Shubman Gill: টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) ভারতীয় দলে সুযোগ না পেয়ে রঞ্জি ট্রফিতে (Ranji Trophy 2025-26) খেলছেন শুবমান গিল। তবে দীর্ঘদিন পর রঞ্জি ট্রফিতে খেলতে নেমে ভালো পারফরম্যান্স দেখাতে পারলেন না এই তারকা ব্যাটার।
KNOW
Ranji Trophy 2025-26: দীর্ঘদিন পর রঞ্জি ট্রফির ম্যাচ খেলতে নেমে হতাশাজনক পারফরম্যান্স দেখালেন শুবমান গিল (Shubman Gill)। বৃহস্পতিবার রাজকোটের (Rajkot) নিরঞ্জন শাহ স্টেডিয়াম গ্রাউন্ড সি-তে (Niranjan Shah Stadium Ground C) পাঞ্জাবের (Punjab) হয়ে সৌরাষ্ট্রের (Saurashtra) বিরুদ্ধে ম্যাচে পাঁচ নম্বরে ব্যাটিং করতে নেমে দুই বল খেলে রান করার আগেই আউট হয়ে গেলেন শুবমান। তিনি সৌরাষ্ট্রের বাঁ হাতি স্পিনার পার্থ ভূতের (Parth Bhut) বলে এলবিডব্লু হয়ে যান পাঞ্জাবের অধিনায়ক। তিনি টেস্ট, ওডিআই ফর্ম্যাটে ভারতীয় দলেরও অধিনায়ক। কিন্তু সম্প্রতি তাঁর সময় ভালো যাচ্ছে না। দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে (India vs New Zealand) ওডিআই সিরিজে হেরে গিয়েছে ভারতীয় দল। টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) ভারতীয় দলে সুযোগ পাননি শুবমান। তিনি টি-২০ ফর্ম্যাটে দীর্ঘদিন ধরে ভালো পারফরম্যান্স দেখাতে পারছিলেন না। এবার ঘরোয়া ক্রিকেটেও রান পেলেন না।
হতাশ করলেন শুবমান
বৃহস্পতিবার এক বছর পর রঞ্জি ট্রফির ম্যাচ খেলতে নামেন শুবমান। ২০২৫ সালের জানুয়ারিতে শেষবার পাঞ্জাবের হয়ে কর্ণাটকের (Karnataka) বিরুদ্ধে শতরান করেছিলেন এই তারকা ব্যাটার। পাঞ্জাব শিবিরের আশা ছিল, এবার রঞ্জি ট্রফিতে খেলতে নেমে বড় স্কোর করবেন অধিনায়ক। কিন্তু তিনি হতাশ করলেন। সৌরাষ্ট্রের অখ্যাত বোলারের কাছে হার মানতে হল শুবমানকে।
ভালো জায়গায় পাঞ্জাব
সৌরাষ্ট্রের বিরুদ্ধে এই ম্যাচে শুবমান রান না পেলেও, তাঁর দল ভালো জায়গায়। টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে প্রথম ইনিংসে ১৭২ রানে অলআউট হয়ে যায় সৌরাষ্ট্র। জয় গোহিল (Jay Gohil) সর্বাধিক ৮২ রান করেন। এরপর ব্যাটিং করতে নেমে প্রথম ইনিংসে ১৩৯ রানে অলআউট হয়ে যায় পাঞ্জাব। প্রভসিমরণ সিং (Prabhsimran Singh) ৪৪ এবং আনমোলপ্রীত সিং (Anmolpreet Singh) ৩৫ রান করেন। দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ২৪ রানের মধ্যে তিন উইকেট খুইয়ে বসেছে সৌরাষ্ট্র। তারা ৫৭ রানে এগিয়ে। শুক্রবার সৌরাষ্ট্রকে দ্রুত অলআউট করে দিতে পারলে এই ম্যাচে জয়ের সম্ভাবনা তৈরি করবে পাঞ্জাব।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


