Ind vs Aus Live Score Updates: টেস্টে ৪৫০ উইকেট অশ্বিনের, ৮ ব্যাটারকে হারিয়ে চাপে অস্ট্রেলিয়া

Published : Feb 09, 2023, 02:06 PM ISTUpdated : Feb 09, 2023, 02:33 PM IST
R Ashwin

সংক্ষিপ্ত

প্রত্যাশামতোই নাগপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন ভারতের স্পিনাররা। উইকেট পেয়েছেন দুই পেসার মহম্মদ সিরাজ ও মহম্মদ সামিও।

টেস্টে ৪৫০ উইকেটের মাইলস্টোন পেরিয়ে গেলেন ভারতের অভিজ্ঞ অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। নাগপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচের প্রথম দিন দ্বিতীয় সেশনে অ্যালেক্স কেরিকে আউট করে ৮৯ ম্যাচে ৪৫০ উইকেট পূর্ণ করেন অশ্বিন। রিভার্স স্যুইপ করতে গিয়ে বোল্ড হয়ে যান কেরি। তিনি করেন ৩৬ রান। কেরিকে আউট করার পর অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সকেও আউট করেন অশ্বিন। ৬ রান করে স্লিপে বিরাট কোহলির হাতে ক্যাচ দিয়ে ফিরে যান কামিন্স। এরপর প্রথম টেস্ট ম্যাচ খেলতে নামা টড মারফিকে (০) এলবিডব্লুি করে দেন রবীন্দ্র জাদেজা। ১৭৩ রানে ৮ উইকেট হারিয়ে প্রবল চাপে অস্ট্রেলিয়া। দিনের দ্বিতীয় সেশনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৮ উইকেটে ১৭৪। এখনও পর্যন্ত ৬০ ওভার খেলা হয়েছে। ফলে এদিন এখনও ৩০ ওভার খেলা বাকি। অশ্বিন-জাদেজারা যেরকম পারফরম্যান্স দেখাচ্ছেন, তাতে অস্ট্রেলিয়াকে অলআউট করতে খুব বেশি সময় লাগবে বলে মনে হচ্ছে না। এখন ক্রিজে পিটার হ্যান্ডসকম্ব ও নাথান লিয়ন। হ্যান্ডসকম্ব ২৯ রানে ব্যাটিং করছেন। লিয়ন এখনও রান করতে পারেননি।

এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। তাঁর আশা ছিল, পাটা উইকেটে বড় স্কোর করতে পারবে দল। কিন্তু ২ রানের মধ্যে ২ উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে চাপে ফেলে দেন মহম্মদ সিরাজ ও মহম্মদ সামি। ১ রান করে আউট হয়ে যান অস্ট্রেলিয়ার দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও উসমান খাজা। এরপর অবশ্য লড়াই করেন স্টিভ স্মিথ ও মার্নাস লাবুশেন। তবে দিনের দ্বিতীয় সেশনে পরপর ২ বলে লাবুশেন ও ম্যাট রেনশকে ফিরিয়ে দিয়ে অস্ট্রেলিয়াকে বড় ধাক্কা দেন জাদেজা। ৪৯ রান করে স্টাম্প আউট হয়ে যান লাবুশেন। রান করতে পারেননি রেনশ। এরপর স্মিথকে বোল্ড করে দেন জাদেজা। ৩৭ রান করেন স্মিথ। এরপর জোড়া উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে কোণঠাসা করে দেন অশ্বিন। ৮০ ম্যাচে ৪৫০ উইকেট নিয়েছিলেন শ্রীলঙ্কার কিংবদন্তি অফস্পিনার মুথাইয়া মুরলীধরন। দ্বিতীয় দ্রুততম ৪৫০ উইকেটের নজির গড়লেন অশ্বিন।

এই ম্যাচে এখনও পর্যন্ত ৪৫ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন জাদেজা। ৪১ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন অশ্বিন। ১ উইকেট করে নিয়েছেন সামি ও সিরাজ। বোলাররা ভালো পারফরম্যান্স দেখিয়েছেন। এবার ভারতের ব্যাটারদেরও ভালো পারফরম্যান্স দেখাতে হবে।

আরও পড়ুন-

শুক্রবার শুরু মহিলাদের টি-২০ বিশ্বকাপ, নজর কেড়ে নিতে পারেন এই ক্রিকেটাররা

টি-২০ র‍্যাঙ্কিংয়ে অলরাউন্ডারদের তালিকায় দ্বিতীয় স্থানে হার্দিক পান্ডিয়া

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দিন ঘোষণা, অস্ট্রেলিয়াকে হারালেই নিশ্চিত ভারত

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?
IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর সাময়িক বিরতি রোহিত-কোহলির, এবার নজর ঘরোয়া ক্রিকেটে