India vs Australia Series 2025: সিডনিতে রেকর্ড গড়লেন বিরাট-রোহিত, বিশ্ব ক্রিকেটে মাইলফলক ছোঁয়ার দিন

Published : Oct 25, 2025, 06:23 PM IST
India vs Australia Series 2025

সংক্ষিপ্ত

India vs Australia Series 2025: মাত্র ০.৬৭ সেকেন্ড সময়ে ম্যাথু শর্টের ক্যাচ নিলেন এই তারকা। সেইসঙ্গে, ফিল্ডার হিসেবে আরও একটি নজির গড়ে ফেলেছেন তিনি। তবে বিরাট একা নন, রেকর্ড গড়েছেন রোহিত শর্মাও।

India vs Australia Series 2025: ২২ গজে ফের রেকর্ড গড়লেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা (ind vs aus odi series)। সিডনিতে শনিবার, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে ফিল্ডার হিসেবে অনবদ্য পারফরম্যান্স বিরাট কোহলির (india vs australia series 2025 squad)। 

বিশ্বরেকর্ড কোহলি-রোহিতের

মাত্র ০.৬৭ সেকেন্ড সময়ে ম্যাথু শর্টের ক্যাচ নিলেন এই তারকা। সেইসঙ্গে, ফিল্ডার হিসেবে আরও একটি নজির গড়ে ফেলেছেন তিনি। তবে বিরাট একা নন, রেকর্ড গড়েছেন রোহিত শর্মাও।

অস্ট্রেলিয়া তখন ব্যাট করছে। খেলার ২৩ ওভারে, ওয়াশিংটন সুন্দরের বলে ম্যাথু শর্টের স্যুইপ যথেষ্ট ক্ষিপ্রতার সঙ্গে লুফে নেন বিরাট। এরপর হর্ষিত রানার বলে কুপার কনলির ক্যাচও ধরেন তিনি।

পরিসংখ্যান বলছে, আন্তর্জাতিক ক্রিকেটে কোনও একটি দেশের বিরুদ্ধে সাধারণ ফিল্ডার হিসেবে সবচেয়ে বেশি ক্যাচ ধরার বিশ্বরেকর্ড গড়লেন ভারতের তারকা বিরাট কোহলি। অন্যদিকে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সমস্ত ফরম্যাট মিলিয়ে কোহলির ক্যাচের সংখ্যা মোট ৭৭টি। তার ফলে, তিনি টপকে গেলেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথকে। 

আন্তর্জাতিক ক্রিকেটে ১০০টি ক্যাচ?

ইংল্যান্ডের বিরুদ্ধে মোট ৭৬টি ক্যাচ নেন স্মিথ। সেই তালিকায় আবার তৃতীয় স্থানে আছেন শ্রীলঙ্কার মাহেলা জয়বর্ধনে। তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে নেন মোট ৭২টি ক্যাচ। তারপর চতুর্থ স্থানে আছেন অ্যালান বর্ডার। ইংল্যান্ডের বিরুদ্ধে ৭১টি ক্যাচ ছিল তাঁর নামের পাশে। 

তালিকায় পঞ্চম স্থানেও সেই জয়বর্ধনে। শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক পাকিস্তানের বিরুদ্ধে নেন মোট ৬৮টি ক্যাচ। ওদিকে আবার শনিবার, সিডনিতে দুটি ক্যাচ নিয়েছেন রোহিত শর্মাও। সেই সুবাদেই, সাধারণ ফিল্ডার হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ১০০টি ক্যাচ ধরার নজির গড়লেন তিনি। 

সেইসঙ্গে, ভারতীয় ক্রিকেটারদের মধ্যে একদিনের ক্রিকেটে সবচেয়ে বেশি ক্যাচ ধরার নজির রয়েছে সেই কোহলির ঝুলিতে। সাধারণ ফিল্ডার হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে মোট ১৬৪টি ক্যাচ লুফেছেন বিরাট। সেই তালিকায় আবার রোহিত আছেন ষষ্ঠ স্থানে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

টুথপেস্টের বিজ্ঞাপনের ভিডিওতে আঙুলে নেই এনগেজমেন্ট রিং, স্মৃতি মন্ধানাকে ঘিরে নতুন জল্পনা
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: তৃতীয় ওডিআই ম্যাচে অনিশ্চিত নান্দ্রে বার্গার, টনি ডে জর্জি