অপরাজিত ওপেনার হার্বিক দেশাই। ২২ রান করেন বিশ্বরাজ জাদেজা। ২৭ রান করে অপরাজিত শেলডন জ্যাকসন।

আরও পড়ুন-

Ind vs Aus 1st Test Day 1: জাদেজার ৫ উইকেটের পর রোহিতের অর্ধশতরান, নাগপুরে দাপট ভারতের

রাজার মতোই ফিরলেন 'স্যার জাদেজা', সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস অনুরাগীদের

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দিন ঘোষণা, অস্ট্রেলিয়াকে হারালেই নিশ্চিত ভারত

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Mamata Banerjee: 'মোদী কিছু দেয় নি আমি ৫০ লক্ষ বাড়ি দিয়েছি' বিতর্কিত মন্তব্য মমতার
বাগদায় ফের চলল বুলডোজার! হাইকোর্টের নির্দেশে ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হল ৬টি দোকান | Bagdah News
নার্স হেনস্থার ঘটনায় বড় পদক্ষেপ! হাসপাতাল চত্বরে কড়া সিসিটিভি নজরদারি | Birbhum News Today
‘সবরমতি রিপোর্ট’ দেখলেন বিজেপির হেভিওয়েটরা! দেখুন কী বার্তা দিলেন সিনেমার ব্যপারে | Sabarmati Report
Bangla News : সুকান্তকে বাধা, বেলডাঙা নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি | Asianet News Bangla