অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ২ ম্যাচ জিতে শুরুটা দারুণভাবে করলেও, তৃতীয় ম্যাচে হেরে গিয়ে ধাক্কা খেয়েছে ভারতীয় দল। রায়পুরে চতুর্থ ম্যাচ জিতলেই অবশ্য সিরিজ দখল করে ভারত।
রায়পুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজের চতুর্থ ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাটিং করছে ভারতীয় দল। এই ম্যাচে ২ দলেই একাধিক বদল হয়েছে। অস্ট্রেলিয়ার কয়েকজন ক্রিকেটার দেশে ফিরে গিয়েছেন। দক্ষিণ আফ্রিকা সফরের আগে ভারতের টিম ম্যানেজমেন্টও কয়েকজন ক্রিকেটারকে দেখে নিতে চাইছে। সিরিজে ২-১ এগিয়ে ভারত। ফলে রায়পুরে এই ম্যাচ জিতলেই সিরিজ জয় নিশ্চিত করে নেবে ভারত। সেটাই সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ারদের প্রাথমিক লক্ষ্য। অস্ট্রেলিয়া দলে একাধিক বদলের সুযোগ নিতে চাইছে ভারতীয় শিবির। তবে অস্ট্রেলিয়াকে হাল্কাভাবে নিচ্ছে না ভারতীয় দল। এই ম্যাচকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে।
ভারতীয় দলে ফিরলেন শ্রেয়াস
রায়পুরে ভারতের হয়ে খেলছেন- যশস্বী জয়সোয়াল, রুতুরাজ গায়কোয়াড়, শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব (অধিনায়ক), জিতেশ শর্মা (উইকেটকিপার), রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, দীপক চাহার, আবেশ খান ও মুকেশ কুমার। অস্ট্রেলিয়ার হয়ে খেলছেন- জশ ফিলিপে, ট্রেভিস হেড, বেন ম্যাকডারমট, অ্যারন হার্ডি, টিম ডেভিড, ম্যাথু শর্ট, ম্যাথু ওয়েড (অধিনায়ক ও উইকেটকিপার), বেন ডোয়ারশাইস, ক্রিস গ্রিন, জেসন বেহরেনডর্ফ ও তনবীর সাংঘা।
ভারতীয় দলে ৪ বদল
টসে হেরে ভারতের অধিনায়ক সূর্যকুমার বলেন, ‘আমরাও টসে জিতলে প্রথমে ফিল্ডিং করতাম। তবে আমাদের ব্যাটিং বিভাগ অসাধারণ ফর্মে। আমি রায়পুরে প্রথম কোনও আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলতে নামছি। আমি এই ম্যাচ নিয়ে উত্তেজিত। ম্যাচ কেমন হয় দেখি। আমাদের দলে ৪টি বদল হয়েছে। প্রসিদ্ধ কৃষ্ণর পরিবর্তে খেলছে মুকেশ কুমার, আর্শদীপ সিংয়ের পরিবর্তে খেলছে দীপক চাহার, তিলক ভার্মার পরিবর্তে খেলছে শ্রেয়াস আইয়ার এবং ঈশান কিষানের পরিবর্তে খেলছে জিতেশ শর্মা।’
অস্ট্রেলিয়া দলে ৫ বদল
টসে জিতে অস্ট্রেলিয়ার অধিনায়ক ওয়েড বলেছেন, ‘আমরা ফের প্রথমে বোলিং করব। আমাদের দলে ৫টি বদল হয়েছে। মার্কাস স্টোইনিস, গ্লেন ম্যাক্সওয়েল, জশ ইনগ্লিস, কেন রিচার্ডসন ও নাথান এলিস দলে নেই। বিশ্বকাপে যাঁরা খেলেছেন, তাঁদের দেশে ফেরত পাঠিয়ে দেওয়ার জন্য নির্বাচক ও কোচিং স্টাফদের কৃতিত্ব দিতেই হবে। যারা এই ম্যাচে দলে আছে, তাদের কাছে বড় সুযোগ।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Virat Kohli: ২০৩১ সালের ওডিআই বিশ্বকাপেও খেলতে পারেন বিরাট, মত ওয়ার্নারের