সংক্ষিপ্ত

মেলবোর্ন টেস্ট ম্যাচের পঞ্চম দিন তিন সেশনেরও কম সময় ব্যাটিং করে ম্যাচ বাঁচাতে হত। কিন্তু সেটাও করতে পারল না রোহিত শর্মা, বিরাট কোহলি-সমৃদ্ধ ব্যাটিং লাইনআপ।

মেলবোর্ন টেস্ট ম্যাচে ১৮৪ রানে হেরে গেল ভারতীয় দল। সোমবার ম্যাচের পঞ্চম দিন প্রথম সেশনে মাত্র ১০ বলের মধ্যেই অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস শেষ হয়ে যায়। ভারতীয় দলের টার্গেট ছিল ৩৪০। শুরুতেই অধিনায়ক রোহিত শর্মা বুঝিয়ে দিয়েছিলেন, তাঁরা জেতার চেষ্টা করবেন না। দ্বিতীয় ইনিংসের শুরু থেকেই রক্ষণাত্মক ব্যাটিং করছিল ভারতীয় দল। এর ফল হল উল্টো। ম্যাচ তো বাঁচানো গেলই না, এমনকী, টার্গেটের কাছাকাছিও পৌঁছতে পারল না ভারতীয় দল। সবচেয়ে লজ্জাজনক ব্যাপার হল, দ্বিতীয় ইনিংসে যশস্বী জয়সোয়াল ও ঋষভ পন্থ ছাড়া ভারতের কোনও ব্যাটার দুই অঙ্কের রান করতে পারলেন না। ফলে দ্বিতীয় ইনিংসে ১৫৫ রানে অলআউট হয়ে গেল ভারতীয় দল।

বিফলে যশস্বীর লড়াই

মেলবোর্ন টেস্ট ম্যাচের দুই ইনিংসেই দুর্দান্ত লড়াই করলেন যশস্বী। প্রথম ইনিংসে ৮২ রান করার পর দ্বিতীয় ইনিংসে ৮৪ রান করলেন এই তরুণ ওপেনার। সোমবার তিনি যতক্ষণ ক্রিজে ছিলেন, ভারতীয় দলের ম্যাচ বাঁচানোর আশা ছিল। কিন্তু তৃতীয় সেশনে যশস্বী আউট হয়ে যাওয়ার পরেই ভারতীয় দলের লড়াই শেষ হয়ে গেল। প্রথম ইনিংসে ১১৪ রানের অসাধারণ ইনিংস খেললেও, দ্বিতীয় ইনিংসে মাত্র ১ রান করেই আউট হয়ে গেলেন নীতীশ কুমার রেড্ডি। প্রথম ইনিংসে ৫০ রান করেও, দ্বিতীয় ইনিংসে ৫ রান করে অপরাজিত থাকলেন ওয়াশিংটন সুন্দর।

ফের ব্যর্থ রোহিত-বিরাট-রাহুল

মেলবোর্ন টেস্ট ম্যাচের দুই ইনিংসেই ব্যর্থ হলেন ভারতীয় দলের তারকা ব্যাটার রোহিত শর্মা, বিরাট কোহলি, কে এল রাহুল। প্রথম ইনিংসে ৩ রান করার পর দ্বিতীয় ইনিংসে ৯ রান করলেন অধিনায়ক রোহিত। প্রথম ইনিংসে ৩৬ রান করার পর দ্বিতীয় ইনিংসে মাত্র ৫ রান করেই আউট হয়ে গেলেন বিরাট। প্রথম ইনিংসে ২৪ রান করার পর দ্বিতীয় ইনিংসে ০ রানেই আউট হয়ে গেলেন রাহুল। দলের সেরা তিন ব্যাটার ব্যর্থ হওয়ায় ভারতীয় দলের পক্ষে জয়ের ধারেকাছে পৌঁছনো সম্ভব হল না।

চতুর্থ দিনেই ম্যাচ হাতছাড়া ভারতের

রবিবার মেলবোর্ন টেস্ট ম্যাচের চতুর্থ দিন তৃতীয় সেশনে অস্ট্রেলিয়াকে দ্রুত অলআউট করে দেওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু ৯১ রানে ৬ উইকেট ফেলে দেওয়ার পরেও অল্প রানে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস শেষ করতে পারলেন না জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজরা। অস্ট্রেলিয়ার ১০ নম্বর ব্যাটার নাথান লিয়ন ৪১ রান করলেন। এই ইনিংসই ম্যাচের ফল নির্ধারণ করে দিল। রবিবারই যদি অস্ট্রেলিয়াকে দ্রুত অলআউট করে দিতে পারত ভারতীয় দল, তাহলে ম্যাচ জেতার চেষ্টা করার জন্য অনেকটা সময় পাওয়া যেত। কিন্তু সেটা করতে পারলেন না ভারতের বোলাররা। ফলে হাতের বাইরে চলে গেল ম্যাচ।

ফের নায়ক মার্নাস লাবুশেন

মেলবোর্ন টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে ১৪০ রান করেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার স্টিভ স্মিথ। তাঁর অসাধারণ ব্যাটিংয়ের সুবাদে ৪৭৪ রান করে অস্ট্রেলিয়া। মার্নাস লাবুশেন করেন ৭২ রান। এই জুটির সুবাদে বড় স্কোর করতে সক্ষম হয় অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার একমাত্র ব্যাটার হিসেবে অর্ধশতরান করেন লাবুশেন। তাঁর ৭০ রানের সুবাদে দ্বিতীয় ইনিংসে ২৩৪ রান করে অস্ট্রেলিয়া। দুই ইনিংসেই অসাধারণ ব্যাটিং করে অস্ট্রেলিয়ার নায়ক হয়ে গেলেন লাবুশেন।

মেলবোর্নে ৯ উইকেট বুমরার

মেলবোর্ন টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে ৯৯ রান দিয়ে ৪ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৫৭ রান দিয়ে ৫ উইকেট নিলেন বুমরা। কিন্তু তাঁর এই অসাধারণ বোলিংও ভারতীয় দলকে জয়ের কাছাকাছি নিয়ে যেতে পারল না। প্রথম ইনিংসে দলের অন্য বোলারদের কাছ থেকে বিশেষ সাহায্য পাননি বুমরা। এর ফলেই বড় স্কোর করে ফেলে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া খুব বেশি রান করতে না পারলেও, ভারতের সুবিধা হল না।

মেলবোর্ন টেস্টের সংক্ষিপ্ত স্কোর

অস্ট্রেলিয়া - ৪৭৪ ও ২৩৪

ভারত - ৩৬৯ ও ১৫৫

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

'অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ শেষ হওয়ার পরেই অবসর নিতে পারে রোহিত,' বিস্ফোরক শাস্ত্রী

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের ম্যাচগুলি কবে? দেখে নিন পূর্ণাঙ্গ সূচি

টেস্ট ক্রিকেটের ১৪৭ বছরের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে এই রেকর্ড, কী করলেন বুমরা?