India vs Australia T20: বৃষ্টির দাপটে ভেস্তে গেল ম্যাচ। ভারত বনাম অস্ট্রেলিয়া টি-২০ সিরিজ শুরু হল বুধবার থেকে (India vs Australia 1st T20)। কিন্তু পাঁচ ম্যাচের সিরিজের প্রথম টি-২০ ম্যাচটিই আম্পায়াররা পরিত্যক্ত ঘোষণা করলেন (ind vs aus t20 2025)।
ম্যাচটি হওয়ার কথা ছিল অস্ট্রেলিয়ার ক্যানবেরায়। কিন্তু লাগাতার বৃষ্টিতে ম্যাচটি বাতিল করতে হয়। এদিন টসে জিতে বোলিং নেয় অস্ট্রেলিয়া। একদিনের সিরিজ হারলেও শেষ ম্যাচে দুরন্ত জয় পায় টিম ইন্ডিয়া। তাই টি-২০ সিরিজ জিতে পাল্টা জবাব দিতে চাইবেন সূর্যকুমার যাদবরা। এটাই স্বাভাবিক। আর এইরকম মনোভাব নিয়েই ব্যাট করতে নামে টিম ইন্ডিয়া।
দলের ওপেনার অভিষেক শর্মা মাত্র ১৯ রান করে ফিরে গেলেও, হাল ধরেন দলের সহ-অধিনায়ক শুভমান গিল এবং অধিনায়ক সূর্যকুমার যাদব। গিল খেলেন ২০ বলে ৩৭ রানের ঝোড়ো ইনিংস। স্ট্রাইক রেট ১৮৫.০০। তাঁর ইনিংসে ছিল ৪টি চার এবং ১টি ছয়।
অপরদিকে, সূর্যর সংগ্রহে ২৪ বলে ৩৯ রান। স্ট্রাইক রেট ১৬২.৫০ এবং তাঁর ইনিংসে ছিল ৩টি চার ও ২টি ছয়। ভারতের স্কোর যখন ৯.৪ ওভারে, ১ উইকেট হারিয়ে ৯৭ রান, তখন বৃষ্টি নামে। এরপর সেই বৃষ্টির তীব্রতা ক্রমশ বৃদ্ধি পাওয়ায় আর ম্যাচ শুরু করা যায়নি।
তারপরেই মাঠ পর্যবেক্ষণ করে আম্পায়াররা জানিয়ে দেন, আর ম্যাচ শুরু করা সম্ভব নয়। তাই বৃষ্টির দাপটে ভেস্তে গেল ম্যাচ। ভারত বনাম অস্ট্রেলিয়া টি-২০ সিরিজ শুরু হল বুধবার থেকে। তবে পাঁচ ম্যাচের সিরিজের প্রথম টি-২০ ম্যাচটিই আম্পায়াররা পরিত্যক্ত ঘোষণা করলেন ।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।