ভারতীয় দলের সহ-অধিনায়ক কে এল রাহুল মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছিলেন, ম্যাচের আগে চূড়ান্ত একাদশ ঠিক করা হবে। বুধবার একই কথা বললেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।
নাগপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে ভারতের চূড়ান্ত একাদশে কারা থাকবেন? ভারতীয় দলে তিনজন স্পিনার থাকবেন না দু'জন? রোহিত শর্মার সঙ্গে কে ওপেন করবেন? ম্যাচের আগের দিনও এসব প্রশ্নের জবাব পাওয়া গেল না। সাংবাদিক বৈঠকে চূড়ান্ত একাদশ নিয়ে স্পষ্ট কিছু বললেন না ভারতের অধিনায়ক রোহিত। সহ-অধিনায়ক কে এল রাহুল ফর্মে না থাকলেও নাগপুরে খেলছেন। তিনিই হয়তো রোহিতের সঙ্গে ব্যাটিং ওপেন করবেন। কিন্তু সম্প্রতি সীমিত ওভারের ফর্ম্যাটে ওপেনার হিসেবে অসাধারণ পারফরম্যান্স দেখানো শুবমান গিল সুযোগ পাবেন না? টি-২০ র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা সূর্যকুমার যাদবকে টেস্ট ম্যাচ খেলার সুযোগ দেওয়া হবে না? এই প্রশ্নেরও জবাব দিলেন না রোহিত। ভারতীয় দল সূত্রে খবর, শুবমান ও সূর্যকুমারের মধ্যে যে কোনও একজন খেলার সুযোগ পাবেন। সূর্যকুমার খেললে নিশ্চিতভাবেই মিডল অর্ডারে ব্যাটিং করবেন। শুবমান খেলার সুযোগ পেলে কত নম্বরে ব্যাটিং করতে নামবেন সেটা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। রাহুল ওপেন করলে মিডল অর্ডারে ব্যাটিং করতে হবে শুবমানকে।
সূর্যকুমার খেলবেন না শুবমান এই প্রশ্নের জবাবে রোহিত বলেছেন, 'কাল সকাল ৯টায় টস।' এরপর অবশ্য তিনি বলেন, ‘এই সিদ্ধান্ত নেওয়া কঠিন। আমরা জানি, দলের অনেকেই ভালো ফর্মে। এটা আমাদের দলের জন্য ভালো লক্ষণ। আমাদের চূড়ান্ত একাদশ বেছে নিতে সমস্যা হচ্ছে, তার মানে দলের অনেকেই ভালো ফর্মে। এটা দলের জন্য খুব জরুরি। আমরা সকালে মাঠে গিয়ে পিচ দেখব, তারপর সেরা একাদশ বেছে নেব। আমরা অতীতেও এটা করেছি, এখন থেকে সেটাই করব।’
রোহিত আরও বলেছেন, ‘দলের সবার জন্য বার্তা হল, দলের সবাইকে একইরকমভাবে দেখা হচ্ছে। যখন যাকে দরকার সুযোগ দেওয়া হবে। পিচের অবস্থা দেখে দল বেছে নেওয়া হবে। আমরা দলের সবাইকে এ কথা জানিয়ে দিয়েছি। আমরা পরিবেশ-পরিস্থিতি খতিয়ে দেখে দলের প্রয়োজন অনুযায়ী উপযুক্ত একাদশ বাছাই করব।’
গাড়ি দুর্ঘটনায় চোট পাওয়ায় এই সিরিজে খেলতে পারছেন না উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। তাঁর পরিবর্ত হিসেবে দলে আছেন ঈশান কিষান ও কে এস ভরত। ঈশান সীমিত ওভারের ফর্ম্যাটে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন। কিন্তু ভরত এখনও আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। ফলে তাঁদের মধ্যে কাকে টেস্ট ম্যাচে খেলার সুযোগ দেওয়া হবে সেটা নিয়েও সবার আগ্রহ রয়েছে। এ ব্যাপারেও স্পষ্ট জবাব দেননি রোহিত।
আরও পড়ুন-
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দিন ঘোষণা, অস্ট্রেলিয়াকে হারালেই নিশ্চিত ভারত
বৃহস্পতিবার শুরু প্রথম টেস্ট ম্যাচ, দেশের মাটিতে ধারাবাহিকতা বজায় রাখাই চ্যালেঞ্জ ভারতের
বৃহস্পতিবার শুরু ভারত-অস্ট্রেলিয়া সিরিজ, বুমরার অভাব পূরণ করতে তৈরি সিরাজ