সিডনি টেস্টে আড়াই দিনে লজ্জার হার, এক দশক পর বর্ডার-গাভাসকর ট্রফি হাতছাড়া ভারতের

Published : Jan 05, 2025, 11:45 AM ISTUpdated : Jan 05, 2025, 12:04 PM IST
সিডনি টেস্টে আড়াই দিনে লজ্জার হার, এক দশক পর বর্ডার-গাভাসকর ট্রফি হাতছাড়া ভারতের

সংক্ষিপ্ত

সিডনি টেস্টে অস্ট্রেলিয়া পঞ্চম টেস্টে ছয় উইকেটে জয় পেয়ে ৩-১ ব্যবধানে বর্ডার-গাভাস্কার ট্রফি জিতেছে, ভারতের ১০ বছরের রাজত্বের অবসান ঘটিয়ে।

রবিবার বর্ডার-গাভাসকর ট্রফির উপর ভারতের ১০ বছরের রাজত্বের অবসান ঘটল। অস্ট্রেলিয়া সিডনিতে সিরিজের পঞ্চম তথা চূড়ান্ত টেস্টের তৃতীয় দিনে ছয় উইকেটে দারুণ জয় নিশ্চিত করে। ১৬২ রানের একটি সামান্য লক্ষ্য তাড়া করে, অস্ট্রেলিয়ার ট্রেভিস হেড (৩৪*) এবং বো ওয়েবস্টার (৩৯*) মাত্র ২৭ ওভারে দলকে জয়ের দিকে নিয়ে যান। অস্ট্রেলিয়া ৩-১ ব্যবধানে জয়ী হয়ে সিরিজটি শেষ করেছে। ভারতের একমাত্র জয় পারথে প্রথম টেস্টে এসেছিল। সিরিজের শেষে টেস্টে হেরে ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের যোগ্যতা অর্জনের আশা শেষ হয়ে গিয়েছে। ফাইনাল অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে হতে চলেছে। রবিবার তৃতীয় দিন দ্বিতীয় ইনিংসে ১৪১/৬ স্কোর নিয়ে শুরু করে ভারতের ব্যাটিং লাইনআপ ভেঙে পড়ে। মাত্র ১৬ রানের জন্য তাদের বাকি ৪ উইকেট হারায়। ভারতের দ্বিতীয় ইনিংস শেষ হয় ১৫৭ রানে। অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্স এবং স্কট বোল্যান্ড ধ্বংসযজ্ঞ চালান। ৪৫ রান দিয়ে ৬ উইকেট নেন বোল্যান্ড।

এক দশক পর বর্ডার-গাভাসকর ট্রফি হাতছাড়া ভারতের

ভারত এর আগে বর্ডার-গাভাসকর ট্রফির উপর আধিপত্য বিস্তার করেছিল। অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা চারবার টেস্ট সিরিজ জিতেছিল ভারতীয় দল। দু'টি সিরিজ জয় এসেছিল ঘরের মাঠে এবং দু'টি জয় এসেছিল অস্ট্রেলিয়ার মাটিতে। কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে টানা তৃতীয়বার সিরিজ জেতার স্বপ্ন শেষ হয়ে গেল। মেলবোর্ন ও সিডনিতে পরপর হেরে সিরিজ খুইয়ে বসল ভারতীয় দল। এবারই অস্ট্রেলিয়ার মাটিতে শেষ সিরিজ খেললেন রোহিত শর্মা, বিরাট কোহলি। এবার রোহিত টেস্ট দলের নেতৃত্ব হারাতে পারেন বলে জল্পনা চলছে।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত ১ম ইনিংস: ১৮৫; অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ১৮১
ভারত ২য় ইনিংস: ১৫৭ অলআউট (৩৯.৫ ওভার) - ঋষভ পন্ত ৬১, স্কট বোল্যান্ড ৬/৪৫
অস্ট্রেলিয়া ২য় ইনিংস: ১৬২/৪ (২৭ ওভার) - উসমান খাজা ৪১, ট্রেভিস হেড ৩৪*, বো ওয়েবস্টার ৩৯*; প্রসিদ্ধ কৃষ্ণ ৩/৬৫

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের নেতৃত্বে কে থাকবেন? দলে থাকবেন রোহিত?

ভারতীয় দলের হয়ে শেষ টেস্ট ম্যাচ খেলে ফেলেছেন? এবার অবসরে রোহিত শর্মা?

বিফলে যশস্বী জয়সোয়ালের লড়াই, অস্ট্রেলিয়ায় টানা তৃতীয়বার সিরিজ জয়ের স্বপ্ন শেষ

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?
IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর সাময়িক বিরতি রোহিত-কোহলির, এবার নজর ঘরোয়া ক্রিকেটে