Ind vs Aus Live Score Updates: টেস্টে ৪৫০ উইকেট অশ্বিনের, ৮ ব্যাটারকে হারিয়ে চাপে অস্ট্রেলিয়া

প্রত্যাশামতোই নাগপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন ভারতের স্পিনাররা। উইকেট পেয়েছেন দুই পেসার মহম্মদ সিরাজ ও মহম্মদ সামিও।

টেস্টে ৪৫০ উইকেটের মাইলস্টোন পেরিয়ে গেলেন ভারতের অভিজ্ঞ অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। নাগপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচের প্রথম দিন দ্বিতীয় সেশনে অ্যালেক্স কেরিকে আউট করে ৮৯ ম্যাচে ৪৫০ উইকেট পূর্ণ করেন অশ্বিন। রিভার্স স্যুইপ করতে গিয়ে বোল্ড হয়ে যান কেরি। তিনি করেন ৩৬ রান। কেরিকে আউট করার পর অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সকেও আউট করেন অশ্বিন। ৬ রান করে স্লিপে বিরাট কোহলির হাতে ক্যাচ দিয়ে ফিরে যান কামিন্স। এরপর প্রথম টেস্ট ম্যাচ খেলতে নামা টড মারফিকে (০) এলবিডব্লুি করে দেন রবীন্দ্র জাদেজা। ১৭৩ রানে ৮ উইকেট হারিয়ে প্রবল চাপে অস্ট্রেলিয়া। দিনের দ্বিতীয় সেশনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৮ উইকেটে ১৭৪। এখনও পর্যন্ত ৬০ ওভার খেলা হয়েছে। ফলে এদিন এখনও ৩০ ওভার খেলা বাকি। অশ্বিন-জাদেজারা যেরকম পারফরম্যান্স দেখাচ্ছেন, তাতে অস্ট্রেলিয়াকে অলআউট করতে খুব বেশি সময় লাগবে বলে মনে হচ্ছে না। এখন ক্রিজে পিটার হ্যান্ডসকম্ব ও নাথান লিয়ন। হ্যান্ডসকম্ব ২৯ রানে ব্যাটিং করছেন। লিয়ন এখনও রান করতে পারেননি।

এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। তাঁর আশা ছিল, পাটা উইকেটে বড় স্কোর করতে পারবে দল। কিন্তু ২ রানের মধ্যে ২ উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে চাপে ফেলে দেন মহম্মদ সিরাজ ও মহম্মদ সামি। ১ রান করে আউট হয়ে যান অস্ট্রেলিয়ার দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও উসমান খাজা। এরপর অবশ্য লড়াই করেন স্টিভ স্মিথ ও মার্নাস লাবুশেন। তবে দিনের দ্বিতীয় সেশনে পরপর ২ বলে লাবুশেন ও ম্যাট রেনশকে ফিরিয়ে দিয়ে অস্ট্রেলিয়াকে বড় ধাক্কা দেন জাদেজা। ৪৯ রান করে স্টাম্প আউট হয়ে যান লাবুশেন। রান করতে পারেননি রেনশ। এরপর স্মিথকে বোল্ড করে দেন জাদেজা। ৩৭ রান করেন স্মিথ। এরপর জোড়া উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে কোণঠাসা করে দেন অশ্বিন। ৮০ ম্যাচে ৪৫০ উইকেট নিয়েছিলেন শ্রীলঙ্কার কিংবদন্তি অফস্পিনার মুথাইয়া মুরলীধরন। দ্বিতীয় দ্রুততম ৪৫০ উইকেটের নজির গড়লেন অশ্বিন।

Latest Videos

এই ম্যাচে এখনও পর্যন্ত ৪৫ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন জাদেজা। ৪১ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন অশ্বিন। ১ উইকেট করে নিয়েছেন সামি ও সিরাজ। বোলাররা ভালো পারফরম্যান্স দেখিয়েছেন। এবার ভারতের ব্যাটারদেরও ভালো পারফরম্যান্স দেখাতে হবে।

আরও পড়ুন-

শুক্রবার শুরু মহিলাদের টি-২০ বিশ্বকাপ, নজর কেড়ে নিতে পারেন এই ক্রিকেটাররা

টি-২০ র‍্যাঙ্কিংয়ে অলরাউন্ডারদের তালিকায় দ্বিতীয় স্থানে হার্দিক পান্ডিয়া

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দিন ঘোষণা, অস্ট্রেলিয়াকে হারালেই নিশ্চিত ভারত

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
প্রেমের আড়ালে লক্ষাধিক টাকা লুঠ! প্রতারণার নেপথ্যে চাঞ্চল্যকর কাহিনি | South 24 Parganas News Today
ফিরহাদকে কড়া ডোজ দিলেন শুভেন্দু | Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari #shortsfeed
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today