ইন্দোর টেস্ট ম্যাচের প্রথম দিন টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে স্বল্প রানেই শেষ হয়ে গেল ভারতের প্রথম ইনিংস। দাপট দেখালেন অস্ট্রেলিয়ার দুই স্পিনার ম্যাথু কুনেম্যান ও নাথান লিয়ন।
ইন্দোরের হোলকার স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে ১০৯ রানে অলআউট হয়ে গেল ভারতীয় দল। অস্ট্রেলিয়ার হয়ে অসাধারণ বোলিং করলেন দুই স্পিনার ম্যাথু কুনেম্যান ও নাথান লিয়ন। ১৬ রান দিয়ে ৫ উইকেট নেন কুনেম্যান। ৩৫ রান দিয়ে ৩ উইকেট নেন লিয়ন। ২৩ রান দিয়ে ১ উইকেট নেন টড মারফি। ভারতের হয়ে সর্বাধিক ২২ রান করেন বিরাট কোহলি। ২১ রান করেন ওপেনার শুবমান গিল। ১৭ রান করেন উইকেটকিপার-ব্যাটার কে এস ভরত। অধিনায়ক রোহিত শর্মা করেন ১২ রান। ১৭ রান করেন উমেশ যাদব। ১২ রান করে অপরাজিত থাকেন অক্ষর প্যাটেল। এদিন ষষ্ঠ ওভারে প্রথমবার বোলিং করতে যান কুনেম্যান। নিজের প্রথম দুই ওভারেই উইকেট নেন এই স্পিনার। নবম ওভারে প্রথমবার বোলিং করতে যান লিয়ন। এই অফস্পিনারও প্রথম ওভারেই উইকেট নেন। প্রথম উইকেট হারানোর পর থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে ভারত। কোনও ব্যাটারই বেশিক্ষণ লড়াই করতে পারেননি।
নাগপুরে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে সহজ জয় পায় ভারতীয় দল। এরপর দিল্লিতে দ্বিতীয় টেস্ট ম্যাচে কিছুটা লড়াই করে অস্ট্রেলিয়া। কিন্তু এই ম্যাচেও সহজ জয় পায় ভারত। দিল্লি টেস্ট ম্যাচের পর কয়েকদিনের বিরতি ছিল। সেই সময় ভারতীয় ক্রিকেটাররা ছুটি কাটালেও, অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা অনুশীলন চালিয়ে গিয়েছেন। ইন্দোর টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে হয়তো এরই সুফল পেল অস্ট্রেলিয়া। কুনেম্যান ও লিয়ন অসাধারণ বোলিং করেন। তবে ভারতের ব্যাটাররাও ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি।
ভারতের অধিনায়ক রোহিত এদিন উইকেট ছুড়ে দেন। কুনেম্যানের প্রথম ওভারেই স্টেপআউট করে ওভার-বাউন্ডারি মারার চেষ্টা করার কোনও দরকার ছিল না। জাদেজাও যেভাবে আউট হয়ে গেলেন, সেটা মেনে নেওয়া কঠিন। তিনি আর একটু সতর্ক থাকতে পারতেন। শ্রেয়াস ২ বলের বেশি ক্রিজে টিকে থাকতে পারলেন না। প্রথম সেশনের শেষে অপরাজিত ছিলেন রবিচন্দ্রন অশ্বিন ও অক্ষর। কিন্তু দ্বিতীয় সেশনের শুরুতেই আউট হয়ে যান অশ্বিন। এরপর আক্রমণাত্মক ব্যাটিং করে দলের রান বাড়ানোর চেষ্টা করেন উমেশ। কিন্তু তাঁর পক্ষেও বেশি রান করা সম্ভব হয়নি। শেষ উইকেটে রান আউট হয়ে যান মহম্মদ সিরাজ।
অশ্বিন-জাদেজারা যদি এবার দুর্দান্ত বোলিং করে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস অল্প রানে গুটিয়ে দিতে পারেন, তাহলে এই ম্যাচে ঘুরে দাঁড়াবে ভারতীয় দল।
আরও পড়ুন-
আশা বাড়ছে ঋষভ পন্থকে নিয়ে, ওডিআই বিশ্বকাপে অনিশ্চিত জসপ্রীত বুমরা
অশ্বিন-জাজেদার বোলিংয়ে কিপিং উপভোগ করছেন, জানালেন উইকেট রক্ষক কে এস ভরত
মহিলাদের টি-২০ বিশ্বকাপের সেরা দলে একমাত্র ভারতীয় হিসেবে জায়গা পেলেন রিচা ঘোষ