পঞ্চম ভারতীয় হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ৭০০ উইকেট, ৫০০০ রান অশ্বিনের

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন রবিচন্দ্রন অশ্বিন। বল হাতে তিনি যেমন কামাল করছেন তেমনই ব্যাট হাতেও দলকে ভরসা দিচ্ছেন।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে এখনও পর্যন্ত ৩ উইকেট নেওয়ার পাশাপাশি ৩৭ রানও করেছেন রবিচন্দ্রন অশ্বিন। চাপের মুখে অক্ষর প্যাটেলের সঙ্গে ১৪ রানের পার্টনারশিপ গড়ে ভারতীয় দলকে লড়াই করার মতো জায়গায় নিয়ে গিয়েছেন অশ্বিন। এবার দ্বিতীয় ইনিংসেও ভালো পারফরম্যান্স দেখিয়ে দলকে এই সিরিজে ২-০ এগিয়ে দেওয়াই অশ্বিনের লক্ষ্য। তিনি শনিবার লড়াকু ইনিংসের মাধ্যমে একটি অসাধারণ ব্যক্তিগত নজিরও গড়েছেন অশ্বিন। পঞ্চম ভারতীয় ক্রিকেটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ৭০০ উইকেট পাশাপাশি ৫,০০০ রানও করে ফেলেছেন অশ্বিন। তাঁর আগে ভারতীয়দের মধ্যে এই নজির গড়েন ভিনু মাঁকড়, শ্রীনিবাস ভেঙ্কটরাঘবন, কপিল দেব ও অনিল কুম্বলে। শুক্রবারই প্রথম শ্রেণির ক্রিকেটে ৭০০ উইকেট নেওয়ার নজির গড়েন অশ্বিন। নিজের নবম ওভারে মার্নাস লাবুশেনকে আউট করে প্রথম শ্রেণির ক্রিকেটে ৭০০-তম উইকেট নেন অশ্বিন। এরপর শনিবার ৫,০০০ রান পূর্ণ করলেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বাধিক ৪,২০৪ উইকেট নেওয়ার রেকর্ড ইংল্যান্ডের উইলফ্রেড রোডসের দখলে। তিনি ৩২ বছর ধরে প্রথম শ্রেণির ক্রিকেট খেলেন। 

২০১১ সালে টেস্টে অভিষেক হয় অশ্বিনের। তামিলনাড়ুর এই অলরাউন্ডার প্রথম টেস্ট ম্যাচ খেলেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। সেই ম্যাচও হয় দিল্লিতে। এবার সেই দিল্লিতেই দুর্দান্ত নজির গড়লেন অশ্বিন। কেরিয়ারের প্রথম টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে ৮১ রান দিয়ে ৩ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৪৭ রান দিয়ে ৬ উইকেট নেন এই অফস্পিনার। সেই ম্যাচে তিনিই সেরা নির্বাচিত হন। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। ভারতীয় দলের ভরসা হয়ে উঠেছেন। এখনও দলকে টানছেন অশ্বিন। ৩৬ বছর বয়সেও উইকেট নেওয়ার জন্য যেমন তাঁর দিকেই তাকিয়ে থাকেন অধিনায়ক রোহিত শর্মা, তেমনই দল যখন বিপদে পড়ে তখন ব্যাটার অশ্বিনও নির্ভরতার প্রতীক হয়ে ওঠেন। 

Latest Videos

এখনও পর্যন্ত ৯ বার টেস্ট সিরিজের সেরা নির্বাচিত হয়েছেন অশ্বিন। এক্ষেত্রে তাঁর আগে শুধু শ্রীলঙ্কার প্রাক্তন অফস্পিনার মুথাইয়া মুরলীধরন। ১১ বার টেস্ট সিরিজের সেরা নির্বাচিত হন মুরলী। তাঁর এই নজিরও হয়তো স্পর্শ করবেন অশ্বিন।

এখন আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে বোলারদের মধ্যে দ্বিতীয় স্থানে অশ্বিন। অলরাউন্ডারদের তালিকাতেও দ্বিতীয় স্থানে অশ্বিন। ভারতীয় দলের হয়ে আরও ভালো পারফরম্যান্স দেখানোই তাঁর লক্ষ্য। 

শনিবার প্রথম ইনিংসে ১৩৯ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ভারতীয় দল। সেই পরিস্থিতিতে অশ্বিন ও অক্ষরের দুর্দান্ত পার্টনারশিপ ভারতীয় দলকে ম্যাচে ফিরিয়ে এনেছে।

আরও পড়ুন-

পড়া, বাড়ির কাজ, ছাগল চড়ানোর ফাঁকেই চলছে খেলা, রাজস্থানের কিশোরীর ব্যাটিংয়ে মুগ্ধ সচিন

চেতন শর্মার পদত্যাগ, কার্যনির্বাহী প্রধান নির্বাচক হতে পারেন শিবসুন্দর দাস

Prithvi Shaw : পৃথ্বী শ-র গাড়িতে হামলা, গ্রেফতার অভিযুক্ত, বিভিন্ন ধারায় মামলা

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Mamata Banerjee: 'মোদী কিছু দেয় নি আমি ৫০ লক্ষ বাড়ি দিয়েছি' বিতর্কিত মন্তব্য মমতার
দেরিতে আসায় অঙ্গনওয়াড়ি কর্মীকে কড়া ধমক MLA অসিত মজুমদারের, দেখুন ভিডিও
বাগদায় ফের চলল বুলডোজার! হাইকোর্টের নির্দেশে ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হল ৬টি দোকান | Bagdah News
Guyana-র সরস্বতী বিদ্যা নিকেতন স্কুলে Narendra Modi, কথা বললেন পড়ুয়াদের সঙ্গে
‘সবরমতি রিপোর্ট’ দেখলেন বিজেপির হেভিওয়েটরা! দেখুন কী বার্তা দিলেন সিনেমার ব্যপারে | Sabarmati Report