রাহুল, শুবমান, সূর্যকুমারকে টেস্ট ক্রিকেট খেলার সুযোগ দেওয়া উচিত, মত সচিনের

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বারবার ঝলসে উঠেছে তাঁর ব্যাট। এখন প্রাক্তন ক্রিকেটার হিসেবে ভারত-অস্ট্রেলিয়া সিরিজে চোখ রেখেছেন সচিন তেন্ডুলকর। ভারতীয় দল নিয়ে নিজের মত জানালেন মাস্টার ব্লাস্টার।

নাগপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে শুবমান গিল ও কে এল রাহুলের পাশাপাশি সূর্যকুমার যাদবকেও ভারতীয় দলে দেখতে চাইছেন সচিন তেন্ডুলকর। তাঁর মতে, সীমিত ওভারের ফর্ম্যাটে অসাধারণ পারফরম্যান্স দেখানো সূর্যকুমার টেস্ট ম্যাচ খেলার উপযুক্ত হয়ে উঠেছেন। কে এল রাহুল ও শুবমান গিলেরও সুযোগ প্রাপ্য বলে জানিয়েছেন সচিন। তিনি বলেছেন, ‘টি-২০, ওডিআই দলে জায়গা করে নেওয়া থেকে এখন টেস্ট দলে সুযোগ পেয়েছে। সূর্যকুমার যাদব অবিশ্বাস্য প্রভাব বিস্তার করেছে। যারা সূর্যর খেলা দেখে তারাই ওর দক্ষতা ও চিন্তাভাবনাকে ভালোবেসে ফেলে। তবে টেস্ট ক্রিকেট অন্যরকম। সূর্য টেস্ট ক্রিকেট খেলার জন্য পুরোপুরি তৈরি। কে এল রাহুল ও শুবমান গিলের পাশাপাশি সূর্যর মতো দক্ষতাসম্পন্ন একজনকে ভারতীয় দলের হয়ে খেলার সুযোগ দেওয়া উচিত। ওরা তিনজনই দারুণ দক্ষতাসম্পন্ন ক্রিকেটার। আমি কোনও মতামত দিতে চাই না। কিন্তু ওরা তিনজনই দলে সুযোগ পাওয়ার যোগ্য।’

ভারতীয় দল নিয়ে সচিন আরও বলেছেন, 'আমি টিম কম্বিনেশনের মতো বিষয়গুলি নিয়ে কিছু বলতে চাই না। কিন্তু আমরা যদি সাম্প্রতিক ইতিহাস দেখি তাহলে বলতে হবে শুবমান গিল ভালো ফর্মে আছে। রাহুল ভালো পারফরম্যান্স দেখাতে পারেনি। কিন্তু এরকম হতেই পারে। জীবনে এরকম ওঠা-পড়া থাকেই। ওরা দু'জনই খুব ভালো খেলোয়াড়। দলে জায়গা ধরে রাখতে হলে রান করতে হবে।'

Latest Videos

বিরাট কোহলির প্রশংসা করে সচিন বলেছেন, ‘ও গত কয়েকমাস ধরে যেভাবে খেলছে সেটা আমার খুব ভালো লাগছে। ওর ব্যাটিং দেখে মনে হচ্ছে রান করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ। ও কী করতে চাইছে সে ব্যাপারে নিশ্চিত ধারণা আছে।’

ভারতের অভিজ্ঞ টপ অর্ডার ব্যাটার চেতেশ্বর পূজারার প্রশংসা করে সচিন বলেছেন, 'আমার মনে হয় পূজারার অবদান ঠিকমতো স্বীকৃতি পায়নি। দলে ওর গুরুত্বও উপযুক্ত স্বীকৃতি পায়নি। ও দেশের হয়ে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছে। ভারতীয় ক্রিকেট দল যে সাফল্য পেয়েছে তাতে ওর অবদান অপরিসীম।'

টেস্টে অভিষেক ম্যাচে অর্ধশতরান করেছিলেন পূজারা। সেই সময় ক্রিজের অপর প্রান্তে ছিলেন সচিন। ফলে খুব কাছ থেকে এই ব্যাটারকে দেখেছেন সচিন। সেই কারণেই পূজারার দক্ষতার ব্যাপারে ভালোভাবেই জানেন মাস্টার ব্লাস্টার। সেই কারণেই তিনি পূজারার পক্ষে সওয়াল করছেন। সচিনের মতে, ভারতীয় ক্রিকেট দলে পূজারার আরও গুরুত্ব পাওয়া উচিত।

আরও পড়ুন-

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দিন ঘোষণা, অস্ট্রেলিয়াকে হারালেই নিশ্চিত ভারত

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ হেরেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে পারে ভারত

অশ্বিনের পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ চাইলেন অস্ট্রেলিয়ার নেট বোলার মহেশ পিঠিয়া

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘Nabanna-র সামনে জাতীয় পতাকা নিয়ে বসবো!’ Mamata Banerjee-কে সরাসরি চ্যালেঞ্জ Suvendu Adhikari-র
আমবাগানে গুপ্ত লোহার বাঙ্কার! খুলতেই আঁতকে উঠলো BSF, চাঞ্চল্য Nadia-র Krishnagunj-এ, দেখুন
বিষাক্ত স্যালাইন নিয়ে মমতার বিরুদ্ধে রাজ্যপালের কাছে নালিশ শুভেন্দুর, দেখুন কী বলছেন বিরোধী দলনেতা
Suvendu on Firhad : 'হেলে পড়া বাড়ি' নিয়ে ফিরহাদকে তুলোধনা শুভেন্দুর, দেখুন কী বলছেন তিনি
ভেজাল স্যালাইন কাণ্ডে মমতার গ্রেফতারির দাবিতে প্রতিবাদ যাত্রা শুভেন্দুর | Suvendu Adhikari News