বিশাখাপত্তনমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে রোমহর্ষক জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল। রবিবার তিরুঅনন্তপুরমের গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ভারতীয় দল।
টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক ম্যাথু ওয়েড। এই ম্যাচে ভারতীয় দলে কোনও বদল করা হয়নি। বিশাখাপত্তনমে যে দল জয় পেয়েছে, সেই দলই তিরুঅনন্তপুরমের গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে খেলছেন। ভারতীয় দলে আছেন- যশস্বী জয়সোয়াল, রুতুরাজ গায়কোয়াড়, ঈশান কিষান (উইকেটকিপার), সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, আর্শদীপ সিং, মুকেশ কুমার ও প্রসিদ্ধ কৃষ্ণ। অস্ট্রেলিয়া দলে জোড়া পরিবর্তন হয়েছে। জেসন বেহেরনডর্ফের পরিবর্তে খেলছেন অ্যাডাম জাম্পা। অ্যারন হার্ডির পরিবর্তে খেলছেন গ্লেন ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়া দলে আছেন- স্টিভ স্মিথ, ম্যাথু শর্ট, জশ ইনগ্লিস, মার্কাস স্টোইনিস, টিম ডেভিড, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু ওয়েড (উইকেটকিপার ও অধিনায়ক), শন অ্যাবট, নাথান এলিস, অ্যাডাম জাম্পা ও তনবীর সাংঘা।
শিশির নিয়ে আশঙ্কা
গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে রান তাড়া করে জেতার সংখ্যাই বেশি। তাছাড়া নভেম্বরের শেষদিকে এই সময় রাতে শিশির পড়ার ফলে সমস্যা হতে পারে। সেই কারণে টসে হেরে একটু চিন্তায় ভারতের অধিনায়ক সূর্যকুমার। তিনি বলেছেন, ‘আমরা টসে জিতলে প্রথমে ফিল্ডিং করতাম। আমরাও রান তাড়া করার কথাই ভাবছিলাম। গতকাল রাতে আমরা যে পরিমাণে শিশির পড়তে দেখেছি, তার পরিপ্রেক্ষিতেই রান তাড়া করতে চাইছিলাম। এটা আমাদের কাছে নতুন চ্যালেঞ্জ। আমরা প্রথমে ব্যাটিং করতে নেমে বড় স্কোর করে তারপর ম্যাচ জেতার চেষ্টা করব। গত ম্যাচ আমাদের আত্মবিশ্বাস দিয়েছে। দলের সবাই দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে। আমরা দ্বিতীয় ম্যাচেও একইভাবে খেলার চেষ্টা করব। আমার কাছে অধিনায়কত্ব নতুন চ্যালেঞ্জ। এটা দায়িত্বও বটে। আমি এই দায়িত্ব উপভোগ করছি। আমরা একই দল নিয়ে খেলছি।’
শিশিরের আশায় অস্ট্রেলিয়া
টসে জিতে অস্ট্রেলিয়ার অধিনায়ক ওয়েড বলেছেন, ‘আমরা প্রথমে বোলিং করছি। আশা করি পরের দিকে শিশির পড়বে। উইকেট একইরকম থাকবে বলে আশা করছি। আমাদের সংখ্যা নিয়ে ভাবতে হচ্ছে। এখানে আসার পর আমরা উইকেট দেখেছি, কিউরেটরের সঙ্গে কথা বলেছি। গত ম্যাচে আমরা সত্যিই ভালো খেলেছি। তবে ভারতীয় দল আমাদের চেয়ে একটু ভালো খেলেছে। আমাদের কিছু জিনিস আর একটু ঠিক করতে হবে।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
IPL 2024: ছাড়ল না গুজরাট টাইটানস, অধিনায়ক হিসেবেই থাকছেন হার্দিক পান্ডিয়া
MS Dhoni: অনুরাগীর সুপার বাইকে সওয়ার, অটোগ্রাফও দিলেন ধোনি, ভাইরাল ভিডিও