ভারত-অস্ট্রেলিয়া ওডিআই সিরিজ: প্রথম ম্যাচে নেই ২ গুরুত্বপূর্ণ ক্রিকেটার, ধাক্কা খেল অসিরা

Published : Oct 14, 2025, 09:46 AM ISTUpdated : Oct 14, 2025, 09:56 AM IST
josh inglis

সংক্ষিপ্ত

India vs Australia: রবিবার শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া ওডিআই সিরিজ। তার আগেই দলের দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটারের চোটের কারণে সমস্যায় পড়ে গেল অস্ট্রেলিয়া দল।

DID YOU KNOW ?
বিরাট-রোহিতের ফেরা
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির পর রবিবার প্রথমবার ভারতীয় দলের হয়ে খেলতে নামছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা।

India tour of Australia, 2025: রবিবার ভারত-অস্ট্রেলিয়ার (India vs Australia) ওডিআই সিরিজের প্রথম ম্যাচে খেলতে পারছেন না উইকেটকিপার-ব্যাটার জশ ইনগ্লিস (Josh Inglis) ও স্পিনার অ্যাডাম জাম্পা (Adam Zampa)। কাফ মাসলে চোটের জন্য নিউজিল্যান্ডের (New Zealand) টি-২০ সিরিজের দল থেকেও ছিটকে যান ইনগ্লিস। তাঁর সেই চোট এখনও সারেনি। এই কারণেই ভারতের বিরুদ্ধে ওডিআই সিরিজের প্রথম ম্যাচে খেলতে পারছেন না তিনি। ফিট হলে তবেই দলে ফিরতে পারেন। শুধু প্রথম ম্যাচেই, ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচেও খেলতে পারবেন না ইনগ্লিস। জাম্পার অবশ্য চোট নেই। তিনি পারিবারিক কারণে ভারতের বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচে খেলতে পারবেন না। এই দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটার না থাকায় সমস্যায় পড়ে গেল অস্ট্রেলিয়া।

চোট নিয়ে জেরবার অস্ট্রেলিয়া

ভারতের বিরুদ্ধে ওডিআই সিরিজ শুরু হওয়ার আগে বেশ কয়েকজন ক্রিকেটারের চোট নিয়ে সমস্যায় অস্ট্রেলিয়া। এই সিরিজে খেলতে পারছেন না প্যাট কামিন্স (Pat Cummins), গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell) ও ক্যামেরন গ্রিন (Cameron Green)। এরপর ইনগ্লিসও চোট পাওয়ায় রবিবার উইকেটকিপার নিয়ে সমস্যায় অস্ট্রেলিয়া। কারণ, দলের প্রথম পছন্দের উইকেটকিপার অ্যালেক্স কেরি (Alex Carey) এখন অ্যাশেজ সিরিজের (Ashes series) প্রস্তুতির জন্য শেফিল্ড শিল্ডের (Sheffield Shield) ম্যাচ খেলছেন। ফলে রবিবার উইকেটকিপার হিসেবে খেলবেন জশ ফিলিপে (Josh Philippe)।

৪ বছর পর ওডিআই খেলবেন ফিলিপে

সম্প্রতি ম্যাক্সওয়েলের পরিবর্তে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে অস্ট্রেলিয়া দলে সুযোগ পান ফিলিপে। তবে এই সিরিজের কোনও ম্যাচেই তাঁকে খেলার সুযোগ দেওয়া হয়নি। তবে রবিবার কেরি ও ইনগ্লিস দলে না থাকায় ফিলিপেকে খেলাতে বাধ্য হবে অস্ট্রেলিয়া। এই উইকেটকিপার ব্যাটার শেষবার ওডিআই ম্যাচ খেলেছিলেন ২০২১ সালে। চার বছর পর তিনি ওডিআই ম্যাচে খেলার সুযোগ পাচ্ছেন। এখনও পর্যন্ত তিনটি ওডিআই ম্যাচ খেলে ৬৫ রান করেছেন ফিলিপে। তাঁর পারফরম্যান্স উল্লেখযোগ্য না হলেও এখন খেলার সুযোগ দিতে বাধ্য হচ্ছে অস্ট্রেলিয়া।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১৯
১৯ অক্টোবর শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া ওডিআই সিরিজ।
রবিবার ভারত-অস্ট্রেলিয়ার ওডিআই সিরিজের প্রথম ম্যাচ। বুধবার পারথের উড়ান ধরবেন ভারতীয় ক্রিকেটাররা।
Read more Articles on
click me!

Recommended Stories

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: তৃতীয় টি-২০ ম্যাচে সহজ জয়, সিরিজে এগিয়ে গেল ভারতীয় দল
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা তৃতীয় টি-২০: আর্শদীপদের নিয়ন্ত্রিত বোলিং, ১১৭ রানে শেষ প্রোটিয়ারা