Bangladesh Vs New Zealand: আত্মতুষ্টির খেসারত? সিলেটে বাংলাদেশের বিরুদ্ধে হারের মুখে নিউজিল্যান্ড

ওডিআই বিশ্বকাপে বাংলাদেশের ব্যর্থতার পর কি নাজমুল হোসেন শান্তর দলকে হাল্কাভাবে নিয়েছিল নিউজিল্যান্ড? সিলেটে প্রথম টেস্ট ম্যাচের পারফরম্যান্স তেমনই ইঙ্গিত দিচ্ছে।

Soumya Gangully | Published : Dec 1, 2023 10:35 AM IST / Updated: Dec 01 2023, 06:10 PM IST

সিলেট টেস্ট ম্যাচে কি বাংলাদেশের কাছে হেরে যাবে নিউজিল্যান্ড? চতুর্থ দিনের খেলার শেষে সেই সম্ভাবনাই বেশি। জয়ের জন্য এখনও ২১৯ রান দরকার কিউয়িদের। দিনের শেষে দ্বিতীয় ইনিংসে স্কোর ৭ উইকেটে ১১৩। ক্রিজে ড্যারিল মিচেল (৪৪) ও ইশ সোধি (৭)। মিচেলের উপরেই এখন ম্যাচের ভাগ্য নির্ভর করছে। এই তারকা ব্যাটার পঞ্চম দিনেও ভালো পারফরম্যান্স দেখাতে পারলে নিউজিল্যান্ডের জয়ের আশা থাকবে। অধিনায়ক টিম সাউদি এখনও ব্যাটিং করতে নামেননি। তাঁর উপরেও ম্যাচের ফল অনেকটা নির্ভর করছে। তবে চতুর্থ দিনের শেষে ম্যাচ জয়ের ক্ষেত্রে অনেকটা এগিয়ে বাংলাদেশ।

দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের ব্যাটিং বিপর্যয়

সিলেট টেস্ট ম্যাচ জয়ের জন্য নিউজিল্যান্ডের দরকার ৩৩২ রান। যে কোনও দলের বিরুদ্ধেই টেস্ট ম্যাচের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে ৩০০-র বেশি রান করা কঠিন। ওপেনারদের ভালো পারফরম্যান্স জরুরি। কিন্তু প্রথম ওভারেই ওপেনার টম ল্যাথামের (০) উইকেট হারায় কিউয়িরা। অপর ওপেনার ডেভন কনওয়ে করেন ২২ রান। প্রথম ইনিংসে শতরান করলেও, দ্বিতীয় ইনিংসে ১১ রান করেই আউট হয়ে যান কেন উইলিয়ামসন। ২ রান করেই আউট হয়ে যান হেনরি নিকোলস। ৩০ রানে ৩ উইকেট খুইয়ে বসে কিউয়িরা। এরপর ৪৬ রানে চতুর্থ উইকেটের পতন হয়। টম ব্লান্ডেল করেন ৬ রান। ফলে দলের ৬০ রানের মাথায় পঞ্চম উইকেটের পতন হয়। গ্লেন ফিলিপস করেন ১২ রান। ৯ রান করেন কাইল জেমিয়েসন। বাংলাদেশের হয়ে ৪০ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম। ১ উইকেট করে নিয়েছেন শরিফুল ইসলাম, মেহিদি হাসান মিরাজ ও নইম হাসান।

টেস্টে ১৯-তম জয় পাবে বাংলাদেশ?

গত ২৩ বছরে ১৩৮টি টেস্ট ম্যাচ খেলে মাত্র ১৮টি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলগুলির বিরুদ্ধে জয়ের সংখ্যা খুবই কম। তবে এবার দেশের মাটিতে নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে জয়ের সম্ভাবনা তৈরি হয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Pakistan Cricket: পাকিস্তানের জাতীয় নির্বাচক গড়াপেটায় সাজাপ্রাপ্ত সলমন বাট

Mitchell Marsh: 'বিশ্বকাপ ট্রফির প্রতি অশ্রদ্ধা প্রকাশ করিনি,' দাবি মিচেল মার্শের

Share this article
click me!