রঞ্জি ট্রফি সেমি ফাইনালে অনুষ্টুপ-সুদীপের শতরান, প্রথম দিনই চালকের আসনে বাংলা

Published : Feb 08, 2023, 05:29 PM ISTUpdated : Feb 08, 2023, 06:08 PM IST
Bengal Cricket team new head coach Laxmi Ratan Shukla Started practice in Eden Gardens indore spb

সংক্ষিপ্ত

বূুধবার থেকে শুরু হয়েছে রঞ্জি ট্রফি সেমি ফাইনাল। একদিকে হোলকার স্টেডিয়ামে চলছে বাংলা-মধ্যপ্রদেশ ম্যাচ, অন্যদিকে এম চিন্নাস্বামী স্টেডিয়ামে কর্ণাটক-সৌরাষ্ট্র লড়াই।

রঞ্জি ট্রফি সেমি ফাইনালে মধ্যপ্রদেশের বিরুদ্ধে টসে জিতে ব্যাটিং করতে নেমে প্রথম দিনের শেষে দারুণ জায়গায় বাংলা দল। দিনের শেষে বাংলার স্কোর ৪ উইকেটে ৩০৭। শতরান করেছেন বহু যুদ্ধের নায়ক অনুষ্টুপ মজুমদার ও সুদীপ কুমার ঘরামি। এদিন বাংলার হয়ে ওপেন করতে নামেন অভিমন্যু ঈশ্বরণ ও করণ লাল। ওপেনিং জুটিতে যোগ হয় ৫১ রান। কিন্তু শুরুটা ভালো করেও পরপর আউট হয়ে যান বাংলার দুই ওপেনার। প্রথমে ব্যক্তিগত ২৭ রানে আউট হয়ে যান অভিমন্যু। এরপর স্কোরবোর্ডে কোনও রান যোগ হওয়ার আগেই ব্যক্তিগত ২৩ রানে আউট হয়ে যান করণ। ৫২ রানে ২ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় বাংলা। সেই অবস্থা থেকে দলের হাল ধরেন অনুষ্টুপ ও সুদীপ। তাঁদের জুটিতে যোগ হয় ২৪১ রান। অনুষ্টুপ করেন ১২০ রান। তাঁর ২০৬ বলের ইনিংসে ছিল ১৩টি বাউন্ডারি ও ১টি ওভার-বাউন্ডারি। সুদীপ করেন ১১২ রান। তিনি ২১৩ বল খেলেন এবং ১২টি বাউন্ডারি ও ২টি ওভার-বাউন্ডারি মারেন।

দিনের শেষপর্যন্ত অনুষ্টুপ ও সুদীপ ক্রিজে থাকলে বাংলা অনেক স্বস্তিতে থাকতে পারত। কিন্তু শেষদিকে পরপর আউট হয়ে যান এই দুই ব্যাটার। দিনের শেষে ক্রিজে অধিনায়ক মনোজ তিওয়ারি ও শাহবাজ আহমেদ। মনোজ ৫ রানে এবং শাহবাজ ৬ রানে ব্যাটিং করছেন। 

মধ্যপ্রদেশের হয়ে ২১ রান দিয়ে জোড়া উইকেট নিয়েছেন অনুভব আগরওয়াল। ৩৭ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন গৌরব যাদব। ৭৯ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন আবেশ খান। 

অন্য সেমি ফাইনালে চলছে কর্ণাটক-সৌরাষ্ট্র লড়াই। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে দিনের শেষে ৫ উইকেট হারিয়ে ২২৯ রান করেছে কর্ণাটক। ওপেন করতে নেমে ১১০ রান করে অপরাজিত অধিনায়ক ময়ঙ্ক আগরওয়াল। ৫৮ রান করে অপরাজিত শ্রীনিবাস শরৎ। দেবদত্ত পাড়িক্কল করেন ৯ রান। মণীশ পাণ্ডে করেন ৭ রান। শ্রেয়াস গোপাল করেছেন ১৫ রান।

সৌরাষ্ট্রর হয়ে ৬৪ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন কুশাঙ্গ প্যাটেল। ৩৯ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন চেতন সাকারিয়া। ৪২ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন প্রেরক মাঁকড়।

তিন দশকেরও বেশি সময় হয়ে গেল রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হতে পারেনি বাংলা। একাধিকবার ফাইনালে উঠেও হারতে হয়েছে। এবার চ্যাম্পিয়ন হওয়াই মনোজদের লক্ষ্য।

আরও পড়ুন-

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দিন ঘোষণা, অস্ট্রেলিয়াকে হারালেই নিশ্চিত ভারত

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ হেরেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে পারে ভারত

টেস্টে ২ দেশের হয়ে শতরান, বুলাবায়োতে বিরল নজির গ্যারি ব্যালান্সের

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: প্রথম টি-২০ ম্যাচেই বাজিমাত ভারতের, ১০১ রানে পরাজয় দক্ষিণ আফ্রিকার
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টি-২০: হার্দিক পান্ডিয়ার ঝোড়ো অর্ধশতরান, কটকে লড়াইয়ে ভারত