উইমেনস প্রিমিয়ার লিগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক স্মৃতি, একনজরে সেরা ১০

উইমেনস প্রিমিয়ার লিগের প্রথম মরসুমের প্রস্তুতি চলছে জোরকদমে। সূচি ঘোষণার পর থেকেই সব দল চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত। অন্য দলগুলির মতো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরও প্রস্তুতি নিচ্ছে।

আরসিবি অধিনায়ক স্মৃতি মন্ধানা

প্রত্যাশামতোই উইমেনস প্রিমিয়ার লিগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক নির্বাচিত হলেন স্মৃতি মন্ধানা। নিলামে তাঁকে ৩.৪০ কোটি টাকা দিয়ে দলে নিয়েছে আরসিবি। স্মৃতিই মহিলাদের এই টি-২০ লিগের সবচেয়ে দামী ক্রিকেটার। অধিনায়ক হিসেবে তাঁর নাম ঘোষণা করেছেন আরসিবি চেয়ারম্যান প্রথমেশ মিশ্র। তিনি আশা প্রকাশ করেছেন, আরসিবি-র মহিলা দলকে সাফল্য এনে দেবেন স্মৃতি। এরপর ভিডিও বার্তায় স্মৃতিকে শুভেচ্ছা জানিয়েছেন, বিরাট কোহলি ও আইপিএল-এ আরসিবি-র অধিনায়ক ফাফ ডু প্লেসি। এই দায়িত্ব পেয়ে স্মৃতি বলেছেন, ‘বিরাট ও ফাফ আরসিবি-কে নেতৃত্ব দেওয়া নিয়ে এত কিছু বলছে দেখে খুব ভালো লাগছে। আমাকে এই সুযোগ দেওয়ার জন্য আরসিবি ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাই। আশা করি সমর্থকদের কাছ থেকে ভালোবাসা ও সমর্থন পাব। আমি জানি আরসিবি সমর্থকরা বিশ্বের সেরা। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, উইমেনস প্রিমিয়ার লিগে আরসিবি-কে সাফল্য এনে দেওয়ার জন্য ১০০ শতাংশ দেব।’

Latest Videos

ইংল্যান্ডের কাছে হার ভারতের

মহিলাদের টি-২০ বিশ্বকাপের তৃতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে ১১ রানে হেরে গেল ভারতীয় দল। শনিবার এই ম্যাচে ভারতের হয়ে অসাধারণ পারফরম্যান্স দেখান রেণুকা ঠাকুর সিং ও রিচা ঘোষ। স্মৃতি মন্ধানাও ভালো ব্যাটিং করেন। তারপরেও হেরে গেল ভারত।

বিস্তারিত দেখুন-

দিল্লি টেস্ট ম্যাচে জমজমাট লড়াই

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ২৬৩ রানের জবাবে ২৬২ রানে অলআউট হয়ে গিয়েছে ভারতীয় দল। দ্বিতীয় দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১ উইকেটে ৬১। 

বিস্তারিত দেখুন-

রবিচন্দ্রন অশ্বিনের ডাবল

প্রথম শ্রেণির ক্রিকেটে ৭০০ উইকেট এবং ৫,০০০ রানের মালিক হয়ে গেলেন ভারতের সিনিয়র অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। শনিবার ভারত-অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্ট ম্যাচের দ্বিতীয় দিন এই নজির গড়েন অশ্বিন। তাঁর আগে আরও চারজন ভারতীয় এই নজির গড়েন।

বিস্তারিত দেখুন-

রঞ্জি ট্রফি ফাইনাল

ঘরের মাঠে রঞ্জি ট্রফি ফাইনালে সৌরাষ্ট্রর বিরুদ্ধে কোণঠাসা হয়ে পড়লেও লড়াই চালিয়ে যাচ্ছে বাংলা। দ্বিতীয় ইনিংসে লড়াকু ইনিংস খেলেন অনুষ্টুপ মজুমদার ও মনোজ তিওয়ারি। তৃতীয় দিনের শেষে অপরাজিত মনোজ। সৌরাষ্ট্রর চেয়ে এখনও ৬১ রানে পিছিয়ে বাংলা।

বিস্তারিত দেখুন-

আইএসএল প্লে-অফে এটিকে মোহনবাগান

ঘরের মাঠে কেরালা ব্লাস্টার্সকে ২-১ গোলে হারিয়ে আইএসএল-এর প্লে-অফের যোগ্যতা অর্জন করল এটিকে মোহনবাগান। শনিবার কেরালার বিরুদ্ধে জোড়া গোল করেন কার্ল ম্যাকহিউ। ১৯ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে সবুজ-মেরুন।

বিস্তারিত দেখুন-

চোট সারিয়ে মাঠে ফিরছেন গ্লেন ম্যাক্সওয়েল

পায়ের চোটের জন্য গত নভেম্বর থেকে মাঠের বাইরে কাটাতে হয়েছে। তবে এখন ফিট হয়ে উঠেছেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। সোমবার মার্শ শেফিল্ড শিল্ডের ম্যাচ খেলতে নামছেন তিনি। ভিক্টোরিয়ার হয়ে সাউথ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবেন ম্যাক্সওয়েল।

ভূমিকম্পে ফুটবলারের মৃত্যু

তুরস্কে ভূমিকম্পে ঘানার ফুটবলার ক্রিশ্চিয়ান আৎসুর মৃত্যু হল। তুরস্কের সুপার লিগের একটি ক্লাবের হয়ে খেলতেন এই ফুটবলার। তিনি থাকতেন ১২ তলার একটি বাসভবনে থাকতেন আৎসু। ভূমিকম্পে সেই বাসভবনটি ভেঙে পড়ে। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হয়েছে মৃতদেহ।

আম্পায়ারকে তোপ হরভজন সিংয়ের

দিল্লি টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে বিরাট কোহলির আউট নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। তৃতীয় আম্পায়ারকে তোপ দেগেছেন প্রাক্তন তারকা হরভজন সিং। তাঁর দাবি, ব্যাট ও প্যাডে একসঙ্গে বল লাগলে আউট দেওয়া যায় না। তৃতীয় আম্পায়ার ভুল সিদ্ধান্ত নিয়েছেন।

রোহিত শর্মার রেকর্ড ভাঙলেন এলিসি পেরি

টি-২০ বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়লেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার এলিসি পেরি। তিনি রোহিত শর্মার রেকর্ড ভেঙে দিলেন। টি-২০ বিশ্বকাপে ৩৯ ম্যাচ খেলেন রোহিত। শনিবার ৪০-তম ম্যাচ খেললেন এলিসি। এই ম্যাচে ৬ উইকেটে জয় পেয়েছে অস্ট্রেলিয়া।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
লজ্জা মমতার! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা!| Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari