IPL 2024: ছাড়ল না গুজরাট টাইটানস, অধিনায়ক হিসেবেই থাকছেন হার্দিক পান্ডিয়া

Published : Nov 26, 2023, 06:08 PM ISTUpdated : Nov 26, 2023, 07:33 PM IST
Hardik Pandya

সংক্ষিপ্ত

১৯ ডিসেম্বর ২০২৪ সালের আইপিএল-এর নিলাম। তার আগে বিভিন্ন দল গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের ধরে রাখছে এবং যাঁদের দলে প্রয়োজন নেই বলে মনে করছে তাঁদের ছেড়ে দিচ্ছে।

আইপিএল রিটেনশনে বড় চমক। হার্দিক পান্ডিয়া গুজরাট টাইটানস ছেড়ে পুরনো দল মুম্বই ইন্ডিয়ানসে ফিরবেন বলে যে জল্পনা চলছিল, সেটা বাস্তবে পরিণত হল না। তাঁকে ছাড়ল না দল। ফলে আপাতত পুরনো দলে ফেরা হচ্ছে না হার্দিকের। যদিও পরে তাঁর কাছে দলবদলের সুযোগ থাকছে। তবে অন্তত এদিন হার্দিককেই অধিনায়ক হিসেবে রেখে দেওয়ার কথা ঘোষণা করল গুজরাট টাইটানস। অধিনায়ক রোহিত শর্মাকে ধরে রেখেছে মুম্বই ইন্ডিয়ানস। তবে পেসার জোফ্রা আর্চার-সহ ১১ জন ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে মুম্বই ইন্ডিয়ানস। ৮ জন ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে গুজরাট টাইটানস। তবে বাংলার উইকেটকিপার-ব্যাটার ঋদ্ধিমান সাহাকে ধরে রেখেছে হার্দিকের দল।

ছেড়ে দেওয়া হল যশ দয়ালকে

২০২৩ সালের আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচের শেষ ওভারটি যশ দয়ালের কাছে দুঃস্বপ্নের মতো ছিল। এই ওভারে ৫টি ওভার-বাউন্ডারি মারেন রিঙ্কু সিং। ফলে স্মরণীয় জয় ছিনিয়ে নেয় কেকেআর। এই ওভারের পর যশের কেরিয়ার নিয়েই প্রশ্ন উঠে গিয়েছে। তাঁকে এবার ছেড়ে দিল গুজরাট টাইটানস। এছাড়া প্রদীপ সাঙ্গওয়ান, ওডেন স্মিথ, আলজারি জোশেফ, দাসুন শনাকা, কে এস ভরত, শিবম মাভি ও উর্বিল প্যাটেলকে ছেড়ে দিয়েছে গুজরাট টাইটানস।

বাংলাদেশের ক্রিকেটারদের ছেড়ে দিল কেকেআর

শাকিব আল-হাসান, লিটন দাস, আর্য দেশাই, ডেভিড ওয়াইজি, নারায়ণ জগদীশন, মনদীপ সিং, কুলবন্ত খেজরোলিয়া, শার্দুল ঠাকুর, লকি ফার্গুসন, উমেশ যাদব, টিম সাউদি ও জনসন চার্লসকে ছেড়ে দিল কলকাতা নাইট রাইডার্স। ১১ জন ক্রিকেটারকে ছেড়ে দিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ৮ জন ক্রিকেটারকে ছেড়ে দিল লখনউ সুপার জায়ান্টস। ৬ জন ক্রিকেটারকে ছেড়ে দিল সানরাইজার্স হায়দরাবাদ। বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান-সহ ১১ জনকে ছেড়ে দিল দিল্লি ক্যাপিটালস। ৫ জন ক্রিকেটারকে ছেড়ে দিল পাঞ্জাব কিংস। ৯ জনকে ছেড়ে দিল রাজস্থান রয়্যালস।

সবচেয়ে বেশি টাকা আরসিবি-র হাতে

আইপিএল-এর নিলামের আগে সর্বাধিক ৪০.৭৫ কোটি টাকা আছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হাতে। সানরাইজার্স হায়দরাবাদের হাতে আছে ৩৪ কোটি টাকা। কলকাতা নাইট রাইডার্সের হাতে আছে ৩২.৭ কোটি টাকা। চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের হাতে আছে ৩১.৪ কোটি টাকা। পাঞ্জাব কিংসের হাতে আছে ২৯.১ কোটি টাকা। দিল্লি ক্যাপিটালসের হাতে আছে ২৮.৯৫ কোটি টাকা। মুম্বই ইন্ডিয়ানসের হাতে আছে ১৫.২৫ কোটি টাকা। রাজস্থান রয়্যালসের হাতে আছে ১৪.৫ কোটি টাকা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

MS Dhoni: অনুরাগীর সুপার বাইকে সওয়ার, অটোগ্রাফও দিলেন ধোনি, ভাইরাল ভিডিও

Ambati Rayudu: 'টিম ম্যানেজমেন্ট বোকার মতো যুক্তি দিয়েছিল,' ৪ বছর পরেও ক্ষোভ রায়াডুর

Mohammed Shami: পাহাড়ের খাদে হুড়মুড় করে গড়িয়ে গেল গাড়ি! তড়িঘড়ি উদ্ধারে শামি

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Ranji Trophy 2025: রঞ্জিতে বাংলা বনাম আসাম ম্যাচ ড্র, জয় হাতছাড়া শামিদের
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্ট: গুয়াহাটিতে পৌঁছলেন, খেলতে পারবেন শুবমান গিল?