
Muhammad Imran: চেহারা শোয়েব আখতারের (Shoaib Akhtar) মতোই ছিপছিপে। বোলিং অ্যাকশন হুবহু একরকম। শোয়েবের মতোই কাঁধ পর্যন্ত লম্বা চুল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মহম্মদ ইমরানের বোলিংয়ের ভিডিও। ওমানের ডি১০ লিগে (Oman D10 League) খেলেছেন এই পেসার। তাঁর বোলিংয়ের গতি শোয়েবের চেয়ে কিছুটা কম। তবে চেহারা ও বোলিং অ্যাকশনের জন্য বিখ্যাত হয়ে গিয়েছেন ইমরান। তাঁকে 'জুনিয়র শোয়েব আখতার' বলা হচ্ছে। অনেকেই এই পেসারের প্রশংসা করছেন। ওমানের জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পেয়েছেন ইমরান। ভালো পারফরম্যান্স দেখিয়েছেন এই পেসার। তাঁকে ক্রিকেটার হয়ে ওঠার জন্য অনেক লড়াই করতে হয়েছে। বাড়ির সবার মতের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে। এমনকী, বাড়ি ছেড়েও থাকতে হয়েছে। তবে এই লড়াইয়ে সাফল্য পেয়েছেন ইমরান।
পাকিস্তানের (Pakistan) খাইবার পাখতুনখাওয়া (Khyber Pakhtunkhwa) প্রদেশের ডেরা ইসমাইল খান জেলায় (Dera Ismail Khan district) জন্ম ইমরানের। তাঁর পরিবারের সদস্যদের দাবি ছিল, সেনাবাহিনীতে যোগ দিতে হবে। কিন্তু ক্রিকেটার হয়ে ওঠার স্বপ্ন দেখতেন ইমরান। তিনি বাড়ির কাউকে কিছু না জানিয়ে ১৮ বছর বয়সে বাড়ি ছেড়ে করাচি (Karachi) পাড়ি দেন। সেখানে গিয়ে তিনি ক্রিকেটের ট্রায়াল দেন। ভালো বোলিং করে তিনি করাচির অনূর্ধ্ব-১৯ দলে সুযোগ পান। এরপর ওমানের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার প্রস্তাব পান এই পেসার। ওমানের রাজধানী মাসকাটে (Muscat) সিসিটিভি ক্যামেরা (CCTV Camera) লাগানোর কাজ করেন ইমরান। পাশাপাশি তিনি ক্রিকেটও খেলছেন।
ওমানের ডি১০ লিগে আইএএস ইনভিন্সিবলসের (IAS Invincibles) হয়ে অসাধারণ বোলিং করেছেন ইমরান। এই পেসার ১৪ ম্যাচ খেলে ১০.৭১ গড়ে ২১ উইকেট নিয়েছেন। তাঁর ইকনমি রেট ৮.৬৫। একটু বেশি রান দিলেও, উইকেট নিয়েছেন ইমরান। তিনি ওমানের হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) বিরুদ্ধে প্রথম আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেন। সেই ম্যাচে তিনি ২৩ রান দিয়ে ৩ উইকেট নেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।