বিরাটের কাছ থেকে বিপক্ষের ব্যাটারদের উপর চাপ বজায় রাখা শিখেছেন, জানালেন রোহিত

Published : Feb 12, 2023, 03:39 PM IST
team india

সংক্ষিপ্ত

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে বড় ব্যবধানে জয় পেয়েছে ভারতীয় দল। ফলে দলে ফিল গুড পরিবেশ। একে অপরের প্রশংসা করছেন নাগপুরে জয়ের নায়করা। এই সিরিজের বাকি ম্যাচগুলিতেও জয়ই একমাত্র লক্ষ্য।

ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে বর্তমান অধিনায়ক রোহিত শর্মার ব্যক্তিত্বের সংঘাত, মতানৈক্য, সম্পর্কের শৈত্যের কথা অনেক শোনা যায়। কিন্তু নাগপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ জয়ের পর সেই বিরাটেরই প্রশংসা করলেন রোহিত। এমনকী তিনি এটাও জানালেন, বিরাট যখন অধিনায়ক ছিলেন তখন তাঁর কাছ থেকে যা শিখেছেন সেটাই এখন কাজে লাগাচ্ছেন। রোহিত বলেছেন, ‘বিরাট যখন অধিনায়ক ছিল তখন আমি একটা বিষয় লক্ষ্য করতাম, স্পিনাররা বোলিং করার সময় উইকেট পাক বা না পাক সবসময় বিপক্ষের ব্যাটারদের উপক চাপ বজায় রেখে যেত। বিপক্ষের ব্যাটাররা যাতে ভুল করতে বাধ্য হন, সেই চেষ্টা চালিয়ে যেত বিরাট। ওর কাছ থেকে আমি এটা শিখেছি। স্পিনাররা যখন বোলিং করে আমিও সেটাই করার চেষ্টা করি। সবসময় বিপক্ষ দলের উপর চাপ বজায় রাখার চেষ্টা করি। প্রতি বলেই উইকেটের আশা করি না। প্রতি বলে উইকেট পাওয়া যায় না। তবে সেটা হলে তো ভালোই হয়। আমাদের ঠিক জায়গায় বল রেখে যেতে হবে এবং পিচ থেকে সাহায্য পাওয়ার চেষ্টা চালিয়ে যেতে হবে।’

সতীর্থ রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেলেরও প্রশংসা করেছেন রোহিত। তিনি বলেছেন, ‘অশ্বিন যখনই টেস্ট ম্যাচ খেলে, তখন ওকে অন্যরকম বোলার মনে হয়। আমি এটা বলছি না যে ও উন্নতি করেছে। কারণ, ও সবসময়ই ভালো বোলার। কিন্তু ও যখনই টেস্ট ম্যাচ খেলে ওকে অন্যরকম বোলার মনে হয়। ভালো ক্রিকেটাররা এরকমই হয়। ওরা নিজেদের খেলাকে অন্য স্তরে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। অস্ট্রেলিয়া দলে প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড, মিচেল স্টার্ক থাকলে যেমন হয়, আমারও অধিনায়ক হিসেবে অশ্বিন, জাদেজা, অক্ষর দলে থাকলে সেরকমই অনুভূতি হয়। ভারতের মাটিতে এই ধরনের পিচে ওদের দলে পাওয়া সবসময়ই আশীর্বাদের মতো।’

রোহিত আরও বলেছেন, ‘এই ধরনের পিচে সবাই খেলতে পারে। কিন্তু আমার দলের স্পিনাররা এই পরিবেশকে যেভাবে কাজে লাগিয়েছে, সেটা ওদের আলাদা করে তুলেছে। ওরা এরকম পিচে অনেক ম্যাচ খেলেছে। এই পিচে কোথায় বল রাখতে হয়, কীভাবে বিপক্ষের ব্যাটারদের উপর চাপ বজায় রাখতে হয় সেটা ওরা জানে।’

১৭ ফেব্রুয়ারি শুরু হবে এই সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ। দিল্লিতে জয় পেলেই সিরিজ জয়ের পথে আরও এগিয়ে যাবে ভারতীয় দল। ভালো পারফরম্যান্স অব্যাহত রাখাই দলের লক্ষ্য বলে জানিয়েছেন রোহিত।

আরও পড়ুন-

মধ্যপ্রদেশের বিরুদ্ধে ৩০৬ রানে অনায়াস জয়, রঞ্জি ট্রফি ফাইনালে বাংলা

অস্ট্রেলিয়া একটা সেশনের মধ্যেই অলআউট হয়ে যাবে ভাবিনি, বললেন রোহিত

আম্পায়ারের অনুমতি না নিয়ে আঙুলে ক্রিম লাগিয়ে জরিমানার মুখে রবীন্দ্র জাদেজা

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে বিশ্বরেকর্ড গড়লেন রোহিত, সচিন-লারাদের পাশে নাম লেখালেন হিটম্যান
India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ওপেন করবেন শুভমান গিল?