
দিল্লি টেস্ট ম্যাচের তৃতীয় দিন সকালেই জোড়া উইকেট রবিচন্দ্রন অশ্বিনের। দিনের প্রথম ওভারেই ট্রেভিস হেডকে আউট করার পর সপ্তম ওভারে স্টিভ স্মিথকেও ফিরিয়ে দিলেন অশ্বিন। দ্বিতীয় ইনিংসে ৮৫ রানে ৩ উইকেট হারাল অস্ট্রেলিয়া। হেড করেন ৪৩ রান। তৎপরতার সঙ্গে ক্যাচ নেন উইকেটকিপার কে এস ভরত। ৯ রান করে এলবিডব্লু হয়ে যান স্মিথ। তিনি রিভিউ নিয়ে টিকে থাকার চেষ্টা করেছিলেন। কিন্তু সেই চেষ্টা সফল হয়নি। এরপর ফরোয়ার্ড শর্ট লেগে মার্নাস লাবুশেনের ক্যাচ নিতে ব্যর্থ হন শ্রেয়াস আইয়ার। না হলে আরও একটি উইকেট পেয়ে যেতেন অশ্বিন। শনিবার অস্ট্রেলিয়ার ইনিংসের প্রথম উইকেট নেন রবীন্দ্র জাদেজা। এরপর রবিবার তিনি ফেরালেন লাবুশেনকে (৩৫)। বোল্ড হয়ে যান লাবুশেন। তাঁর ক্যাচ ফস্কানোর জন্য বিশেষ আফশোস করতে হল না শ্রেয়াসকে। ৯৫ রানে ৪ উইকেট হারায় অস্ট্রেলিয়া। এরপর ম্যাট রেনশকেও এলবিডব্লু করে দিলেন অশ্বিন। ২ রান করে আউট হয়ে গেলেন রেনশ। ৯৫ রানে ৫ উইকেট হারায় অস্ট্রেলিয়া। এরপরেই জাদেজার বলে বিরাট কোহলির হাতে ক্য়াচ দিয়ে ফিরে গেলেন পিটার হ্যান্ডসকম্ব। ৯৫ রানে ৬ উইকেট হারায় অস্ট্রেলিয়া।
তৃতীয় দিন সকাল থেকেই বল ঘুরছে, নিচুও হচ্ছে। অশ্বিন ও জাদেজা এই উইকেটে ভয়ঙ্কর হয়ে উঠেছেন। ফলে অস্ট্রেলিয়ার ব্যাটারদের পক্ষে বেশিক্ষণ প্রতিরোধ গড়া সম্ভব হবে বলে মনে হচ্ছে না। জাদেজার চতুর্থ শিকার হলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। প্রথম বলেই কোনও রান না করে বোল্ড হয়ে গেলেন কামিন্স। তিনি স্যুইপ করার চেষ্টা করেন। কিন্তু বলটি নিচু হয়ে স্টাম্প উড়িয়ে দেয়। ৯৫ রানে ৭ উইকেট হারাল অস্ট্রেলিয়া।
শনিবার দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার পর অক্ষর প্যাটেল বলেছিলেন, অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ইনিংসে ২২০ থেকে ২৫০ রানের মধ্যে অলআউট করে দেওয়াই তাঁদের লক্ষ্য। কিন্তু অস্ট্রেলিয়ার পক্ষে অত রান করা সম্ভব হবে বলে মনে হচ্ছে না। তার অনেক আগেই অলআউট হয়ে যেতে পারে অস্ট্রেলিয়া। ফলে নাগপুরের মতোই দিল্লি টেস্ট ম্যাচও তৃতীয় দিনেই শেষ হয়ে যেতে পারে।
তিনজন স্পিনারকে খেলিয়েও এই ম্যাচে বিশেষ সুবিধা করতে পারল না অস্ট্রেলিয়া। অশ্বিন ও অক্ষর অসাধারণ ব্যাটিং করে ভারতীয় দলকে লড়াইয়ে রাখেন। এরপর বল হাতে কামাল করলেন অশ্বিন। তার ফলেই জয়ের স্বপ্ন দেখছে ভারত।
আরও পড়ুন-
দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়াকে ২৫০ রানের মধ্যে আটকে রাখতে হবে, বললেন অক্ষর
বিফলে রিচা ঘোষের অনবদ্য লড়াই, ইংল্যান্ডের কাছে ১১ রানে হার ভারতের
পঞ্চম ভারতীয় হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ৭০০ উইকেট, ৫০০০ রান অশ্বিনের