Ind Vs Aus Live Score Updates: অশ্বিন-উমেশের দাপটে প্রথম ইনিংসে ১৯৭ অলআউট অস্ট্রেলিয়া

Published : Mar 02, 2023, 11:09 AM ISTUpdated : Mar 02, 2023, 11:40 AM IST
india vs australia

সংক্ষিপ্ত

ব্যাটাররা ব্যর্থ হলেও, বোলারদের দাপটে ইন্দোর টেস্ট ম্যাচে ঘুরে দাঁড়াল ভারতীয় দল। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে দ্রুত অলআউট করে দেওয়ার পর এবার দ্বিতীয় ইনিংসে বড় রান করতে হবে ভারতের ব্যাটারদের।

ইন্দোর টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে ভারতের চেয়ে রানে ৮৮ এগিয়ে থাকল অস্ট্রেলিয়া। বুধবার এই ম্যাচের প্রথম দিন টসে জিতে ব্যাটিং করতে নেমে প্রথম ইনিংসে ১০৯ রানে অলআউট হয়ে যায় ভারতীয় দল। এরপর প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ছিল ৪ উইকেটে ১৫৬। দ্বিতীয় দিন প্রথম সেশনেই ১৯৭ রানে অলআউট হয়ে গেল অস্ট্রেলিয়া। ভারতের হয়ে প্রথম দিন ৪ উইকেট নেন রবীন্দ্র জাদেজা। দ্বিতীয় দিন ৩ উইকেট নিলেন রবিচন্দ্রন অশ্বিন। ৩ উইকেট নিলেন উমেশ যাদব। অস্ট্রেলিয়ার হয়ে সর্বাধিক ৬০ রান করেন ওপেনার উসমান খাজা। ৩১ রান করেন মার্নাস লাবুশেন। ২১ রান করেন ক্যামেরন গ্রিন। ১৯ রান করেন পিটার হ্যান্ডসকম্ব। অধিনায়ক স্টিভ স্মিথ করেন ২৬ রান। আর কোনও ব্যাটার দুই অঙ্কের রান করতে পারেননি। ট্রেভিস হেড ৯, অ্যালেক্স কেরি ৩, মিচেল স্টার্ক ১, নাথান লিয়ন ৫, টড মারফি ০ রানে আউট হয়ে যান। ০ রানে অপরাজিত থাকেন ম্যাথু কুনেম্যান।

প্রথম ইনিংসে ভারতের কোনও ব্যাটারই অর্ধশতরান করতে পারেননি। সর্বাধিক ২২ রান করেন বিরাট কোহলি। ওপেনার শুবমান গিল করেন ২১ রান। অধিনায়ক রোহিত শর্মা করেন ১২ রান। উইকেটকিপার-ব্যাটার কে এস ভরত করেন ১৭ রান। ১২ রান করে অপরাজিত থাকেন অক্ষর প্যাটেল। ১৭ রান করেন উমেশ। অস্ট্রেলিয়ার হয়ে ১৬ রান দিয়ে ৫ উইকেট নেন কুনেম্যান। ৩৫ রান দিয়ে ৩ উইকেট নেন কুনেম্যান। ২৩ রান দিয়ে ১ উইকেট নেন মারফি।

দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে ব্যাটিং ওপেন করতে নেমেছেন রোহিত ও শুবমান। প্রথম ইনিংসে স্টেপ আউট করে বড় শট খেলতে গিয়ে স্টাম্প আউট হয়ে যান রোহিত। দ্বিতীয় ইনিংসে তাঁকে ধৈর্য ধরে ব্যাটিং করতে হবে। কারণ, প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার চেয়ে অনেকটা পিছিয়ে ভারতীয় দল। এই ম্যাচ জিততে হলে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়াকে বড় টার্গেট দিতে হবে। সেক্ষেত্রে অধিনায়কের দায়িত্ব আছে। কে এল রাহুলের বদলে এই ম্যাচে খেলার সুযোগ পাওয়া শুবমান প্রথম ইনিংস বড় রান না পেলেও, ভালোভাবেই ব্যাটিং করছিলেন। দ্বিতীয় ইনিংসে তাঁর কাছ থেকে বড় রানের আশায় দল।

মধ্যাহ্নভোজের বিরতির সময় ভারতীয় দলের স্কোর বিনা উইকেটে ১৩। রোহিত ৫ ও শুবমান ৪ রানে অপরাজিত।

আরও পড়ুন-

চোট সারাতে অস্ত্রোপচার প্রয়োজন, নিউজিল্যান্ডে যেতে পারেন জসপ্রীত বুমরা

জেমস অ্যান্ডারসনকে টপকে টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে রবিচন্দ্রন অশ্বিন

অশ্বিন-জাজেদার বোলিংয়ে কিপিং উপভোগ করছেন, জানালেন উইকেট রক্ষক কে এস ভরত

PREV
click me!

Recommended Stories

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: টি-২০ ম্যাচে ফের ব্যর্থ, কতদিন শুবমান গিলকে বয়ে বেড়াবে দল?
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: ফের ব্যর্থ শুবমান, দ্বিতীয় টি-২০ ম্যাচে হার ভারতের