বোলিং অ্যাকশন হুবহু শোয়েব আখতারের মতো, পাকিস্তান ছেড়ে ওমানে গিয়ে খেলছেন এই পেসার

Published : Oct 29, 2025, 03:58 PM ISTUpdated : Oct 29, 2025, 04:10 PM IST
shoaib akhtar ind va pak asia cup 2025

সংক্ষিপ্ত

Shoaib Akhtar: আড়াই দশকেরও বেশি সময় আগে আন্তর্জাতিক ক্রিকেটে আবির্ভাব হয় পাকিস্তানের (Pakistan) প্রাক্তন পেসার শোয়েব আখতারের। এবার তাঁর মতোই অ্যাকশনের এক পেসারের বোলিংয়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

DID YOU KNOW ?
শোয়েব আখতারের সদৃশ
পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের মতোই বোলিং অ্যাকশন মহম্মদ ইমরানের। তিনি ওমানের হয়ে খেলছেন।

Muhammad Imran: চেহারা শোয়েব আখতারের (Shoaib Akhtar) মতোই ছিপছিপে। বোলিং অ্যাকশন হুবহু একরকম। শোয়েবের মতোই কাঁধ পর্যন্ত লম্বা চুল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মহম্মদ ইমরানের বোলিংয়ের ভিডিও। ওমানের ডি১০ লিগে (Oman D10 League) খেলেছেন এই পেসার। তাঁর বোলিংয়ের গতি শোয়েবের চেয়ে কিছুটা কম। তবে চেহারা ও বোলিং অ্যাকশনের জন্য বিখ্যাত হয়ে গিয়েছেন ইমরান। তাঁকে 'জুনিয়র শোয়েব আখতার' বলা হচ্ছে। অনেকেই এই পেসারের প্রশংসা করছেন। ওমানের জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পেয়েছেন ইমরান। ভালো পারফরম্যান্স দেখিয়েছেন এই পেসার। তাঁকে ক্রিকেটার হয়ে ওঠার জন্য অনেক লড়াই করতে হয়েছে। বাড়ির সবার মতের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে। এমনকী, বাড়ি ছেড়েও থাকতে হয়েছে। তবে এই লড়াইয়ে সাফল্য পেয়েছেন ইমরান।

সেনাবাহিনীতে যোগ না দিয়ে ক্রিকেটার হয়ে উঠেছেন

পাকিস্তানের (Pakistan) খাইবার পাখতুনখাওয়া (Khyber Pakhtunkhwa) প্রদেশের ডেরা ইসমাইল খান জেলায় (Dera Ismail Khan district) জন্ম ইমরানের। তাঁর পরিবারের সদস্যদের দাবি ছিল, সেনাবাহিনীতে যোগ দিতে হবে। কিন্তু ক্রিকেটার হয়ে ওঠার স্বপ্ন দেখতেন ইমরান। তিনি বাড়ির কাউকে কিছু না জানিয়ে ১৮ বছর বয়সে বাড়ি ছেড়ে করাচি (Karachi) পাড়ি দেন। সেখানে গিয়ে তিনি ক্রিকেটের ট্রায়াল দেন। ভালো বোলিং করে তিনি করাচির অনূর্ধ্ব-১৯ দলে সুযোগ পান। এরপর ওমানের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার প্রস্তাব পান এই পেসার। ওমানের রাজধানী মাসকাটে (Muscat) সিসিটিভি ক্যামেরা (CCTV Camera) লাগানোর কাজ করেন ইমরান। পাশাপাশি তিনি ক্রিকেটও খেলছেন।

 

 

ওমানের লিগে দুর্দান্ত বোলিং ইমরানের

ওমানের ডি১০ লিগে আইএএস ইনভিন্সিবলসের (IAS Invincibles) হয়ে অসাধারণ বোলিং করেছেন ইমরান। এই পেসার ১৪ ম্যাচ খেলে ১০.৭১ গড়ে ২১ উইকেট নিয়েছেন। তাঁর ইকনমি রেট ৮.৬৫। একটু বেশি রান দিলেও, উইকেট নিয়েছেন ইমরান। তিনি ওমানের হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) বিরুদ্ধে প্রথম আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেন। সেই ম্যাচে তিনি ২৩ রান দিয়ে ৩ উইকেট নেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২০২৫
২০২৫ সালে ওমানের ডি১০ লিগে অসাধারণ বোলিং মহম্মদ ইমরানের।
পাকিস্তান ছেড়ে ওমানে গিয়ে ক্রিকেট খেলছেন শোয়েব আখতারের মতো দেখতে পেসার মহম্মদ ইমরান।
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম