India vs Australia Series 2025: অ্যাডিলেডেও কি কোহলির জন্য পাতা হবে ফাঁদ? বিরাট বার্তা অস্ট্রেলিয়ার

Published : Oct 22, 2025, 04:58 PM IST
India vs Australia Series 2025: অ্যাডিলেডেও কি কোহলির জন্য পাতা হবে ফাঁদ? বিরাট বার্তা অস্ট্রেলিয়ার

সংক্ষিপ্ত

India vs Australia Series 2025: বিরাট কোহলির জন্যও নাকি বিশেষ পরিকল্পনা থাকছে বলে খবর। অস্ট্রেলিয়ার ব্যাটার ম্যাথু শর্ট জানিয়ে দিয়েছেন, নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ীই দ্বিতীয় একদিনের ম্যাচে মাঠে নামবেন তারা।

India vs Australia Series 2025: অ্যাডিলেডে দ্বিতীয় ম্যাচ। পার্থে প্রথম ম্যাচ হেরে বেজায় চাপে আছে ভারত (India vs Australia ODI Series)। এবার কি তাহলে অ্যাডিলেডের ২২ গজেও চাপে পড়বেন ভারতীয় ব্যাটাররা (india odi squad for australia)?

কোহলির জন্যও নাকি বিশেষ পরিকল্পনা?

এমনকি, বিরাট কোহলির জন্যও নাকি বিশেষ পরিকল্পনা থাকছে বলে খবর। অস্ট্রেলিয়ার ব্যাটার ম্যাথু শর্ট জানিয়ে দিয়েছেন, নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ীই দ্বিতীয় একদিনের ম্যাচে মাঠে নামবেন তারা। 

অস্ট্রেলিয়ান ব্যাটার শর্ট মনে করছেন, দলের দুই অভিজ্ঞ পেস বোলার জস হ্যাজ়লউড এবং মিচেল স্টার্ক সিরিজ়ের দ্বিতীয় ম্যাচেও যথেষ্ট সমস্যায় ফেলতে পারেন টিম ইন্ডিয়াকে। যদিও তাঁর দাবি, দলের বোলিং বিভাগের পরিকল্পনার কথা তিনি জানেন না। মঙ্গলবার, শর্ট সাংবাদিকদের জানান, ‘‘জোরে বোলারদের বৈঠকে আমি ছিলাম না। তবে আমার মনে হচ্ছে, কোহলিকে একইরকমভাবে আউট করার চেষ্টা চালাবে আমাদের বোলাররা। হ্যাজ়েলউড এবং স্টার্কম, দুজনেই যথেষ্ট অভিজ্ঞ বোলার। তাছাড়া বিরাট কোহলিকে ওরা প্রচুর বল করেছে। তাই ওরা ঠিক জানে যে, কী করতে হবে। পার্থে পরিস্থিতি এবং পরিকল্পনাকে সঠিকভাবে কাজে লাগিয়ে কোহলিকে আউট করে ওরা। আমার তো মনে হয়, অফ স্টাম্পের একটু বাইরে বল সুইং করানোর চেষ্টা করবে আবারও।" 

তিনি এও মনে করিয়ে দিয়েছেন, অফ স্টাম্পের বাইরের বলে বিরাটের দুর্বলতা কারও কাছেই অজানা নয়। উল্লেখ্য, গত কয়েকটা বছর ধরে, একাধিক ম্যাচে অফ স্টাম্পের বাইরের বলে আউট হয়েছেন কোহলি। 

কী বলছে অস্ট্রেলিয়া?

অস্ট্রেলিয়ান এই ক্রিকেটারের মতে, “রোহিত বা শুভমান আউট হওয়ার পর, কোহলি যখন ব্যাট করতে নামল, তখন গোটা স্টেডিয়াম চিৎকার করছিল। যে আউট হয়ে ফিরছে, তাঁর কাছে সেই মুহূর্তটা খারাপ লাগতে পারে। কিন্তু যে ব্যাট করতে নামছে, তার জন্য কিন্তু দুর্দান্ত। এমনিতেই, অস্ট্রেলিয়াতে প্রচুর সমর্থক রয়েছে কোহলির। এই উন্মাদনার মধ্যেও কী শান্ত ভাবে ব্যাট করতে নামল ও। আশা করি, এমন একজন ক্রিকেটারের সঙ্গে আরও খেলার সুযোগ পাব।"

আগামী ২৩ অক্টোবর, অ্যাডিলেডে দ্বিতীয় একদিনের ম্যাচে মুখোমুখি হবে ভারত বনাম অস্ট্রেলিয়া। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম