মধ্যপ্রদেশের বিরুদ্ধে ৩০৬ রানে অনায়াস জয়, রঞ্জি ট্রফি ফাইনালে বাংলা

Published : Feb 12, 2023, 02:15 PM ISTUpdated : Feb 12, 2023, 02:48 PM IST
Bengal Cricket Team

সংক্ষিপ্ত

রঞ্জি ট্রফিতে বাংলা বরাবরই লড়াকু দল। অতীতে বারবার লড়াই করেও চূড়ান্ত সাফল্য আসেনি। ৩ দশকেরও বেশি সময় বাংলা রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হতে পারেনি। এবার ট্রফিই মনোজ তিওয়ারিদের লক্ষ্য।

বাংলা যে রঞ্জি ট্রফি ফাইনালে যাচ্ছে, সেটা আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। শুধু পঞ্চম দিন মনোজ তিওয়ারি, অনুষ্টুপ মজুমদাররা সরাসরি জয় পাবেন কি না সেটা দেখার অপেক্ষা ছিল। দেখা গেল, গতবারের চ্যাম্পিয়ন মধ্যপ্রদেশের প্রতিরোধ বেশিক্ষণ টিকল না। সহজেই ৩০৬ রানে জয় পেয়ে ফাইনালে পৌঁছে গেল বাংলা। ৫৪৮ রানের টার্গেট তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসে ২৪১ রানেই অলআউট হয়ে গেল মধ্যপ্রদেশ। বাংলার হয়ে দ্বিতীয় ইনিংসে ৫১ রান দিয়ে ৫ উইকেট নিলেন প্রদীপ্ত প্রামাণিক। ৩৫ রান দিয়ে ২ উইকেট নেন মুকেশ কুমার। ১৮ রান দিয়ে ১ উইকেট নেন আকাশ দীপ। ৭৭ রান দিয়ে ১ উইকেট নেন শাহবাজ আহমেদ। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন আকাশ দীপ। তবে ম্যাচের সেরার পুরস্কার পাওয়ার সবচেয়ে বড় দাবিদার ছিলেন অনুষ্টুপ মজুমদার। প্রথম ইনিংসে ১২০ রানের অনবদ্য ইনিংস খেলার পর দ্বিতীয় ইনিংসে ৮০ রান করেন এই মিডল অর্ডার ব্যাটার। কিন্তু কোনও এক অজ্ঞাত কারণে তাঁকে ম্যাচের সেরা নির্বাচিত করা হল না। তবে যিনিই ম্যাচের সেরা নির্বাচিত হন, দিনের শেষে জয় পেল বাংলা দল। এটাই বঙ্গ ক্রিকেটের সবচেয়ে বড় প্রাপ্তি। 

রবিবার রঞ্জি ট্রফিতে পঞ্চম সর্বাধিক রানে জয় পেল বাংলা দল। ১৯৫৩-৫৪ মরসুমে কটকে ওড়িশাকে ৫৪০ রানে হারিয়ে দিয়েছিল বাংলা। এটাই এখনও পর্যন্ত রঞ্জি ট্রফিতে বাংলার সবচেয়ে বড় ব্যবধানে জয়। ১৯৫৮-৫৯ মরসুমে কলকাতায় ওড়িশাকে ৩৫৫ রানে হারায় বাংলা। ১৯৮৬-৮৭ মরসুমে কলকাতায় ত্রিপুরাকে ৩৫১ রানে হারায় বাংলা। ১৯৯৩-৯৪ মরসুমে কলকাতায় ৩৪৮ রানে অসমের বিরুদ্ধে জয় পায় বাংলা। এবার মধ্যপ্রদেশের বিরুদ্ধে ৩০৬ রানে জয় পেল বাংলা। ওড়িশা বা ত্রিপুরা অপেক্ষাকৃত দুর্বল দল হলেও, রঞ্জি ট্রফিতে মধ্যপ্রদেশ বেশ শক্তিশালী দল। সেই দলের বিরুদ্ধে এত বড় ব্যবধানে জয় যথেষ্ট কৃতিত্বের।

এবারের রঞ্জি ট্রফিতে বাংলার ক্রিকেটাররা অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন। এবার ফাইনালেও এই পারফরম্যান্স অব্যাহত থাকলে চ্যাম্পিয়ন হতেই পারে বাংলা। এখনও পর্যন্ত ২ বার রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে বাংলা। শেষ জয় ১৯৮৯-৯০ মরসুমে। শেষবার ২০১৯-২০ মরসুমে ফাইনালে উঠেও সৌরাষ্ট্রর কাছে হেরে রানার্স হয় বাংলা। এবার সেই সৌরাষ্ট্রর বিরুদ্ধেই ফাইনাল খেলবেন সুদীপ কুমার ঘরামি, ঈশান পোড়েলরা। গতবার ফাইনালে হারের বদলা নেওয়াই বাংলার লক্ষ্য।

আরও পড়ুন-

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে বড় জয় ভারতের, ম্যাচের সেরা রবীন্দ্র জাদেজা

সুস্থ উঠছেন ঋষভ পন্থ, সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ ক্রিকেটপ্রেমীদের

আম্পায়ারের অনুমতি না নিয়ে আঙুলে ক্রিম লাগিয়ে জরিমানার মুখে রবীন্দ্র জাদেজা

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: দল থেকে বাদ হর্ষিত রানা? দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ
India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?