প্রায় ২ মাস ধরে ভারতে আছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। ওডিআই বিশ্বকাপের প্রস্তুতি ও মূলপর্ব মিলিয়ে ছিল ১৩টি ম্যাচ। এবার ৫ ম্যাচের টি-২০ সিরিজ খেলবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা।
ওডিআই বিশ্বকাপ ফাইনালে ভারতের বিরুদ্ধে ম্যাচ জেতানো শতরানের পর থেকেই ক্রিকেট দুনিয়ার নজর অস্ট্রেলিয়ার ব্যাটার ট্রেভিস হেডের দিকে। তবে বৃহস্পতিবার বিশাখাপত্তনমে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম ম্যাচে হয়তো খেলবেন না তিনি। বুধবার তেমনই ইঙ্গিত দিয়েছেন অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত অধিনায়ক ম্যাথু ওয়েড। তিনি বলেছেন, 'আমরা ওর সঙ্গে কথা বলব। ও শারীরিকভাবে কোন জায়গায় সেটা দেখব। তারপর সিদ্ধান্ত নেওয়া হবে। প্রথম টি-২০ ম্যাচে খেলার জন্য আমরা ওর উপর কোনওরকম চাপ দেব না। তবে এই সিরিজের প্রতিটি ম্যাচেই ও খেলুক, সেটা আমরা চাইব।' টি-২০ বিশ্বকাপে ১১টি ম্যাচ খেলতে হয়েছে। রবিবার ফাইনাল হয়েছে। দেড় মাস ধরে চলেছে ওডিআই বিশ্বকাপ। ফলে সব ক্রিকেটারই ক্লান্ত। টি-২০ সিরিজে তাঁদের যথাসম্ভব বিশ্রাম দিতে চাইছে অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্ট। কোনও ক্রিকেটারকেই খেলার জন্য জোর করা হবে না বলে জানিয়েছেন ওয়েড। ওডিআই বিশ্বকাপে খেলেননি এমন ক্রিকেটারদেরই প্রাধান্য দেওয়া হচ্ছে। তবে বিসিসিআই-এর মতো দলে ব্যাপক পরিবর্তন করেনি ক্রিকেট অস্ট্রেলিয়া। ফলে নিয়মিত সদস্যরাও বিশাখাপত্তনমে খেলবেন।
টি-২০ সিরিজে চাপমুক্ত অস্ট্রেলিয়া
সদ্য ওডিআই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ায় অস্ট্রেলিয়া শিবিরে এখন বসন্তের মেজাজ। তবে টি-২০ সিরিজকে হাল্কাভাবে নিচ্ছেন না ওয়েডরা। প্যাট কামিন্স দেশে ফিরে যাওয়ায় অস্ট্রেলিয়ার অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন ওয়েড। এই উইকেটকিপার এর আগেও অস্ট্রেলিয়ার নেতৃত্ব দিয়েছেন। ফলে তাঁর কোনও সমস্যা হওয়ার কথা নয়। প্রথম ম্যাচের আগে ওয়েড বলেছেন, ‘টি-২০ বিশ্বকাপের আগে খুব বেশি সময় নেই। এই প্রতিযোগিতার আগে আমরা ১০-১১টি ম্যাচ খেলব। ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে হোক বা পরবর্তী ম্যাচে, ট্রেভিস অবশ্যই খেলবে। ও দলের সঙ্গেই থাকবে।’
দলে পরিবর্তনের ইঙ্গিত ওয়েডের
সিরিজের প্রথম ম্যাচের আগে ওয়েড আরও বলেছেন, ‘আমাদের দলে চোট-আঘাতের সমস্যা খুব বেশি নেই। তবে বিশ্বকাপে যারা খেলেছে, তারা কী অবস্থায় আছে, সেটা আমরা খোঁজ নিচ্ছি। ওরা যাতে মানসিক ও শারীরিকভাবে খেলার জন্য তৈরি থাকে, সেটা নিশ্চিত করার চেষ্টা করছি। ফলে কয়েকজন প্রথম ম্যাচে খেলবে না। ওরা পরের ৪ ম্যাচের জন্য তৈরি হবে। শারীরিক ও মানসিক ক্লান্তি ছাড়া আমাদের দলে আর কোনও সমস্যা নেই। সবাই খেলার জন্য তৈরি।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
India Vs Australia: অধিনায়ক সূর্যকুমারের অভিষেক, পথ চলা শুরু নতুন ভারতের
Rohit Sharma: আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাট থেকে অবসর নিচ্ছেন রোহিত শর্মা?