সংক্ষিপ্ত

জসপ্রীত বুমরা কবে ফিট হয়ে জাতীয় দলে ফিরবেন? কে এল রাহুলের ফর্মে ফেরার মতোই বুমরার ফিট হয়ে জাতীয় দলে ফেরা নিয়েও ভারতীয় ক্রিকেট মহলে আলোচনা চলছে। বুমরাকে নিয়ে অনিশ্চয়তা বাড়ছে।

প্রায় এক দশক আইসিসি টুর্নামেন্ট জিততে পারেনি ভারত। ওডিআই বিশ্বকাপ, টি-২০ বিশ্বকাপ, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, সবেতেই সাফল্য অধরা থেকে গিয়েছে। ফলে এবার দেশের মাটিতে ওডিআই বিশ্বকাপ জিততে মরিয়া ভারতীয় দল। তার আগে জুনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালও আছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতীয় দল যে পারফরম্যান্স দেখাচ্ছে তাতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের যোগ্যতা অর্জন করা সময়ের অপেক্ষা। টিম ম্যানেজমেন্টের আশা ছিল, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলতে পারবেন পেসার জসপ্রীত বুমরা। কিন্তু এখন জানা গিয়েছে, আরও ৬ মাস মাঠের বাইরে থাকতে হবে বুমরাকে। তাঁর অস্ত্রোপচার প্রয়োজন। এরপর তাঁর ফিট হয়ে উঠতে আরও কিছুদিন সময় লাগবে। ফলে আইপিএল-এ যেমন খেলতে পারবেন না, তেমনই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, ওডিআই বিশ্বকাপেও অনিশ্চিত বুমরা। এই পেসারকে পেলে লাভবানই হবে ভারতীয় দল। কিন্তু সেই আশা ক্রমশঃ কমছে।

বুমরার মাঠে ফেরা নিয়ে সংশয় তৈরি হলেও, উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থকে নিয়ে আশা বাড়ছে। তিনি দ্রুত মাঠে ফেরার আশায়। ঋষভ জানিয়েছেন, ‘আমি এখন অনেকটা ভালো আছি। আমি দ্রুত সুস্থ হয়ে উঠছি। আশা করি ঈশ্বরের আশীর্বাদ ও মেডিক্য়াল টিমের সাহায্যে আমি দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে উঠব। আমার পরিস্থিতি আরও ইতিবাচক হয়ে উঠেছে না নেতিবাচক হয়ে উঠেছে সেটা বলা কঠিন। তবে আমার জীবন সম্পর্কে দৃষ্টিভঙ্গি বদলে গিয়েছে। এখন আমি জীবন সম্পূর্ণ উপভোগ করছি। আমি এতদিন ছোট ছোট যে বিষয়গুলি উপেক্ষা করে এসেছি এখন সেগুলিও এখন উপভোগ করছি। এখন সবাই বিশেষ কিছু অর্জন করার জন্য কঠোর পরিশ্রম করছেন। কিন্তু আমরা ছোট ছোট বিষয়গুলি উপভোগ করতে ভুলে গিয়েছি। এই ছোট ছোট বিষয়গুলিই আমাদের প্রতিদিন আনন্দ দেয়।’

ঋষভ আরও বলেছেন, ‘আমার দুর্ঘটনার পর থেকে সবকিছুতেই আনন্দ খুঁজে পাচ্ছি। রোজ দাঁত মাজা, রোদে বসে থাকাতেও আনন্দ পাচ্ছি। আমাদের লক্ষ্যপূরণ করার সময় মনে হয় প্রতিদিনের কাজগুলি সহজেই হয়ে যায়। আমার সবচেয়ে বড় উপলদ্ধি হল, প্রতিদিন আশীর্বাদ পাচ্ছি। দুর্ঘটনার পর থেকে আমি প্রতিটি মুহূর্ত উপভোগ করছি।’

ঋষভ যদি ওডিআই বিশ্বকাপের আগে জাতীয় দলে ফিরতে পারেন, তাহলে ভারতীয় দলের লাভই হবে। ওডিআই ফর্ম্য়াটে কে এল রাহুল বা ঈশান কিষান কিপিং করছেন বটে, কিন্তু ঋষভ দলে ফিরলে তিনিই খেলবেন।

আরও পড়ুন-

অশ্বিন-জাজেদার বোলিংয়ে কিপিং উপভোগ করছেন, জানালেন উইকেট রক্ষক কে এস ভরত

জসপ্রীত বুমরা থেকে ঋষভ পন্থ, এবারের আইপিএল-এ দেখা যাবে না এই তারকাদের

মহিলাদের টি-২০ বিশ্বকাপের সেরা দলে একমাত্র ভারতীয় হিসেবে জায়গা পেলেন রিচা ঘোষ